জেনারেল রাইটিং- নিজের বুদ্ধিতে ফরিক হওয়া ভালো
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম। হ্যাঁ বন্ধুরা আজ আমার জেনারেল রাইটিং এর বিষয় হলো সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য্য।
.png)
মানুষ হিসাবে প্রতিটি মানুষেরই থাকে স্বপ্ন আশা আর আকাঙ্খা। কিন্তু আমরা বর্তমানে এমন এক সমাজে বসবাস করি যে যেখানে কেউ কারও ভালো বা সফলতা দেখতে পারে না। কেউ একজন তার মেধা আর পরিশ্রমের কারনে জীবনে উন্নতির দিকে পরিচালিত হলে অন্যরা হিংসায় জ্বলে পুড়ে মরে। কখন আর কিভাবে উন্নতি করা মানুষটিকে টেনে নিচে নামাবে সেটা ভাবতে ভাবতেই তাদের দিন যায়। তারা কেবল অন্যের ক্ষতি করতেই মশগুল থাকে সারাক্ষন। আর এমন এক পরিস্থিতিতে কাউকে বিশ্বাস করাটাও আমাদের জন্য বেশ বোকামী।
কারন আমরা যদি কোন রকমের ভুল করে আমাদের আশে পাশে মানুষ গুলো থেকে আমাদের জীবনের কোন একটি বিষয়ে পরামর্শ নিতে যাই তাহলে বেশীর ভাগ সময়েই আমরা দেখবো যে আমরা তাদের পরামর্শনিয়ে লাভের চেয়ে ক্ষতির সম্মুখীন হয়েছি। কেননা এসব মানুষগুলোই ইচেছ করেই আমাদের জীবন কে দূর্বিসহ করে তোলার জন্য আমাদের কে নানা রকমের বুদ্ধি আর শলা পরামর্শ দিয়ে থাকে। যাতে করে তাদের দুষ্ট বুদ্ধির ফাঁদে পরে আমাদের স্বপ্নগুলো ভেঙ্গে যায়। আর আমরা আর উঠে দাঁড়াতে না পারি।
আমরা অনেক সময় অন্যের বুদ্ধি মতো নিজেকে অনেক বিপদে ফেলে দেই । আর তখন আমাদের সেই বিপদ থেকে উঠে দাঁড়াতে কেউ আর সাহায্য করে না। সমাজে এমন অনেক মানুষ আছে যারা বুদ্ধি দিয়ে পরিবারের মাঝে অশান্তি সৃষ্টি করতে চায়। যারা কিনা চায় পরিবার টি শেষ হয়ে যাক। অথবা অনেক মানুষ আছে যারা কিনা বুদ্ধি দিয়ে আমাদের অনেক বড় আর্থিক ক্ষতির কারন হয়ে দাঁড়ায়। অথচ আমরা যদি আমাদের বুদ্ধি দিয়ে সে কাজ করতাম তাহলে হয়তো আমাদের কে এমন সমস্যার সম্মুখীন হতে হতো না।
তাই আমরা যদি নিজেদের বুদ্ধি কে কাজে লাগিয়ে সব সময় একটু ভেবে চিন্তে পা ফেলি তাহলে হয়তো আমরা এমন বিপদের সম্মুখীন হই না। তাই আমদের উচিত বিপদে আপদে সব সময় নিজের বুদ্ধির উপর ভরসা রাখা। আমাদের উচিত নিজের মেধা কে বিশ্বাস করা। তাহলে আমরা যেমন ক্ষতি হলেও তেমন কষ্ট পাবো না, ঠিক তেমনি করে আমরা অন্যের কথার মত নিজেদের কে কোন ক্ষতির মাঝে ঠেলেও দিবো না। তাই আসুন আমরা সবাই নিজের বুদ্ধিতে চলি। কারন নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো।
আশা করি প্রতিদিনের মত করে আজও আপনাদের কাছে আমার আজকের পোস্টটি বেশ ভালো লেগেছে। আপনাদের মন্তব্যের আসায় রইলাম।
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

১ নং ট্যাক্স
https://x.com/mahfuzanila94/status/1902800762792710317
২ নং ট্যাক্স
https://coinmarketcap.com/community/post/356527767
কমিউনিটির ডিসকর্ডে Daily-Task নামে নতুন একটা চ্যানেল খোলা হয়েছে এবং সেখানে নতুনভাবে প্রমোশন এর বিষয়ে গাইড করা হয়েছে। সেভাবে কাজ করার জন্য অনুরোধ করা হলো।
আমি মনে করি আমাদের সব সময় নিজের বুদ্ধিতে চলা প্রয়োজন। যখনই অন্যের বুদ্ধি নিয়ে যাবে তখনই নিজের কোন না কোন ক্ষতির মধ্যে পড়তে হবে সেটা হয়ে উঠবে বড় ক্ষতির কারণ। যাই হোক আপনি খুব সুন্দর একটা বিষয় নিয়ে লিখেছেন দেখে খুশি হলাম।
আপনার পোস্টের সাথে আমি একমত। নিজের বুদ্ধিতে ফকির হলে ভালো। কারণ জ্ঞান দেওয়ার মতো মানুষ অনেক থাকে। আর অনেক মানুষ ইচ্ছে করেও মানুষকে বিপদে ফেলে দেয়। এই কারণে নিজের বুদ্ধি মতো নিজে চললে ভালো হলেও ভালো খারাপ হলে ও ভালো। এতে করে নিজের মনকে বোঝানো যায় নিজের বুদ্ধিমতে চললে। বাস্তবিক কথা দিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আসলে অন্যের বুদ্ধিতে যদি আমরা বড়লোক না হয়ে, নিজের বুদ্ধিতে ফকির হই তাহলে এটা অনেক বেশি ভালো। আপনি একেবারে সত্য কিছু কথাকে অনেক সুন্দর করে তুলে ধরেছেন এই পোস্ট মধ্যে। পুরোটা পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদের সবার উচিত নিজের বুদ্ধিতে চলা।
অন্যের বুদ্ধিতে কোন কিছু করার চেয়ে যদি আমরা নিজের বুদ্ধিতে কোন কিছু করে ফকির হয়ে যাই তাহলেও কোন সমস্যা নেই৷ আর এক্ষেত্রে আপনি আজকে খুব সুন্দর এবং সত্য কিছু কথা আপনার পোস্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ যা পড়ে খুব ভালই লাগছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷