একগুচ্ছ অনু কবিতা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৪-১১-২০২৪)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এক গুচ্ছ অনু কবিতা। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। প্রথমে সকাল বেলায় ঘুম থেকে উঠে মোবাইল ফোন হাতে নিয়ে দেখে অনেকেই মেসেজ দিয়ে রেখেছে। তাদের মেসেজগুলো আমি খুবই মনোযোগ সহকারে পড়েছিলাম। তারপর সেই অনুযায়ী আমি বেশ কিছু সময় কাজ করেছি। তারপর বিছানা থেকে উঠে প্রথম এই মাছের পুকুরে খাবার দেওয়ার জন্য গিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে হাতমুখ ধুয়ে সকালে নাস্তা খেয়েছি। তারপরে ভাবলাম আপনাদের মাঝে আজকে একটা পোস্ট শেয়ার করা দরকার। তাই বসে পড়লাম আজকে একটা অনু কবিতা লেখার জন্য। আসলে প্রথমদিকে আমি কবিতা লিখতাম কিন্তু অনেকদিন লেখা হয়নি তাই চিন্তা ভাবনা করলাম আবারও আপনাদের মাঝে অণু কবিতা লেখা শুরু করব। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক......
একগুচ্ছ অনু কবিতা
বর্ষার এই বৃষ্টিভরা দুপুরে
হৃদয়ে ভাসে অনুভূতি,
নদীর জলে বইছে স্রোত
আকাশে মেঘের ছায়া,
অনু কবিতা নম্বর-২
বর্ষার এ গান শোনায়
পল্লীর ঘরে ভিজে উঠেছে,
নতুন কিছুর খোঁজে তারা
পানির ঝরে খেলা করে,
অনু কবিতা নম্বর-৩
বর্ষার এই মেঘমালায়
সাজবে নতুন সপন রূপে,
মিষ্টি কোলাহল গান গায়া
ছোট ছোট ছলের সুরে,
অনু কবিতা নম্বর-৪
কথা কই মেঘেদের সঙ্গে
প্রেমের নতুন এক রাতে,
সবুজে ছেয়ে গেছে মাঠ
রং-বেরঙের ছাতা নিয়ে,
অনু কবিতা নম্বর -৫
প্রকৃতি যেন নতুন রূপে সাজে
ফুল ফোটে পাতা সবুজে সমরহে,
পানির তলে কাঁপে পাতাগুলি
বর্ষার শীতল হাওয়া,
অনেকদিন পর আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি অনু কবিতা লিখে শেয়ার করলাম। আসলে কবিতা লিখতে এবং পড়তে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু সময় স্বল্পতার কারণে কবিতা লেখা হয় না। আসলে একটা কবিতা লিখতে হলে যেই বিষয়ের উপর কবিতা লিখব অনেক সময় বসে ভাবতে হয় তারপরে সেই বিষয় নিয়ে কবিতাটি লিখতে হয়। আজকে প্রায় ছোট্ট একটি কবিতা লিখতে আমার তিন ঘন্টা সময় অতিক্রম করেছি কিন্তু চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দর ভাবে কবিতাটি লিখে শেয়ার করার জন্য। আশা করি কবিতাটি পড়তে আপনাদের সকলের কাছে বেশ ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
শ্রেণী | একগুচ্ছ অনু কবিতা |
---|---|
লেখক | @kibreay001 |
ডিভাইস | oppo f21s pro |
লোকেশন | গাংনী,মেহেরপুর |
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
x-promotion
সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করে ফেলেছেন ভাইয়া। সেই সাথে চমৎকার কিছু অনু কবিতা লিখে ফেলেছেন। অনু কবিতা আপনার লিখতে ভালো লাগে জেনে খুশি হলাম। আজকের অনু কবিতা গুলো আসলে খুব সুন্দর হয়েছে।
চেষ্টা করেছি আপু আমি আমার জায়গা থেকে সুন্দরভাবে কবিতাগুলো লিখে শেয়ার করার জন্য।
আপনি আমাদের চারপাশের পরিবেশের সৌন্দর্য কে অনু কবিতার প্রতিটি লাইনের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো। আপনি বেশ দারুন ভাবে কবিতার লাইন গুলো সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। কবিতার লাইন গুলো পড়ে বেশ ভালো লাগলো।
চেষ্টা করেছি প্রত্যেকটা লাইন সুন্দরভাবে সাজিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
বেশ চমৎকারভাবে কয়েকটি আনু কবিতা লিখে আমাদের আমাদের সাথে শেয়ার করেছেন। কোন কবিতাগুলো পড়তে বেশ ভালই লাগে। প্রকৃতি সম্পর্কে কবিতা লিখতে এবং পড়তে আমার বেশি ভালো লাগে। বর্ষাকালের প্রকৃতি নিয়ে প্রত্যেকটি কবিতা সাজিয়েছেন। অসাধারণ কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
চেষ্টা করেছি বর্ষাকালের প্রকৃতি সম্পর্কে সুন্দরভাবে অনু কবিতা শেয়ার করার জন্য।
বাহ ভাই আপনি তো দেখতেছি তিন ঘন্টা সময় দিয়ে অনু কবিতাগুলো লিখেছেন। তবে সুন্দর সুন্দর মনের অনুভূতি দিয়েও অনু কবিতা লিখলে পড়তে বেশ ভালো লাগে। আর ছোট ছোট মনের অনুভূতি অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। তবে আপনার মত আমার কাছে অনু কবিতা লিখতে পড়তে ভালো লাগে। সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন রকমের অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে বেশ খুশি হলাম আপু।
আপনার স্বরচিত অনু কবিতা গুচ্ছ পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।
চমৎকারে অনু কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরেছেন লাইনগুলো দারুন লেগেছে ভাই বিশেষ করে প্রকৃতি নিয়ে লেখা লাইন গুলো বেশি ভালো লেগেছে। আপনার কবিতা লেখার দক্ষতা তুলে ধরার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।