পরিশ্রম বিফলে যায় না। || by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ২৬শে অগ্রহায়ণ | ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | হেমন্ত-কাল |
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
পৃথিবীতে একটা মানুষের জন্মের পর থেকেই তার কর্মফলের উপর নির্ভর করে তার নিজের ভবিষ্যৎ কেমন হবে অর্থাৎ একজন মানুষ জন্মের পর থেকেই সফল হয় না তার কর্মফলের উপর তার সফলতা নির্ভর করে। স্বাভাবিকভাবেই একজন মানুষ যদি ভাল কাজ করে সেক্ষেত্রে সে ভালো কাজের ফল উপভোগ করতে পারবে ঠিক একইভাবে যদি মন্দ কাজের সাথে জড়িত থাকে সেক্ষেত্রে সে মানুষটি সেই মন্দ কাজের ফল উপভোগ করবে। আর একজন মানুষের জীবনে সফলতা অর্জনের ক্ষেত্রে পরিশ্রমের কোন বিকল্প নেই আপনি যত পরিশ্রম করতে পারবেন ততটা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে পারবেন অর্থাৎ একমাত্র পরিশ্রম সকল সফলতার চাবিকাঠি। একজন মানুষ দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করতে পারে। ঠিক একই কাজ একজন অলস মানুষের কাছে অলৌকিক মনে হতে পারে কারণ সে নিজে থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জনটা শুধু স্বপ্নেই চিন্তা করে।
দুইটা বিষয়ের উপর মানুষ যদি অটুট থাকে সেক্ষেত্রে তার জীবনে সফলতা অর্জন করা অনেকটা সহজ হয়ে যায়। যদি প্রথম বিষয়টার কথা বলি সে ক্ষেত্রে নিজেকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানোর মতো ইচ্ছা শক্তি থাকতে হবে অর্থাৎ আপনি যে কোন কাজের ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট লক্ষ্য নিতে হবে। আর দ্বিতীয়ত আপনি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের পরিশ্রম করার মত মন মানসিকতা বা পরিশ্রম করার মত সামর্থ্য থাকতে হবে। কিছু মানুষ আছে যারা কঠোর পরিশ্রমের কথা চিন্তা করে কিন্তু বাস্তবে সেটা কখনো করে দেখাতে পারে না। আবার কিছু মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করতে চায় কিন্তু শারীরিকভাবে কঠোর পরিশ্রমী হয়ে উঠতে পারে না অর্থাৎ বিভিন্ন অসুস্থতার কারণে বাধা প্রাপ্ত হয়। যদি আপনি সফল মানুষ গুলোর সফলতার পেছনের ইতিহাস সম্পর্কে জানতে চান সে ক্ষেত্রে দেখতে পারবেন একমাত্র পরিশ্রমের মাধ্যমেই জীবনের সফলতা অর্জন করেছে।
হ্যাঁ কিছু মানুষের ক্ষেত্রে সফলতা খুব অল্প পরিশ্রমের মাধ্যমে আসতে পারে সেটা ভাগ্যের উপর নির্ভর করে আবার কিছু মানুষের ক্ষেত্রে সফলতা আসতে তুলনামূলক একটু বেশিই পরিশ্রম করতে হয়। তবে এমন কোন মানুষ খুঁজে পাবে না যে কিনা কোন পরিশ্রম ছাড়াই জীবনে সফলতা অর্জন করেছে। সবসময় একটি কথা মাথায় রাখতে হবে সেটা হল সফলতার মূল চাবিখাতেই হচ্ছে পরিশ্রম। কিছু মানুষ আছে যারা কোন কাজে একবার ব্যর্থ হওয়ার পরেই হাল ছেড়ে দেয়। নিজেকে ব্যর্থ মনে করে এমনটা মনে করা আমার মতে পুরোপুরি ভুল। কেননা কোন কাজের ক্ষেত্রে একবার ব্যর্থ হওয়ার পরে নিজেকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আবার কাজের প্রতি পুরোপুরি ফোকাস রাখতে হবে তাহলে একসময় কাঙ্খিত লক্ষে পৌঁছানো সম্ভব। কথায় আছে একবার না পারিলে দেখ শত বার। একটা মানুষ যখন দীর্ঘ পরিশ্রম করার পরে একটি কাজে ব্যর্থ হয় তখন সে মানুষটা যদি আবার নিজেকে সফল ভাবে গড়ে তোলার নেশায় পরিশ্রম করে যায় সেক্ষেত্রে সফলতা লাভের আলাদা একটা তৃপ্তি পায়। অর্থাৎ আপনি যে কাজে ব্যর্থ হয়েছেন পরবর্তীতে সেই কাজে সফল হলে ব্যর্থ হওয়ার কষ্টটা আর সফল হওয়ার আনন্দটা একসাথে মিলিয়ে নিতে পারবেন।
একজন মানুষ যেমন কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করে ঠিক একইভাবে একটা জাতি ও পরিশ্রমের মাধ্যমেই সফলতা অর্জন করে। সৃষ্টিকর্তা বলেছেন একটা জাতি কখনো সফলভাবে গড়ে ওঠেনা, অর্থাৎ একটা জাতি তার ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে তার কর্মফলের মাধ্যমে সেটা প্রকাশ করে। নিজেদের কর্মের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করে। আমরা বিজ্ঞানী নিউটনকে সবাইকে চিনি, তিনি ও বলেছেন একজন মানুষের সফলতার ক্ষেত্রে মাত্র ২% তার প্রতিভার উপরে নির্ভর করে আর বাকি ৯৮% তার কঠোর পরিশ্রমের উপরে নির্ভর করে। সেই মানুষটা কতটা পরিশ্রম করেছে আর কতটুকু সফল হয়েছে সেটা নিজে থেকেই উপলব্ধি করতে পারে। স্বাভাবিকভাবে আপনি কোন কাজ করলেন না শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন আপনি যেন সফলতা অর্জন করেন আসলে এমনটা আশা করা পুরোপুরি বোকামি। সব সময় একটি বিষয় মাথায় রাখতে হবে পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়।
একজন স্টুডেন্টের যেমন কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করা সম্ভব ঠিক একইভাবে একজন ব্যবসায়ী ও তার ব্যবসার প্রতি বেশি সময় দিলে অধিক পরিশ্রম করলে তার ব্যবসায়ে সফলতা নিয়ে আসা সম্ভব। প্রতিটা মানুষের নিজ স্থান থেকে যদি কঠোর পরিশ্রম শুরু করে সে ক্ষেত্রে প্রতিটা মানুষের সফলতা অর্জন করা সম্ভব। পরিশেষে একটি কথাই বলতে চাই সফলতা অর্জনের ক্ষেত্রে পরিশ্রমের কোন বিকল্প নেই। কেননা পরিশ্রম বিফলে যায় না। নিজে পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করুন আর আপনার কাছের মানুষগুলোকে কঠোর পরিশ্রমী হওয়ার উপদেশ দিবেন সেক্ষেত্রে সহজেই জীবনের উন্নতি সাধন করা সম্ভব।
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আসলে চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে।চেষ্টার কোন বিকল্প নেই। যে যত চেষ্টা করবে সে ততোই উন্নতি লাভ করতে পারবে।বেশ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ধন্যবাদ আপনাকে।
পরিশ্রম ছাড়া কেউ জীবনে উন্নতি সাধন করতে পারে না এজন্য পরিশ্রমের কোন বিকল্প নেই।
আপনার পোস্টটি সত্যিই অনুপ্রেরণাদায়ক। পরিশ্রমের গুরুত্ব ও সফলতার পথে এর অবদান নিয়ে যে গভীর চিন্তা আপনি শেয়ার করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। নিউটনের কথা অনুযায়ী ২% প্রতিভা আর ৯৮% পরিশ্রমের শক্তি আমাদের সামনে একটি শক্তিশালী বার্তা তুলে ধরে। জীবনে সফলতা পেতে হলে পরিশ্রমই একমাত্র পথ, আর যখন আমরা পরিশ্রমে মনোযোগী হই, তখন প্রতিটি পদক্ষেপ আমাদের আরও কাছে নিয়ে আসে লক্ষ্য অর্জনের। এই গুরুত্বপূর্ণ বার্তা শেয়ার করার জন্য ধন্যবাদ। আশা করি সবাই এতে অনুপ্রাণিত।
গঠনমূলক মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
মানুষের ভবিষ্যৎ কেমন হবে এটা নির্ভর করে তার বর্তমানের কর্মের উপর। আমি একটা জিনিস প্রায়ই বলি কর্ম এবং কর্মফলই সত্য। ধৈর্য্য এবং পরিশ্রম যদি কারো মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি অনেক ভালো কিছু করতে পারে ভবিষ্যতে। বেশ দারুণ লাগল আপনার পোস্ট টা ভাই। বেশ ভালো লিখেছেন।
হ্যাঁ একজন ব্যক্তি ভবিষ্যতে কথাটা সফলতা অর্জন করতে পারবে সেটা নির্ভর করে তার বর্তমান কাজের ওপর।