//এলোমেলো কিছু ফুলের ফটোগ্রাফি//

in আমার বাংলা ব্লগ21 days ago

IMG_20241123_065811.jpg

সবাইকে আজকে আমার পোস্টে স্বাগতম!
আজকের তারিখঃ , সোমবার ডিসেম্বর ২

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আশা করি আপনারা অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহতালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি দুঃখের বিষয় পিতা অসুস্থ হওয়ার কারণে ঠিকঠাক মতো আপনাদের সাথে পোস্ট এবং আমার প্রিয় কমিউনিটিতে কাদের সুযোগ পাচ্ছিনা আশা করি খুব শীঘ্রই আপনাদের মাঝে আমি জাহিদুল ইসলাম আবার পুনরায় নিয়মিত কাজ শুরু করব। আজ আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু প্রাকৃতিক সৌন্দর্যের ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক সুদর্শন প্রাকৃতিক সৌন্দর্যের ফুলগুলোর ফটোগ্রাফি।

IMG_20241123_065743.jpg

এটি হচ্ছে কাঠ বিলি ফুলের ফটোগ্রাফি এই কাঠবিড়ালি ফুলের ফটোগ্রাফি বিভিন্ন রঙের হয়ে থাকে এ ফুলগুলো বিশেষ করে সাধারণের ফুলটি আমার কাছে বেশি ভালো লাগে এই ফলটিও বেশ ভালো লেগেছিল তাই আপনাদের মাঝে একটি সেলফি তুলে শেয়ার করলাম।

IMG_20241123_065719.jpg

এটা হচ্ছে হলুদ রঙের বোতাম ফুল এই হলুদ কালার দেখতে আমার অনেক বেশি ভালো লাগে হলুদ পোশাক হচ্ছে জান্নাতি পোশাক। আর এই জান্নাতি রঙের হলুদ কালারের ফুলটি দেখতে আমার বেশ ভালো লাগছে প্রকৃতির সৌন্দর্যের অপরূপ সৃষ্টি এ ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং মাঝে মাঝে আমাদের বাড়ির পাশে করলেই এগ্রো পার্কে একটু ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে।

IMG_20241123_065644.jpg

এটি হচ্ছে আমার নাম না জানা একটি ফুলের ফটোগ্রাফি এই ফটোগ্রাফিটি আমার পাঠানোর মধ্যে সবথেকে বেশি ভালো ছিল। এই ফুলটি দেখলেই আমার মন ভরে যায় এবং অন্যরকম একটি সুবাস। সচরাচর আমরা ফুলকে ভালোবেসে থাকি। ফুল ভালোবাসে না এমন মানুষের সংসার করে পাওয়াই মুশকিল।

IMG_20241123_065604.jpg

এই ফলটি হচ্ছে জবা ফুল এই জবা ফুলের কলি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর জবা ফুল ঔষধি ফুল হিসেবে আমি চিনে থাকি। শুনেছি এই জবা ফুল বেটে মাথায় দিলে নাকি মাথার চুল ওঠা বন্ধ হয়ে যায় এবং অনেক রোগের ই জবা ফুল। আসলে মহান আল্লাহ তা'আলা এই সুন্দর ভুবনে সবকিছু সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য কল্যাণ ব্যতীত কোন কিছু সৃষ্টি করা হয়নি। সব কিছুরই প্রয়োজন তাই মহান আল্লাহ তা'আলা সবকিছুই সৃষ্টি করেছেন আমাদের জন্য।

IMG_20241123_065525.jpg

জিরিঝিরি হলুদ রংয়ের তারা ফুল এই ফুলটি আমি এর আগে দেখিনি হঠাৎ চোখে পড়লো তাই একটি ফটোগ্রাফি করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করি আমার এলোমেলো ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগছে।

IMG_20241123_065458.jpg

এটি হচ্ছে সুন্দর একটি ফুলের কলি এই কলি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি করে সবার দেখার সুযোগ করে দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে। এ ছিল আজ আমার আমাদের বাড়ির পাশে ছোট্ট একটি পার্ক পল্লী বঙ্গ এগ্রো পার্ক। এই ছিল আজ আমার এলোমেলো কিছু প্রাকৃতিক সৌন্দর্যের ফুলের ফটোগ্রাফি আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্ট বিবরণী



শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্ট ফোন
পোস্ট তৈরি#jahidulislam01
কান্ট্রিবাংলাদেশ
ক্যামেরা8m
লোকেশনhttps://maps.app.goo.gl/pgPrAswr14oyXhmW6
ডেট২-১২-২০২৪
✨💞আমার নিজের পরিচয়💞✨

45406254-503f-44d8-8a5d-79dda79fe316.jpg

আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।


(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

abb2.png

abb.png

bwith.png

VOTE @bangla.witness as witness

bwithness.png

SET @rme as your proxy

rproxy.png

Sort:  
 21 days ago 

আপনার ফটোগ্রাফি এলোমেলো হলেও দেখতে অনেক সুন্দর হয়েছে ভাইয়া। দোয়া করি আপনার বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।

 21 days ago 

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে আসলেই অনেক ভালো লাগলো। অনেক নতুন পুরাতন এবং পরিচিত অপরিচিত ফুলের ফটোগ্রাফি আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম।

 21 days ago 

কাঠ বিলি ফুলের ফটোগ্রাফি টা দারুন হয়েছে। তবে এই ফুলটির নাম আমার জানা মতে কাঠগোলাপ হবে। খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন আপনি। আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 21 days ago 

ফটোগ্রাফি পোস্ট আমার খুবই ভালো লাগে। যেটা করতে আমিও পছন্দ করি। আপনার আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল ।বিভিন্ন ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 21 days ago 

আপনার তোলা ফুলের প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। ফুল গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। মাইক ফুল আর জবা ফুল দেখে খুব ভালো লাগলো। এতো চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 20 days ago 

কাঠবিড়ালি ফুলের নাম আজকেই প্রথম জানলাম। আমার কাছে তো এই ফুল দেখে মনে হচ্ছে কাঠ গোলাপ। দারুন দারুন সব ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।

 20 days ago 

আজকে আপনি খুব চমৎকার কিছু এলোমেলো ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখলে অন্যরকম ভালো লাগে। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। লিলি ফুল আমাদের সবার পরিচিত। কাঠবিড়ালি ফুলের নাম মনে হয় শুনি নাই। সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আমাদের মাঝে তাই ধন্যবাদ।