Sky photography

in #nature6 months ago

উন্মুক্ত আকাশ নীল আকাশে অনেক পছন্দ আপনাদেরও পছন্দ হবে দায়ক কথা না বলে শুরু করে আজকের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সবার ভাল স্বাস্থ্য কামনা করা শুরু করতে যাচ্ছি আজকের ফটোগ্রাফি। এ ফটোগ্রা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন


এ ধরনের আকাশ আমার অনেক ভালো লাগে নীল আকাশ আকাশের মুক্ত আকাশে এই ফটোগ্রাফি গুলো করেছি। আশা করা যাচ্ছে আপনাদের এই ফটোগ্রাফিগুলো পর্যন্ত হবে। আর যদি পছন্দ হয় সেটা মন্তব্য করে জানতে পারলে না কিন্তু। কারণ আল্লাহর রহমত পেয়েছে।
20191229_114704.jpg
তো কথা বোঝে তুমি অনেক ব্যস্ত সময় এবং অনেক কিছু শেয়ার করেছি। আপনাদের ভালোলাগা বা সবকিছু আপনারা এই রিপোর্টের মাধ্যমে জানাতে পারবেন কারণ সবার মতামত এবং সবার স্বাধীনতা রয়েছে। তাই কেমন লাগে সেটা অবশ্য মন্তব্য করে জানাতে বলবে না কিন্তু কারণে আপনাদের মন্তব্য আইডিটা ফিডব্যাক।

ঠিক আছে সবাই সস্তায় কামনা করে নতুন পোস্টে আপনাদের শেয়ার করলাম সেহেতু এখন বিদায় নিতে হবে।এটা আপনার বুঝতেই পারছেন তাই আর কথা না বলে নিতে হবে । সবার সাথে রাতে বিদায় অবশ্য সবাইকে নিয়ে যেতে হবে রবীন্দ্রনাথ তো বন্ধুরা আল্লাহ পাক বিনা হিসেবে দেখতে আগামীকালের জন্য অপেক্ষা করবেন।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি/ব্লগ
ফটোগ্রাফার@jumtak
ডিভাইসSamsung Galaxy
লোকেশনঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে আর কথা না বাড়িয়ে এই পর্যন্ত। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না আবার। আবার যেকোন সময় ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

ছোট করে ও আমার মত করে আমার পরিচয়

20240607_145246.jpg

*🥀🌹আমি জুমতাক হিমাদ্রি। আমি ঢাকায় বসবাস করি এবং আমি অবিবাহিত। আমি এইচএসসি দিয়ে বিদেশ চলে যাই।তারপর আর পড়া লেখা করার সুযোগ হয়নি। বর্তমানে বাংলাদেশে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং সর্বোপরি আমি সবসময় আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।ধন্যবাদ সবাইকে।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png