সোনালী সন্ধ্যা। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -১৫ই অগ্রহায়ণ | ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার | হেমন্ত-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000018196.png

Canva দিয়ে তৈরি



আপন মানুষের সাথে কাটানো কিছু কিছু স্মৃতি চিরদিন যেন স্মরণীয় হয়ে থাকে ঠিক তেমনি একটা সুন্দর সময় আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যেটা শীতের শুরুতে অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহে পার করেছি। ইতিমধ্যে কমিউনিটিতে অবশ্য মেজো আপুর চায়না যাওয়া থেকে কেন্দ্র করে একটা পোস্ট শেয়ার করেছিলাম মূলত আপু চায়না চলে যাওয়ার আগে আমাদের সবাইকে একসঙ্গে একটা ট্রিট দিয়েছিল সেইসঙ্গে আমরা দুই ভাই বোন কুষ্টিয়া শহরটা আর রাতের বেলায় ঘুরে দেখেছিলাম। চির চেনা জায়গাটা আবার নতুন করে ঘুরে দেখা হয়েছিল কারণ আপু অন্য দেশে পাড়ি জমাবে তাই নিজের শহরটা শেষবারের মতো ঘুরে দেখেছিল কেননা আবার কবে দেশে ফিরবে তার ঠিক নেই।



1000017516.jpg

1000017519.jpg

1000017520.jpg

1000017521.jpg



আমরা সবাই মিলে নিরিবিলি একটা রেস্টুরেন্টে রাতের ডিনার করার জন্য গিয়েছিলাম। বড় আপুর দুই মেয়ে এবং তাসনিমের ছেলের জন্য প্রথম অবস্থায় হালকা কিছু খাবার অর্ডার করা হয়েছিল কারণ সন্ধ্যার পরে বাসা থেকে বের হওয়ার পর বাচ্চারা অনেকটাই ক্ষুধার্ত ছিল তাই বাচ্চাদের জন্য হালকা কিছু খাবার অর্ডার করা হলো আর আমাদের জন্য যে খাবারটা অর্ডার করা হয়েছিল সেটা আসতে একটু সময় লাগবে। আমরা সবাই একসাথে বসে বেশ গল্পে মেতে উঠেছিলাম। বলা চলে সুন্দর একটা সময় পার করেছিলাম যেহেতু সন্ধ্যার পরবর্তী সময়ে এই সময়টা পার করেছিলাম সেহেতু পোস্টের ক্যাপশন অনুসারে সোনালী সন্ধ্যা হিসেবে উল্লেখ করেছি।



1000017527.jpg

1000017691.jpg

1000017693.jpg

1000017694.jpg

1000017695.jpg



সেখানে অনেকটা সময় কাটানোর পরে আমরা নিজেদের ছবি তোলার জন্য রেস্টুরেন্টের বিভিন্ন জায়গায়র ডেকোরেশন এর পাশাপাশি ছবির সৌন্দর্য খুঁজতেছিলাম। আমার সঙ্গে সাওফা বেশ কয়েকটা ছবি উঠেছিল তার মধ্যে থেকে কয়েকটা ছবি শেয়ার করেছি যদিও নিজেদের গ্রুপ ফটোগুলো এখানে সেরকমভাবে শেয়ার করা হয়নি। জায়গাটা অনেক সুন্দর ছিল বিশেষ করে রেস্টুরেন্টের ভেতরের অংশটা বেশ সাজানো গোছানো ডেকোরেশনটা যে কারো কাছে পছন্দ হওয়ার স্বাভাবিক। ডেকোরেশনের সামান্য অংশ ছবির উপরে তুলে ধরা হয়েছে। মূলত এই ডেকোরেশন গুলো সাধারণ লোকদেরকে আকৃষ্ট করে যেন তারা বারবার এই রেস্টুরেন্টে এই সৌন্দর্যের প্রেমে পড়ে আবার ফিরে আসে।



1000017538.jpg

1000017529.jpg

1000017530.jpg

1000017640.jpg



ছবি তোলার পর্ব শেষ হতে বেশ কিছুটা দেরি হয়ে গেল কিন্তু খাবারটা খুব বেশি পছন্দ হয়নি মূলত কিছু আইটেম স্কিপ করা হয়েছে যার কারণে প্রথম অবস্থায় অর্ডারটা ফিরিয়ে দিয়ে পরবর্তীতে আবার পুরোপুরি আইটেমগুলো যুক্ত করে পরবর্তীতে পরিবেশন করার কথা বলা হলো। কোন খাবার পরিবেশন করার পরে সেটা ফেরত দিয়ে পরবর্তীতে নতুন করে আবার পরিবেশন করতে হলে একটু বাড়তি অপেক্ষা করতে হবে এটা স্বাভাবিক তাই আমাদেরকে আরো বেশ কিছু সময় অপেক্ষা করতে হলো। আচ্ছা আমি উপরে খাবারের কিছু ছবি শেয়ার করেছি কেউ বলতে পারবেন এটা কি আইটেম অর্ডার করা হচ্ছিল?? সঠিক উত্তরদাতা কে পুরস্কৃত করা হবে হা হা হা।

পরবর্তীতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সবাই বাসায় চলে গেল আর নাইমা আপুর সঙ্গে আমরা দুজন কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র ঘিরে অবস্থিত গরাই নদীর উপরের হরিপুর ব্রিজের উপর গিয়ে কিছুটা সময় কাটালাম। চাঁদনী রাতে নিরিবিলি একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছেন আর নিচে বেশ স্রোত পানির টলমল শব্দটা আপনার কানে বাজছে। এমন একটা আবহাওয়া হয়তোবা সবাই উপভোগ করতে চায়।



⬇️📥⬇️📥
ডিভাইসSamsung galaxy A52
ফটোগ্রাফার@kazi-raihan
লোকেশন
সময়নভেম্বর,২০২৫



🔚সমাপ্তি🔚




এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin