পুজো পরিক্রমা ২০২৪: গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব সার্বজনীন

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)

নমস্কার বন্ধুরা,

চতুর্থীর সন্ধ্যে বেলায় বেহালা ঘুরে সোজা পৌঁছেছি দক্ষিণ কলকাতাতে। রাসবেহারি আভেনিউ ধরে ধীরে ধীরে হেঁটে বালিগঞ্জ সমাজসেবী সংঘ পর্যন্ত পৌঁছতেই রাত ১০ টা ছুঁই ছুঁই হয়ে গেলো। সমাজসেবীর পুজো বালিগঞ্জে আমার দেখা শেষ পুজো মণ্ডপ। বিগত বছরে উল্টো পথে গিয়ে দু-তিনটে পুজো দেখতেই পারিনি, সেজন্য এবার আগে থেকে মানচিত্র ঠিক সাজিয়ে গিয়েছিলাম। বালিগঞ্জ সবকটা সুপরিচিত মণ্ডপ দেখে বেরিয়ে চলে গেলাম গড়িয়াহাটের দিকে। গড়িয়াহাটে আমার প্রথম গন্তব্য ছিলো হিন্দুস্তান ক্লাবে। ৬২ তম বর্ষে পদার্পণ করে এ বছর তাদের ভাবনা 'বন্ধনহীন গ্রন্থি'।

1000111077.jpg

1000111082.jpg

'বন্ধনহীন গ্রন্থি' ভাবনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে কলকাতার রাজপথ থেকে ছোটো বড়ো শহরের অলিগলি এবং সেখানে অজান্তে কিভাবে ঘটে গিয়েছে পরিবর্তন ও সংস্কৃতির বিবর্তন। সমাজের সেই বিবর্তনকে কেন্দ্র করে এবারে হিন্দুস্তান ক্লাবের দুর্গা পুজোর থিম। শহরের সরু অলিগলিতে একসময় আমাদের অবলম্বন ও সাথী একটি মাত্র পথের যান। যে যান বায়ু দূষণ ছাড়াই রাজপথ থেকে গলিপথ ধরে আমাদের গন্তব্যে পৌঁছে দিতো। আর সেই মাধ্যম ছিলো, তিন চাকার পায়ে টানা "রিক্সা"। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দূষণ হীন রিক্সা আজ পথ থেকে অবলুপ্ত। যদিও তার পরিবর্তে এসেছে ব্যাটারি চালিত টোটো এবং রিক্সা। তার মাঝেই পায়ে টানা রিক্সা ওয়ালাদের জীবনযাত্রার ঘটে গিয়েছে আমূল পরিবর্তন। কেউ হারিয়ে গেছেন, বিবর্তনের স্রোতে কেউবা সময়ের সাথে মানিয়ে কিনে নিয়েছিল ব্যাটারি চালিত ইঞ্জিন গুলিকে।

1000111088.jpg

1000111085.jpg

রিক্সা ও রিক্সাওয়ালাদের জীবন কাহিনী নিয়ে এই বছর গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবের পুজোর ভাবনা। উদ্যোক্তারা ভাবনার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন, বাড়তে থাকা বায়ুদূষণ রোধ করতে হলে রিক্সাকে ফিরিয়ে আনা জরুরি। মণ্ডপে ঢুকে সেটাই দেখতে পেলাম। রিক্সার আদলেই বানানো হয়েছে পুরো পুজো মন্ডপ। খোলা মণ্ডপের সজ্জাতে ব্যবহৃত হয়েছে, রিকশার প্রতিটা অংশ। কোথাও রিকশার চাকা, কোথাও রিকশার ছাতা, কোথাওবা হাতে টানা পুরো রিকশাই। সেই সাথে মন্ডপ বানানো হয়েছে আস্ত একটা রিকশার মতোই। মণ্ডপের সামনের দ্বার রিকশার চাকাতে ঢেকে ফেলা হয়েছে।

1000111083.jpg

1000111086.jpg

1000111087.jpg

মণ্ডপের মাঝে রয়েছন, স্বয়ং মা দুর্গা। উনিই বৃহত্তর রিকশায় আসনে অধিষ্ঠিতা হয়েছে তার সন্তানদের আগলে।

1000111091.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.