শুরু করে দিলাম নিজের তৈরি কেক ডেলিভারী করা

in আমার বাংলা ব্লগ13 days ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার আশে পাশের দূর দূরান্তের সবাই? আশা করছি আপনারা যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও আপনাদের সবার দোয়া ও মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আসলে মানুষের জীবন এই ভালো তো এই মন্দ ।সবকিছুর মালিক আল্লাহ পাক। আমাদের এই জীবনে অসুস্থ ও সুস্থতা সবকিছুই আল্লাহর নেয়ামত। তাই সবসময় সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো সুস্থ ও হাসিখুশি থাকে। আর আমিও আল্লাহর রহমতে মোটামুটি আছি বলেই আপনাদের জন্য আমার আরও একটি পোস্ট লিখে চলে এলাম। আজ আমি আপনাদের জন্য একটি লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের সবার কাছে আমার পোস্টি ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি কি বিষয় নিয়ে আজ আমি আপনাদের মাঝে লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হয়েছি। দেখে আসি আর পোস্টটি পড়ে আসি।

image.png

আপনারা যারা আমার ব্লগ পড়েন তারা অনেকেই জানেন যে আমি আজ কাল বেশ ব্যস্ত থাকি। ব্যস্ত থাকার অনেক গুলো কারন আছে। যার মধ্যে একটি হলো আমি নিজেকে স্বাবলম্বী করে তোলার জন্য একটি কোর্স করেছি। যেখানে আমি সব ধরনের কেক তৈরি করা শিখেছি। আলহামদুলিল্লাহ্ আমি সেই কোর্স করে মোটামুটি কেক বানানো শিখে গেছি। এবং আজকাল আমি কেক ডেলিভারী দেওয়া শুরু করে দিয়েছি।শুরু হয়ে গেছে আমার হাতে তৈরি করা কেক ডেলিভারী। এ পর্যন্ত বেশ কিছু অর্ডারও পেয়েছি। যার জন্য আমি এখন বেশ খুশি।

image.png

আমার বাংলা ব্লগ আমার খুব প্রিয় একটি কমিউনিটি। এমন একটি খুশির খবর আমার বাংলা ব্লগে শেয়ার না করলে কি আর চলে? তাই তো আজ ভাবলাম আমার এমন সুন্দর একটি সু সংবাদ আপনাদের মাঝে শেয়ার করি। এই তো গত কয়েকদিন আগে আমি মোট ৭টি কেক ডেলিভারী করলাম ঢাকার আরামবাগে। যেখানে আমার লাভ ছিল ২০০ টাকা মাত্র। আমি চাচ্ছি কম লাভ করে বেশী কাস্টমার ধরতে। যদিও প্রথম দিকে আমাকে বেশ কষ্ট করতে হচ্ছে তাতে কি। আশা করি একদিন আমার এ আয়োজন বেশ বড় আকার ধারন করবে।

image.png

সেদিন কয়েকটি কাপ কেক সেই সাথে দুটো বার্থ ডে কেক ডেলিভারী ছিল। তো আমার এই ডেলিভারী করার জন্য আমি আপাততঃ কোন লোক নিয়োগ করিনি। আমার আপুর হাসবেন্ড মানে আমাদের মাকুসদা আপুর হাসবেন্ড আমাকে ডেলিভারীতে সাহায্য করছে। আশা করবো আপনারা আমার জন্য দোয়া করবেন।

image.png

ভাবলাম বিষয়টি আপনাদের মাঝে একটু শেয়ার করলে কেমন হয়। আর এই ছিল আমার আজকের আয়োজন। আমি আমার মত করে আমার পোস্টি গুছিয়ে লেখার চেষ্টা করেছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো ও সুস্থ থাকুন। আপনাদের সবার জন্য এই কামনাই করি।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 13 days ago 

আরিব্বা সে তো দারুন ব্যাপার। এই তো কিছুদিন আগেই আপনি ব্লগে লিখেছিলেন স্বাবলম্বী হওয়ার জন্য কেক বানাতে শিখছেন। এর মধ্যেই এত চমৎকার কেক বানিয়ে ডেলিভারি দিয়েছেন এটাতো বিরাট আনন্দের খবর। খুব সুন্দর হয়েছে আপনার তৈরি করা কেকটি। প্রার্থনা করি আপনার এই ছোট্ট প্রচেষ্টা অনেক দূর এগিয়ে যাক।

 12 days ago 

ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 13 days ago 

কোন কাজ শুরুতে লাভ কম হতে পারে এটা স্বাভাবিক। তবে কাস্টমার বাড়বে এটা সত্য। আর এই বিষয়টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। হালাল পথে ইনকাম করার আনন্দ অন্যরকম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 12 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 13 days ago 

বেশ ভালো উদ্যোগ নিয়েছেন। এখন ভালো চাকরী পাওয়া বেশ কঠিন। তার চেয়ে ছোট করে ব্যবসা শুরু করলে বেশ ভালো। আর কোন কাজ ছোট থেকে শুরু করে এক সময় তা বড় হবেই। যদি আপনার আগ্রহ আর চেস্টা থাকে। অবেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 12 days ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 13 days ago (edited)

আপু আপনি নিজে থেকেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন জেনে খুবই ভালো লাগলো। নিজে কেক তৈরি করে সেটা নিজে ডেলিভারি করেন বেশ ভালো বিষয়। তবে ডেলিভারি করতে মাকসুদা কাউসার আপুর হাজবেন্ড আপনাকে সাহায্য করে এটা জেনে বেশ ভালো লাগলো। আপনি অবশ্যই একদিন বড় কিছু হবেন বা আপনার লক্ষ্যে পৌঁছাবেন শুভকামনা রইল আপু। ‌

 12 days ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 13 days ago 

আপনি কোর্স শেষ করে নিজেই কেক তৈরি করে বিক্রি শুরু করেছেন,জেনে খুব ভালো লাগলো আপু। প্রথমে লাভ একটু কম হলেও সমস্যা নেই। কাস্টমার ধরতে পারলে পরবর্তীতে বেশি লাভ করতে পারবেন। তবে কেকের মান সবসময় ভালো রাখার চেষ্টা করবেন। যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 12 days ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 13 days ago 

আপনি নিজেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন এবং কাজ শুরু করে দিয়েছেন এটা শুনে প্রচন্ড ভালো লাগলো আমার। কেননা এরকমভাবে নিজে কাজ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা সকলের উচিত বলে মনে করি আমি। কেননা এতে ফ্যামিলির অনেক বড় উপকার হয়। যাইহোক আপু আপনার জন্য মন ভরে দোয়া করছি আপনি যেন আপনার এই কাজের মধ্য দিয়ে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারেন। শুভকামনা রইল।

 12 days ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 13 days ago 

আপনার এই নতুন উদ্যোগের জন্য আপনাকে অনেক বেশি অভিনন্দন রইল। আর আপনি যে কেক আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখতে যেমন অসাধারণ হয়তোবা খেতেও অসাধারণ ভাবে।

 12 days ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 12 days ago 

আপনি তো দারুণ কেক তৈরি করা শিখে গেছেন। কোর্স করে অনেকেই এমন কেক তৈরি করা শেখে। কিন্তু বাকি বিষয়টুকু দক্ষতার উপর নির্ভর করে। আপনি দারুণ দক্ষতার সঙ্গে কেকগুলি তৈরি করেন আপু। কেকের ছবিটি দেখেই বুঝতে পারছি বেশ সুস্বাদু হয়েছে। আপনার এই প্রতিভা আরো বিকশিত হোক দিনে দিনে।

 6 days ago 

ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 12 days ago 

আপনার জন্য শুভকামনা আপু। যদিও এখন লাভ কম হচ্ছে তবে আস্তে আস্তে কাজটা এগিয়ে যান আশাকরি সামনে ভালো কিছু করতে পারবেন। আমার কখনও প্রয়োজন হলে আপনার থেকেই আমার কেক অর্ডার দেব। ভালো লাগল আপনার পোস্ট টা দেখে।

 6 days ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।