কৃষ্ণচূড়া ফুলের ভিডিওগ্রাফি
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কৃষ্ণচূড়া ফুল গাছের সুন্দর ভিডিও। আমি আশা করবো আমার এই সুন্দর ভিডিও দেখে আপনারা মুগ্ধ হবেন এবং অনেক ভালো লাগবে।
কৃষ্ণচূড়া ফুলের ভিডিওগ্রাফি
আজ সকালে ঘুম থেকে উঠে হঠাৎ ভাবলাম আজকে একটা ভিডিও পোস্ট শেয়ার করব। তবে কি ভিডিও পোস্ট শেয়ার করা যায় এই নিয়ে ভাবতে ভাবতে অনেক ভিডিওর নিচে লক্ষ্য করে দেখলাম কৃষ্ণচূড়া ফুল গাছের ভিডিও এখনো রয়েছে। মায়ের বাসা থেকে বাড়ি ফিরতে আবার মায়ের বাসায় যেতে সুন্দর এই স্থানের বেশ কয়েকটা ভিডিও ও অনেক ফটো ধারণ করেছিলাম। ভিডিওটা দেখার পর মনে পড়ে গেল সেই সুন্দর রোদেলা বৈশাখ মাসের কথা। আমরা যতটা জানি বৈশাখ মাসের পর থেকে এই কৃষ্ণচূড়া ফুলের আগমন। দীর্ঘ এক দেড় মাস গাছে এই ফুলগুলো থাকে। দীর্ঘদিন ধরে কৃষ্ণচূড়া ফুল ফুটে থাকে এটাউ কিন্তু এইবারই প্রথম দেখলাম। এর আগে কোন বার এভাবে খেয়াল করা হয়নি। কৃষ্ণচূড়া ফুল গাছে ফুল ফুটে থাকার মুহূর্তে ২-৩ বার মায়ের বাসায় তে গেছি। কিন্তু ফুল গাছের ফুলের কমতি কখনোই দেখি নাই। গাছটা এমন স্থানে, শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ির ঠিক মধ্যবর্তী মাঝপথে ফাঁকা জায়গাতে। যেখানে দুই গ্রামের মানুষ ফসল সংরক্ষণ,গৃহপালিত গরু ও ছাগল চরাই করতে নিয়ে আসে। এখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ রয়েছে। তবে কৃষ্ণচূড়া ফুল গাছের থেকে আরেকটু এগিয়ে যেতে হয়। আমি খেয়াল করে দেখেছি কৃষ্ণচূড়া ফুল গাছটার নিকটে একটি মাত্র মিল ঘর রয়েছে। যেখানে মাছের খাবার তৈরি করা হয়। এছাড়া এদিকে ওদিকে বেশ ফাঁকা স্থান। তাই বলতে গেলে জায়গাটা বেশি নিরিবিলিও মনোরম পরিবেশে গড়া।
কৃষ্ণচূড়া ফুল গাছে ফুল ফোটে আমি অনেক জায়গাতে কমবেশি দেখেছি। কিন্তু এখানে এই গাছটা এমন সুন্দরভাবে ফুলে ফুলে পরিপূর্ণতা লাভ করেছিল যেন মনে হয়েছিল যতদিন এই ফুল গাছে ফুল ফুটে থাকবে ততদিন এইখানে আসতে থাকি আর দেখতেই থাকি। তবে সৌভাগ্য মাত্র দুইদিন হয়েছিল। হয়তো এই বছরে আর সেই সৌভাগ্যটাও না হতে পারে। আর সৌভাগ্য করতে হলে সেজেগুজে দেখার উদ্দেশ্যে আসতে হবে। কারণ আমার শ্বশুরের বাড়ি থেকে মায়ের বাসায় যাওয়ার শর্ট রাস্তাটা এবার পিচঢালা রোড হয়ে গেছে। শট পথে চলা সেই রাস্তাটা এর আগের হেয়ারিং ছিল। তাই পার্শ্ববর্তী একটি গ্রাম ঘুরে যাওয়া লাগতো। এই জন্য এই কৃষ্ণচূড়া ফুল গাছ চোখে পড়তো। নিজেরা ফটো ধারণ করার পাশাপাশি নিজের বাবুটাকেও আনন্দ দিতে পারতাম একটু। যাইহোক সময় বলে দেবে সুযোগ বুঝে ঘুরতে যাওয়ার মুহূর্তে। এখানে আমি দুই দিনের দুইটা ভিডিও একসাথে যুক্ত করেছি। এক মায়ের বাসাতে যাওয়ার দিনের আর একটা মায়ের বাসা থেকে ফেরার দিনের। তাই আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন প্রথম খন্ডে ফসলের মাঠ রয়েছে যেখানে ফসল রয়েছে। আর দ্বিতীয় অংশটা যেখানে ফসলের মাঠে ফসল নেই কাটা হয়ে গেছে। যেন অন্যরকম এক মধুর অনুভূতি বারবার ফিরে আসে মনের মাঝে ভিডিওটা দেখার পর। দিনগুলো সব চলে যায় কিন্তু এভাবে ভিডিও করে রাখলে সুন্দর স্মৃতি হয়ে থাকে।
এছাড়াও কিছুটা পথ এগিয়ে রাস্তার ব্যাকসাইটে যে কৃষ্ণচূড়া ফুল গাছটা ছিল সেই গাছটা অনেক বড়। এই গাছটা তো অনেক ফুল ছিল কিন্তু সেভাবে ফটো ধারণ করার মতো ছিল না। পাশে বেশ অনেক গাছপালা রয়েছে আবার বন জঙ্গল রয়েছে, যার জন্য আমার কাছে সুবিধাম মনে হয়েছিল না। তবে বাবুর আব্বা এই গাছ থেকে খুব সুন্দর ফটো ভিডিও ধারণ করেছিল তার মোবাইলে। এর জন্য বেশ এদিকে ওদিকে মুভ করতে হয়েছিল কিন্তু সেভাবে মুভ করা আমার কাছের মোটেও সম্ভব ছিল না। তাই ছোট গাছের কৃষ্ণচূড়া ফুলের ফটো ভিডিও ধারণ করে আমি সন্তুষ্টি ছিলাম। আর এই বড় কৃষ্ণচূড়া গাছের পাশে রয়েছে বেশি বড় বড় পুকুর। এই সময় বেশ অনেক অতিথি পাখি আসে। খুব শীঘ্রই সেখানে বেড়াতে যাওয়ার প্লান রয়েছে। যদি সম্ভব হয় তাহলে সেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য ও অতিথি পাখির ফটো ধারণ করব। অনেকদিন পর দেখতে পারবো সেই সুন্দর স্থান। যেন অন্যরকম এক অনুভূতি মনের মধ্যে ভেসে আসে কৃষ্ণচূড়া গাছকে কেন্দ্র করে। আমি মনে করি এমন ফুলের গাছ রাস্তার পাশে পাশে লাগিয়ে রাখাটাই ভালো। এতে পরিবেশের যেমন সৌন্দর্য বৃদ্ধি পায়,তেমন আমাদের মত মানুষেরা একটু সুযোগ পেলে ঘুরতে পারে,ফটো ভিডিও ধারণ করতে পারে।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ
ফটোগ্রাফি ও ভিডিও | কৃষ্ণচূড়া ফুল |
---|---|
স্থান | গাংনী |
লোকেশন | Location |
মোবাইল | Huawei P30 Pro-40mp |
Video editing app | PicsArt, InShot |
youtube চ্যানেল | @Raj-pakhi |
ক্রেডিট | @jannatul |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
কৃষ্ণচূড়া ফুলের ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লাগলো আপু। বিশেষ করে ভিডিওয়ের সাথে মিউজিক টি দারুণ হয়েছে। খুবই সুন্দর ভাবে বর্ননা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে যেন খুশি হলাম।
X-promotion
কৃষ্ণচূড়া ফুল দেখতে অনেক ভালো লাগে। এই ফুলগুলো সবারই অনেক পছন্দের। আর আপনি এত সুন্দর করে ভিডিওগ্রাফি করেছেন দেখে মুগ্ধ হয়েছি। অনেক সুন্দর লাগলো ভিডিও দেখে। খুবই ভালো লেগেছে আমার।
আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম
কৃষ্ণচূড়া ফুলের অসাধারণ ভিডিওগ্রাফি করেছেন। কৃষ্ণচূড়া ফুল আমার অনেক পছন্দের। আর আপনি অনেক সুন্দর করে ভিডিওগ্রাফি ধারণ করেছেন যেটা দেখে আমাকে বেশ মুগ্ধ করেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
হ্যাঁ আমার কাছে বেশ ভালো লাগে এই ফুল।
আসলে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে বাড়ির পাশে একটা কৃষ্ণচূড়া ফুল গাছ লাগাবো। কেননা রাস্তার পাশে যখন এই ধরনের ফুল গাছ গুলো দেখতে পাই তখন মনটা ভরে যায়। আজ আপনি দারুন একটা ফুল গাছের ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন।
বাড়ির পাশে লাগাতে পারলে ভালো হয়।
কৃষ্ণচূড়া ফুলের ভিডিওগ্রাফি আমার খুবই ভালো লেগেছে । আপনি খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি এবং সাথে বর্ণনা করেছেন। দেখতে পেয়ে মুগ্ধ হলাম।
মুগ্ধ হয়েছেন যিনি অনেক খুশি
কৃষ্ণচূড়া ফুল আমরা প্রায় সকলেই পছন্দ করি।বিশেষ করে গ্রামে রাস্তার পাশ দিয়ে কৃষ্ণচূড়া ফুল গাছ দেখলে মনটা একদম ভরে যায়।কি সুন্দরভাবে ফুলগুলো ফুটে থাকে। আজকে সেই সৌন্দর্য আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম, দেখে অনেক ভালো লাগলো।
সাবলীল ভাষায় মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আজকের কাজ সম্পন্ন
কৃষ্ণচূড়া ফুল আমার ভীষণ পছন্দ। আপনার ভিডিওগ্রাফিতে ফুল গুলো দেখে মনটা ভালো হয়ে গেল। দারুন ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন আপনার মায়ের বাসা থেকে আসার সময়। মুগ্ধ হয়ে গেলাম আপনার আজকে ভিডিওগ্রাফি দেখে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
আমি যখন ভিডিও করেছিলাম তখন মনে হচ্ছিল যে বাড়িতে না গিয়ে এখানে থেকে যাই। অনেক সুন্দর পরিবেশ এবং ফুলে ফুলে পরিপূর্ণ গাছ।
কৃষ্ণচূড়া ফুল দেখতে অনেক সুন্দর।এত সুন্দরভাবে কৃষ্ণচূড়া ফুলের ভিডিওগ্রাফি আমাদের মাঝে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ