নিজের জন্য আরো কিছু কেনাকাটা

in আমার বাংলা ব্লগ10 days ago

নমস্কার বন্ধুরা,

মনে হচ্ছে কেনাকাটা বিষয়টা আমার একপ্রকার রোগে পরিণত হতে বসেছে। যদিও এই রোগ খুবই সম্প্রতি হয়েছে। মুলত পুজোর সময় থেকে রোগটা আমাকে আষ্টেপৃষ্ঠে ধরেছে। তবে এখনই যে ছেড়ে পালাবে তার খুব একটা লক্ষণ দেখছি না। ছাড়বেই বা কি করে এত ভালো ভালো সব ভাউচার। আসলে পুজোর সময় গিয়েছিলাম কেনাকাটা করতে তখন বেশ কিছু ভাউচার পাই। সেগুলোর ভ্যালিডিটি ১১ ই নভেম্বর থেকে শুরু হয়েছে। ভাউচার গুলোতে নামি ব্র্যান্ড অংশগ্রহণ করছে। তাদের অফার যেমন ৪,৪৯৯ টাকা পর্যন্ত জিন্স মাত্র ১৩০০ টাকায় পাওয়া যাবে, জামা মাত্র ৮০০ টাকায়। ভালো ভালো সব ব্রান্ডের জামাকাপড় এমন অফারে পেলে কি ছাড়া যায়?

1000055327.jpg

1000055325.jpg

মূলত সোমবার কাজের সূত্রে রবীন্দ্রসদন যাই। তখন ব্যাগ ঘাটতে গিয়ে ভাউচার গুলো হাতে পড়ল, সাথে সাথে মনে খেলে গেলো আজ থেকেই তো সেই দারুন অফারটা চালু হচ্ছে। যদিও সেইদিনই যাবো তেমন ইচ্ছে মোটেই ছিলো না, কিন্তু এতো কাছে এসে না যাওয়াটা ঠিক হতো না তাই শেষমেষ চলে গেলাম। তবে কাজকর্ম শেষ করে সেখানে পৌঁছতে পৌঁছতে রাত্রি সোয়া আটটা বেজে গেছিলো, এদিকে সেটি ৯ টার সময় বন্ধ হবে। দেরি করে পৌছেছিলাম তাই সৌভাগ্যবশত হোক কিংবা দুর্ভাগ্যবশত পুরোটা শপিং মলটাই ফাঁকা ছিল। মানুষজন হাতে গোনা। যারা সেখানে চাকরি করে তারা আর আমার মতো গুটি কয়েক শেষ মুহূর্তে আসা খদ্দের।

1000055326.jpg

1000055333.jpg

হাতে সময় মাত্র ৪৫ মিনিট। এত কম সময়ের মধ্যে নিজের জন্য কাপড় বেছে নেওয়া সত্যিই একটা কঠিন কাজ। সেটাকে সহজ করে ফেললাম ৭/৮ টা জিন্স একসাথে নিয়ে। মূলত প্যান্টগুলো মাপ দেখে নেওয়া আসল কাজ কারণ ফিটিংস ঠিকঠাক হলেই কিনে ফেলবো। প্যান্ট গুলো এক এক করে ট্রাই করে নিলাম। তুলেছিলাম লিভাই'স এবং পেপে জিন্স। ঝটপট করার জন্য একটু সমস্যাই পোহাতে হলো। শুরুতে প্যান্ট পছন্দ করে পরে অন্য প্যান্ট বেশি ভালো ফিটিংস হচ্ছে। তার মধ্যেই দুটোকে বেছে নিলাম, একটা কালো রংয়ের আরেকটা আইস ওয়াশ ডেনিম।

1000055332.jpg

দুটো প্যান্ট কিনে ফেললাম, তবে জামা কেনার সময় পেলাম না। আরো একদিন আসতেই হবে। আসলে বিগত ছ সাত বছর ধরে সেভাবে জামা কাপড় কেনা হয় না বললেই চলে। তাই এমন হঠাৎ করে কেনা কাটার এক ম্যারাথনে নেমে পড়েছি। এরপর আর এক দিন হয়তো শেষ জামাকাপড় কিনতে আসতে হবে। পুরো ওয়ার্ডরোব টার ভোল পাল্টে দিতে একটু তো সময় লাগবেই।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 days ago 

নিজের জন্য কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে দাদা। অল্প সময় থাকার কারণে আপনি বেশি কিছু কিনতে পারেননি এটা দেখে খারাপ লাগলো। আসলে এরকম সুযোগ পেলে কারোরই হাতছাড়া করতে ইচ্ছে করে না। অবশ্যই একদিন পুরো সময় নিয়ে এসে কেনাকাটা করবেন। আপনার কেনাকাটা করার মুহূর্তটা সুন্দর করে শেয়ার করলেন দেখে অনেক ভালো লাগলো দাদা।

 9 days ago 

আসলে এই সময়গুলোতে মিস করতে ইচ্ছে করে না এরকম শপিং। সুযোগে সৎ ব্যবহার করা লাগে মাঝেমধ্যে। যদিও আপনি কেনাকাটা করতে এসেছিলেন, তবে আপনার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। তবুও অল্প সময়টার মধ্যে কিছু কেনাকাটা করেছেন থেকে ভালো লাগলো দাদা। প্যান্ট কিনতে কিনতে আর জামা কেনার সময় পাননি। তবে পরবর্তীতে সময় করে এসে কিনে নিবেন। একটু সময় নিয়ে আসবেন তাহলে ভালো হবে কেনাকাটা।

 9 days ago 

ভাই আপনার এত ভাউচার রয়েছে দু-চারটা তো এদিকে পাস করে দিলে পারেন। একা একা এত শপিং করে মানুষজনকে লোভ দেখালে হজম হবে? আমি তো মনে হয় বছর চার-পাঁচ বাজারহাট করিনি। কবে যে আমার এরকম কপাল খুলবে ভাবছি।

 9 days ago 

এতগুলো ভাউচার থাকলে কি আর ঘরে বসে থাকা যায় নাকি দাদা। আমি হলে তো ভাউচার শেষ হওয়ার আগ পর্যন্ত ননস্টপ কেনাকাটা করতে যেতাম হা হা হা। যাইহোক জিন্স প্যান্ট দুটি দারুণ হয়েছে দাদা। এই দুই কালারের জিন্স প্যান্ট আমারও রয়েছে এবং পড়লেও দেখতে খুব সুন্দর লাগে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

মাঝে মাঝে এমন শপিং মলে গিয়ে কেনাকাটি করতে খুব ভাল লাগে ভাই। খুব সুন্দর সময় কাটিয়েছেন এই শপিংমলে। তবে এত সস্তায় জামাকাপড় শুনে আমারই যেতে ইচ্ছে করছে। তবে এই রোগটি খারাপ নয়। পুজোর সময় থেকে যে রোগে আপনি আক্রান্ত হয়েছেন তা আরো বেশি দিন জারি থাকুক। হা হা হা। এতে আপনারই অনেক সুবিধা হবে।