Photo

in #photo6 months ago

বৃষ্টি ভেজা সবার বৃষ্টি ভেজা দিন বৃষ্টি ভেজার মধ্যে চলছে অবিরাম সীমাহীন। েধারাবাহিকতা বজ্রের একটি নতুন পোস্টে সবাইকে স্বাগতম জানিয়ে নতুন করে শুরু করছি. অসভ্যতা ভালো লাগবে তোমাদের জন্য শুরু করা যাক. আজকের ফটোগ্রাফিতে কি থাকছে না হয় দেখে বুঝে ফেলেছেন.
20200321_170113.jpg
আমার ব্যস্ত সময় হয়তো আপনার তো বলতে কিছু থাকে না তখন আমি নিজেকে কাজ করতে হয় নিজের ব্যস্ততাকে কেন্দ্র করে নিজেকে এগিয়ে নিতে হয়. এজন্য এক চ্যালেঞ্জিং বিষয়ে শুধু চট্টগ্রাম বুঝতে পেরেছেন বিষয়টি. আচলের না নিলে কোন কিছু হয় না তাই তো নিতেও ভালোবাসি ভালো লাগে তাই.

অজানা হয়ে যাও নিস জোরে ঝরে যায় সব কিছু ভরে যায় এমন কি মনে মনে আপনাদের মাঝে উপস্থাপন করে কিছু কিছু ফটোগ্রাফি পোস্ট। শুধু আপনারা নয় সবাই এই ফটোগ্রাফিক রও দেখতে পাবে যদি তারা অবশ্যই আমারে পোস্ট ভিজিট করে। এটা মূলত সবাই সবার উদ্দেশ্যে নিজেরা নিজেদের উদ্দেশ্যে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়বস্তু।

অজানা কে চুপি চুটানো যেন কিছু মায়া বা মহান নিজেকে জেনে রাখে এবং নিজেকে পেছনের গতিতে দাঁড়িয়ে নিয়ে যায়। সেজন্যই মূলত বেঁচে পাওয়া হয়ে থাকে কথা বাড়াবো না বিরোধিতা হবে আজকের মত এখানে। যাইহোক কি আর বলবো আসলে বুঝতে পেরেছেন সবকিছুই আপনারা।

আজকে আর কথা না বাড়ি বিদায় নিব আগামীতে ভিন্ন কিছু নিয়ে আসবে সেটা অবশ্যই বলার বাকি থাক না। আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছেন তাই আর কথা না বাড়িয়ে বিদায় নিতে হবে। আগামীতে ভিন্ন কিছু শেয়ার করা হবে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি/ব্লগ
ফটোগ্রাফার@jumtak
ডিভাইসSamsung Galaxy
লোকেশনঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে আর কথা না বাড়িয়ে এই পর্যন্ত। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না আবার। আবার যেকোন সময় ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

ছোট করে ও আমার মত করে আমার পরিচয়

20240607_145246.jpg

*🥀🌹আমি জুমতাক হিমাদ্রি। আমি ঢাকায় বসবাস করি এবং আমি অবিবাহিত। আমি এইচএসসি দিয়ে বিদেশ চলে যাই।তারপর আর পড়া লেখা করার সুযোগ হয়নি। বর্তমানে বাংলাদেশে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং সর্বোপরি আমি সবসময় আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।ধন্যবাদ সবাইকে।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png