প্রিয় কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
হ্যালো আমার প্রিয় কমিউনিটির ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাই সবসময় ভালো থাকেন আমি এই দোয়াই করি। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আসলে যতই দূরে থাকিনা কেন মনে হয় যেন আপনাদের সবার কাছেই আছি। আর সবার আরও কাছে থাকার জন্য সবসময় নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হই । আর এতে করে আমাদের এই পরিবারে সম্পর্ক আরও মজবুত আর ভালোবাসায় বন্ধনে শক্ত থাকে। আসলে এই কমিউনিটিতে আসার পর ফটোগ্রাফি করা এখন আমাদের সবার একটি নেশায় পরিনত হয়েছে। যে যেখানে যাইনা কেন যাই দেখি ইচ্ছে হয় মোবাইলে ক্যাপচার করে রাখি। তাইতো কিছুদিন আগে কিছু কেনাকাটা করার জন্য শপিংএ গিয়েছিলাম তখন সেখানে গিয়ে মনমুগ্ধকর আর্টিফেসিয়াল ফুল দেখে নিজেকে কনটোল করতে পারিনি। তাইতো দৌড়ে গেলাম ফুলগুলোর মাঝে আর সাথে সাথে ফুলগুলো আমার মোবাইলের গ্যালারিতে বন্ধি করে নিলাম। আর তাই আজ মোবাইলে ফুলের ফটোগ্রাফিগুলো দেখে আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। ঝটপট বসে গেলাম পোস্ট লেখার জন্য। আর সেই থেকে আজ আমার ফটোগ্রাফি নিয়ে আসা।
প্রিয় ভাই ও বোনের আজও আপনাদের জন্য রয়েছে আমার আরও একটি আর্ক ষনীয় ও লোভনীয় আর্টিফেসিয়াল ফুলের ফটোগ্রাফি পোস্ট যতই বলি যে আর ফটোগ্রাফি করবো না আগে মোবাইল খালি করে নেই। কিন্তু পৃথিবীর এত সুন্দর কিছু দেখে মন কি আর মানে? কোথাও গেলে হাত আর মন যেন ছটফট করে। ঐ যে নেশা। এই নেশায় কোন সুন্দর জিনিস দেখলে ফটোগ্রাফি করার লোভ ধরে রাখতে পারি না। যতই মোবাইলের গ্যালারী ভরা চমৎকার ফটোগ্রাফি থাকুক না কেন আর মোবাইল জ্যাম হয়ে হ্যাং হয়ে জাক না কেন ঐ ফটোগ্রাফিগুলোও ফেলে দিতে ইচ্ছে করে না। আবার নতুন করে কোন সুন্দর কিছু দেখলেও ফটোগ্রাফি না করে থাকতে পারি না। হ্যাঁ বন্ধুরা যেখানেই যাই কিছু না কিছু ফটোগ্রাফি করি। বলতে পারেন এ যেন আমার এক নেশায় পরিনত হয়েছে।ফুল আসল বলেন আর আর্টিফেশিয়াল বলেন আমরা সবাই অনেক পছন্দ করি। আর এখনতো বিভিন্ন ধরনের কালার ও ডিজাইনের পরিচিত অপিচিত সকল রকমের আর্টিফেশিয়াল ফুল বানিয়ে শপিংএ বিক্রি করা হয় যা দেখতে যেমন ভালো লাগে আবার ঘর সাজিয়ে রাখলেও ঘরের শোভাও বৃদ্ধি পেয়ে যায়। আর এই সুন্দর সুন্দর আর্টিফেশিয়াল ফুলগুলো আমার অনেক প্রিয় আর তাই তো আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা আজ আমার তোলা চমৎকার ফটোগ্রাফিগুলো দেখে আসি।
এইতো গত পরশুদিন শপিং এ গেলাম একটা স্যালোয়ার বানাবো বলে সুতা আনতে। আর সেই সুতার দোকানের পাশেই রয়েছে চমৎকার কিছু আর্টিফেশিয়াল ফুলের দোকান সেখানেই ছিল এত সুন্দর ফুলগুলো। প্রথমেই বাগান বিলাশ ফুলের ফটোগ্রাফি করে নিলাম। বাগান বিলাশী ফুলগুলো দেখতে এই চমৎকার লাগছিল যে মনে হচ্ছিল সত্যি কোন বাগানে ফুটে আছে।আর আমিও এই বাগান বিলাশ ফুলের ফটোগ্রাফি করে আমার মনের ও মোবাইলের বাগানে বন্ধি করে রাখলাম।
এবার দেখতে পেলাম টকলেট কালার আর্টিফেশিয়াল গোলাপ দেখেতো আমি লোভ সামলাতে পারছি না আবার ফুলগুলো বিভিন্ন ফুলের সাথে মিশে আছে এক্সটা করে যে তুলবো তার কোন অবস্থা নেই তাই হাত দিয়ে ধরে সুন্দর করে একটি ফটোগ্রাফি করে নিলাম ভয়ে ভয়ে তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলছি কিছুক্ষন পর আপনাদের সাথে শেয়ার করছি কারনটা আগে বলেন এত সুন্দর ফুল দেখে কেউ ফটোগ্রাফি না করে থাকতে পারে। গোলপ ফুল ও তার কালার দুটোই আমার কাছে দারুন লাগছিল। এক কথায় আমার মন কেরেছে। নিশ্চই আপনাদেরও মন কেরেছে। আরও মন কারার মত ফুলের ফটোগ্রাফি দেখতে পোস্ট পুরোটা দেখতে থাকুন।
আমি যখনি এই শপিংএ যাই তখনি এই দোকানটিতে আমার চোখ যায় চোখের কি দোষ বলুন সুন্দর কিছু দেখলেতো চোখ পড়বেই। এবার যেই ফুলটি দেখছেন এটিও কিন্তু ঘরের ড্রয়িংরুমে সোফার সাইটে রাখলে দেখতে অনেক ভালো লাগে। আমি সবসসময় এই ফুলগুলো দিয়ে ঘর সাজাতে অনেক পছন্দ করি।কি সুন্দর কালার কম্বিনেশন চমৎকার কিছু ইস্টিক দেখলেও মন জুরিয়ে যায়।
আর এই দোকানটিতে গেলে আমাকে সবসময় লুকিয়ে ফটোগ্রাফি করতে হয়। এবর অবশ্য অনেক দিন পর গিয়েছি এই দোকানটির সামনে। এবার দেখতে পেলাম হলুদ ফুল অবশ্য নাম জানি না। ফুলটির তবে দেখে মনে হচ্ছিল ডালিয়া হবে। ফুলগুলো দেখতে এত বেশ লাগছিল যে কিভাবে ফটোগ্রাফি করবো ভাবতে পারছিলাম না। একবার সুতার দোকানের ভেতর যাই আর একবার বাহিরে এসে ফটোগ্রাফি করি। দুটো দোকান পাশাপাশি। কোন ফুল রেখে কোন ফুলের ফটোগ্রাফি করবো। আর প্রতিটা ফুল নজর কারা।
আসলে এই দোকানদার ভাইয়ের মনমানুসিকতা অনেক খারাপ আমি যখন প্রথম একদিন তার দোকানের সুন্দর ফুলগুলো ফটোগ্রাফি করেছিলাম তখন এই লোকটি আমাকে অনেক বকা দিয়েছিল। কোনকিছু ভালো লাগলে তার ফটোগ্রাফি করবো এটাই স্বাভাবিক। কিন্তু এই লোকটার কি সমস্যা হয় ফটোগ্রাফি করলে জানি না। অনেক খারাপ বিহেব লোকটার। আর তাই আমি ঐ দোকানের পাশ দিয়ে গেলে তার দোকানের জিনিসগুলো লুকিয়ে ফটোগ্রাফি করি। আর এই সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফি করার লোভ যেন আমি ধরে রাখতে পারছিলাম না। শুধু চুপি দিয়ে দেখছিলাম যে দোকানদার লোকটি কোথায় দেখি তার দোকানে চেয়ারে বসে বসে মোবাইল দেখছে। কি সুন্দর কালারের মধ্যে ছোট ছোট গোলাপগুলো ভয়ে ভয়ে ফটোগ্রাফি করে নিলাম।
এবার যে ফটোগ্রাফিটি দেখেছেন সেটি হলো একধরনের পাতাবাহার ডাল। আর এই আর্টিফেশিয়ালগুলো ঘরে যেকোন জায়গায় সাজিয়ে রাখলে ভালো লাগে। এইগাছগুলো ডাইনিং টেবিল বা ওয়াডড্রোপ অথবা কর্নার আলনায় সাজিয়ি রাখলে দেখতে অনেক দারুন লাগে। আসলে কয়েকদিন পর পর শপিংগুলোতে সুন্দর সুন্দর আর্টিফেশিয়াল ফুল দেখতে পাওয়া যায়।
আসলে এই সবগুলো ফুলের ফটোগ্রাফি ছিল আমার লুকিয়ে ও ভয়ে ভয়ে করা। প্রতিটা ফুল এতটাই সুন্দর লাগছিল যে ইচ্ছে হচ্ছিল আরও কিছু ফুলের ফটোগ্রাফি করি। আর শেষে আসার সময় দেখি এই হলুদ ফুলগুলো দেখতে অনেক দারুন লাগছে আর তাই এই হলুদ ফুলটির একটি ফটোগ্রাফি করে নিয়েছি কেমন লেগেছে আমার আজকের ফটোগ্রাফিগুলো? আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলোও অবশ্যই ভালো লেগেছে। আজ তাহলে এখানেই আপনাদের সাথে আমার আজকের ব্লগটি শেষ করছি। আবারও আগামীকাল নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আপনাদের সবার সু-স্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ্ হাফেজ। আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
বিষয় ফটোগ্রাফি ডিভাইস OPP-A16 ফটোগ্রাফার @mahfuzanila ভৌগলিক অবস্থান ঢাকা, বাংলাদেশ
খুব ভালো লাগলো আপু আপনার এই সুন্দর একটি পোস্ট দেখে। আপনার পোস্টে বেশ অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখতে পারলাম। ফুলের ফটোগ্রাফি আমি সব সময় পছন্দ করে থাকি। কারণ ফুলের ফটোগ্রাফি দেখলে মনে হয় যেন ফুলের বাগানে পৌঁছে গেছি।
ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
আপনি দেখছি আজকে বেশ কয়েকটি আর্টিফেশিয়াল ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা আর্টিফেশিয়াল গোলাপ ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন লেগেছে।
ধন্যবাদ ভাইয়অ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
দারুন ছিল আপনার প্রতিটি ফটোগ্রাফি। আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে আমি বেশ মুগ্ধ হলাম। আসলে ফুল সত্যিকারের হোক বা আর্টিফিশিয়াল হোক সব কিছুই দারুন লাগে। ধন্যবাদ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনার মত আমারও কোন জায়গায় যদি সুন্দর কিছু দেখি তবে ফটোগ্রাফি করতে গিয়ে একটু কেমন যেন লাগে। কোথাও ফটোগ্রাফি করলে সবাই ভাবে এগুলোর ফটোগ্রাফি কেন করে। যাইহোক আপনি আজকে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন। আর্টিফিসিয়াল ফুলগুলো আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আজকে আমিও অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি আপু। আপনিও বেশ দারুন সব ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়ে। খুব ভালো লাগলো এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। এত সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
বর্তমান আর্টিফিশিয়াল ফুল গুলো দেখে বোঝার উপায় নাই যে এগুলো আর্টিফিশিয়াল নাকি ন্যাচারাল।একদম নিখুঁতভাবে আজকালের আর্টিফিশিয়াল ফুল গুলো তৈরি করা হয়। যা দেখতে হুবহু ন্যাচারাল ফুলের মতো মনে হয়।আজকে আপনি আর্টিফিশিয়াল ফুলের ধারণ সব ফটোগ্রাফি করেছেন। দেখে বোঝার উপায় নেই যে এটি আর্টিফিশিয়াল ফুল।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনি মনে হয় ভয়েস টাইপিং করেছেন। একবার চেক করে নেবেন আপু অনেক টাইপো থেকে গেছে৷
যাই হোক, আর্টিফিশিয়াল ফুল পুরো নতুন অবস্থায় দেখতে বেশ ভালো লাগে। আপনিও চমৎকার ছবিগুলো তুলেছেন। বিশেষ করে দোকানে যখন সাজিয়ে রাখে অনেক ফুল এক সাথে দূর থেকে বা কাছ থেকে অপূর্ব সুন্দর দেখায়। আপনার চকলেট রঙের গোলাপ টি বেশ সুন্দর দেখতে।
ধন্যবাদ আপু ভুল ধরিয়ে দেওয়ার জন্য।
বাহ চমৎকার আপু। এককথায় অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ফুলগুলো দেখে বেশ সুন্দর লাগছে। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো আপনি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
আপু আপনি খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আর্টিফিশিয়াল ফুল বাস্তবের ফুলের থেকে কোনো অংশে কম নয়। আমি রুম সাজানোর জন্য বেশ কিছু আর্টিফিসিয়াল ফুল কিনেছি। এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।