বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার সিঙ্গারা By @labibasultana

in Steem For Traditionlast year

IMG_20220316_223045.jpg

বাংলাদেশের ঐতিহ্যবাহী স্ট্রিড ফুড বা হালকা খাবারের মধ্যে জনপ্রিয় হচ্ছে সিঙ্গারা।বুড়ো থেকে গুড়ো সবাই এই সিঙ্গারা খেতে পছন্দ করে। নাস্তা হিসাবে সিঙ্গারা সবাই পছন্দ করে। এক ভালো লাগার জিনিস বটে। আমি লাবিবা চলে আজ তবে এই ঐতিহ্যবাহী নাস্তা নিয়ে ই বিস্তারিত আলোচনা করা যাক -

আপনি এই পোষ্ট পড়ার পর যা জানতে পারবেন -

১) সিঙ্গারা নিয়ে কিছু তথ্য।
২) সিঙ্গারা এর রেসিপি।

সিঙ্গারা নিয়ে কিছু তথ্য -

বাংলাদেশে সিঙ্গারা এর নাম সিঙ্গারা হলেও ভারতে এর কিছু কিছু অঞ্চলে সমচা বলে। বাংলাদেশ ভারত সহ এখন দক্ষিন এশিয়া বাদ দিয়ে বাইরের দেশ গুলো তে বাঙ্গালীরা কিছু স্টোল দিয়ে এখন বাইরের দেশের মানুষরাও এটি খেতে পছন্দ করে। বাংলাদেশের ওলি তে গলিতে এই সিঙ্গারা পাওয়া যায়। সকালের নাস্তা অথবা বিকালের নাস্তা কিংবা স্কুলের ব্রেক টাইম অথবা কোন অফিসের ব্রেক টাইম সিঙ্গারা হলে মন্দ হয় না সাথে যদি চা হয় তা হলে অসাধারন নাস্তা সেটা। সিঙ্গারা ক্ষীরের ও হয়। তবে অন্যান্য দেশে সিঙ্গারা একটু নুনতা হয়ে থাকে। সিঙ্গারা এর সাথে সস দিলে মন্দ হয় না।

সিঙ্গারার উপদান গুলো হলো -

সিঙ্গারা বানাতে হলে প্রধান ২ টি উপাদন থাকা জরুরী। আটা আর আলু নিচে অন্যান্য প্রয়োজনীয় উপাদান গুলোর নাম উল্লেখ করা -

  • আটা/ময়দা
  • তেল
  • আলু অথবা মাংস
  • আদা-রসুন বাটা
  • পানি
  • হলুদ মরিচ গুঁড়ো
  • লবন

সিঙ্গারা বানানোর কৌশল বা ধাপ -

১. প্রথমে একটি পাত্রে আগে আটা বা ময়দা দিয়ে দিয়ে রুটি বানায় নিতে হবে। প্রথমে অল্প কিছু ময়দা বা আটা নেওয়ার পর তেল নিয়ে আটা ছানতে হবে। এরপর পরিমাণ মতো পানি ও লবন দিয়ে ছানতে হবে অথবা মিশাতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে সেই আটা/ময়দা ঢেকে রাখতে হবে।


২. আরেকটি পাত্রে আলু ছোট ছোট করে কাটতে হবে। তারপর পেয়াজ মরিচ কেটে রাখতে হবে।


৩. কাটা শেষ হলে আরেকটি পাত্রে তেল গরম করতে হবে।

৪. পেয়াজ আর মরিচ কুচি টা সেই গরম তেলে দিতে হবে পেয়াঁজের রঙ বাদামী হলে আলু দিয়ে দিতে হবে। এরপর সকল মশলা আদা-রসুন, হলুদ মরিচ,ধনে গুঁড়ো দিতে হবে।


৫. ৪/৫ মিনিট পর অল্প পানি দিতে হবে। তারপর কশাতে হবে কয়েক মিনিট। পানি শুকিয়ে গেলে জিরা গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে।

৬. সেই আটা আর ময়দা যে রেখে দিয়েছিলেন। সেটা কয়েক ভাগ করে ছোট ছোট বল এর মতো বানাতে হবে।

৭. তারপর সেগুলো রুটির মতো করে বানাতে হবে তা মাঝ বরাবর কেটে নিতে হবে। তারপর সেই রুটি নিয়ে ভাজ করে আলু ভিতরে দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে।

৮. এর পর আরেকটা পাত্রে তেল নিয়ে গরম করতে হবে এবং সেগুলো ভাজতে হবে।

এরপর পরিবেশ করুন আপনার পছন্দের সিঙ্গারা। আপনি চাটনি ও সস দিয়ে খেয়ে নিতে পারেন। গরম গরম সিঙ্গারা খেতে অসাধারন।

IMG_20230205_212938.jpg

ধন্যবাদ সবাইকে,

আশা করি আপনার ভালো লাগবে আমার লেখাটি। আমার কোন ভুল থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন।প্রতিটি ছবি আমার তোলা

"আসসালামু আলাইকুম"

contact Me -

twitter ,Linkedin,Gmail

Sort:  
 last year 

এইভাবে একাই বানিয়ে খাওয়া ঠিক নাহ 🥹 দাওয়াত দিয়ে
আমাদেরকেও খাওয়াতে পারেন আমরা কিছু মনে করব নাহ 🤭🤭
ধন্যবাদ আপু চমৎকার লাগল আমার কাছে। 💝🥰

 last year 

😂😂আপনি যে রান্না করেন সেগুলার কি হবে

 last year 

একদিন খাওয়াবো আপনাকে 🥰

 last year 

সিঙ্গারা খেতে দারুণ মজা। আমার অনেক পছন্দের একটি খাবার। সুন্দর ভাবে সব কিছু উপস্থাপন করেছেন আপি আপনি।

 last year 

thank you vaiya ❤️❤️

 last year 

সিঙ্গারা সবারই পছন্দের একটি খাবার। এর স্বাদ অতুলনীয় এবং আমার অনেক প্রিয় একটি খাবার। এর সাথে শুঁট মরিচ হলে তো কোনো কথাই নেই। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু❤️

 last year 

সিঙ্গারা খেয়েছি অনেক সেই স্কুল কলেজ জীবনের টিফিন এর একমাত্র ভরসা ছিলো এটি। এখনো দেখলেই খাওয়া হয়। তবে বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। খুবই সুন্দর লিখছেন সিঙ্গারা সম্পর্কে অনেক ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাইয়া! ❤️

 last year 

সিংড়া ঐতিহ্যবাহী খাবার। সিংড়া আমার পছন্দের একটি খাবার। সিংড়া দেখে লোভ সামলাতে পারছি না। সিংড়া একা একা খাইয়েন না আমাদের ও দাওয়াত করিয়েন আপু মনি।।🫣

 last year 

😁😁😁 ওকে ঢাকা আসলে

 last year 

সিঙ্গারা আমার পছন্দের একটি খাবার। আর সিংড়া খেতে সবার এ অনেক ভাল লাগে ,সিংড়া ঐতিহ্যবাহী খাবার আর আপনি অনেক সুন্দর পোস্ট করেছেন ধন্যবাদ

 last year 

ধন্যবাদ

 last year 

গরম গরম সিঙ্গারা খেতে অনেক ভালো লাগে।আমরা সিঙ্গারা সাধারণত কাঁচা মরিচ দিয়ে খেয়ে থাকি কিন্তু এখানে তো ভাজা শুকনা মরিচ দেখা যাচ্ছে। সিঙ্গারা কিভাবে তৈরি করতে হয় তার পুরো প্রক্রিয়া সুন্দরভাবে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 last year 

ধন্যবাদ ভাইয়া 😁

 last year 

সিঙ্গারা আমার অনেক মজা আর জদি গরম গরম হয় তাহলে তো খেতে আরো মজা,আপনার সিঙ্গারার ছবি দেখে আমার জল চলে আসতেছে, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট করার জন্য

 last year (edited)

ধন্যবাদ ভাইয়া

 last year 

সিঙ্গারা অনেক মজার একটি খাবার।আমরা এটি বাজারের বিভিন্ন হেটেলে এটি দেখতে পাই। আপনি অনেক সুন্দর ভাবে এটি বানানোর রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

সিঙ্গারা আমার পছন্দের খাবারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খাবার। যা আমার প্রায় প্রতিদিন খাওয়া হয়।আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে।

 last year 

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68096.92
ETH 3795.66
USDT 1.00
SBD 3.59