// ক্লে দিয়ে তৈরি তরমুজের স্লাইসের অরিগ্যামি //
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।
প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি সুন্দর একটি পোস্ট নিয়ে। আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের ভালো লাগবে।আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে তৈরি সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করবো।
ক্লে দিয়ে তৈরি যেকোনো ধরনের অরিগ্যামি দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে রঙিন ক্লে ব্যবহার করে যদি কোনো কিছু তৈরি করা হয় তাহলে দেখতে আরো বেশি চমৎকার লাগে। আজকে আমি ক্লে দিয়ে সুন্দর এক টুকরো তরমুজের স্লাইসের অরিগ্যামি তৈরি করেছি।আমি খুব সহজ পদ্ধতিতে তরমুজের অরিগ্যামিটি তৈরি করেছি। ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। ক্লে দিয়ে এভাবে অরিগ্যামি তৈরি করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। তবে ধৈর্য নিয়ে কাজটি শেষ করার পর দেখতে অনেক চমৎকার লাগে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে এই ক্লে দিয়ে মাছের অরিগ্যামি তৈরি করলাম।
১.রঙিন ক্লে
২.ক্লে টুলস
প্রথমে আমি লাল কালারের সামান্য পরিমাণে কিছু ক্লে নিয়েছি।এটাকে হাতের সাহায্যে সুন্দরভাবে ত্রিভুজের শেপ তৈরি করে নিব। অর্থাৎ, তরমুজের উপরের অংশ তৈরি করেছি।
এরপর সামান্য পরিমাণ সাদা রঙের ক্লে নিব।সাদা রঙের ক্লে দিয়ে চিত্রের মতো করে তরমুজের নিচের অংশ তৈরি করে নিব।এখন লাল রঙের ক্লে দিয়ে তৈরি ত্রিভুজের শেপের নিচের অংশে এই সাদা রঙের ক্লে লাগিয়ে নিব।
তারপর হালকা সবুজ রঙের ক্লে দিয়ে তরমুজের সর্বশেষ নিচের অংশ তৈরি করে উপরের অংশের সঙ্গে সেট করে নিব।
এরপর চিত্রের মতো করে ক্লে টুলস দিয়ে দুইপাশে তরমুজের স্লাইসের সাইজ করে সুন্দরভাবে কেটে নিব।
এখন কালো রংয়ের ক্লে দিয়ে চিত্রের মতো করে ছোট ছোট তরমুজের বীজের আকৃতি তৈরি করে নিব। তারপর উপরের অংশে চিত্রের মতো করে ছোট ছোট বীজগুলো সুন্দরভাবে লাগিয়ে নিব।
এভাবেই বিভিন্ন রঙের ক্লে দিয়ে তৈরি করে ফেললাম সুন্দর তরমুজের স্লাইসের অরিগ্যামি।
তরমুজের স্লাইসের অরিগ্যামিটি তৈরি করার পর দেখতে অনেক সুন্দর লাগছিল। আপনাদের কাছে আমার আজকে শেয়ার করা পোস্টটি কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন।আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ডিভাইস | OPPO A15s |
---|---|
শ্রেণী | অরিগ্যামি পোস্ট |
ফটোগ্রাফার | @jerin-tasnim |
লোকেশন | কুষ্টিয়া,বাংলাদেশ |
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ |
---|
ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায় যা আমার খুব ভালো লাগে। তাছাড়া ও নিজে যখন তৈরি করতে পারি খুবই ভালো লাগার কাজ করে। কারণ ক্লে দিয়ে এত সুন্দর ভাবে সেফ দেওয়া যায় নরম হওয়ার কারণে খুব সুন্দর হয় জিনিসগুলো। আপনি তরমুজের স্লাইস তৈরি করলেন ক্লে দিয়ে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আমিও আপনার মত একদিন ক্লে দিয়ে তরমুজ তৈরি করেছিলাম। আপনি অনেক সুন্দর ভাবে ক্লে দিয়ে এক টুকরো তরমুজ তৈরি করেছেন। ক্লে দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ক্লে দিয়ে তৈরি তরমুজের স্লাইসের অরিগ্যামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই জিনিসগুলো তৈরি করা আসলেই অনেক কঠিন কাজ। তারপরও আপনি এতটা সুন্দর ভাবে তৈরি করতে পেরেছেন এটা দেখে খুবই ভালো লাগলো।
বেশ কিছুদিন আগে আমিও এভাবে তরমুজ তৈরি করেছিলাম। ক্লে দিয়ে অনেক সুন্দর ভাবে তরমুজ তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা তরমুজ দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার খুবই ভালো লেগেছে আপু।
ক্লে দিয়ে তৈরি তরমুজের স্লাইসের অরিগ্যামিটি খুব দারুণ হয়েছে আপু। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। আর বর্ণনা ও যথাযথ ছিল। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় এই কামনা করছি।
ক্লে দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আজ আপনি ক্লে দিয়ে খুবই চমৎকার একটি তরমুজের স্লাইস তৈরি করেছেন আপু।করেছে আপনার তৈরি করা তরমুজের স্লাইস টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে।খুবই নিখুঁত ভাবে ধাপগুলো উপস্থাপন করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আজকাল তো দেখছি ক্লে দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানানো একটি ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। আপনি তো বেশ সুন্দর করে ক্লে দিয়ে তরমুজ বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ সুন্দর করে তরমুজ বানানোর ধাপ গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।
ক্লে দিয়ে তরমুজ স্লাইসের অরিগ্যামি তৈরি দারুন হয়ে। এধরনের অরিগ্যামি দেখতে সবসময় অনেক বেশি সুন্দর লাগে। বিশেষ করে কালার কম্বিনেশন ও একদম অরিজিনাল তরমুজ এর মতো দেখতে লাগছে। ধন্যবাদ তৈরির প্রক্রিয়া ধাপে ধাপে উপস্থাপন করে দেখানোর জন্য।
আপনার তরমুজের স্লাইসের অরিগ্যামি দেখে আমি সত্যিকারের তরমুজ ভেবেছি। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ক্লে দিয়ে তৈরি তরমুজের স্লাইসের অরিগ্যামি তৈরি করেছেন খুবই দুর্দান্ত হয়েছে। তরমুজের স্লাইসের অরিগ্যামি তৈরি প্রক্রিয়া বেশ সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এতো অসাধারণ ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।