বিপদ কাউকে বলে কয়ে আসে না

in আমার বাংলা ব্লগ22 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম।

danger-2624054_1280.jpg

source

আমার পোস্টের বিষয়টি হলো বিপদ কায়োকে বলে কয়ে আসে না। তাহলে চলুন আমার ব্লগটি দেখে আসি আসলে আমরা সৃষ্টির সেরা জীব আমরা এই পৃথিবীতে আছি সবকিছু সৃষ্টিকর্তার দয়ায় এই যে খাওয়া-দাওয়া করছি, চলাফেরা করছি,ও কথা বলছি অসুস্থ হচ্ছি সুস্থ হচ্ছি সবই আল্লাহ পাকের ইচ্ছাতেই হচ্ছে। আমরা সবাই অনেক সময় অনেক বিপদে পড়ি বা অসুস্থতায় পরি শুধু আমরা মানুষ জাতি নয় অনেক পশু পাখি প্রাণীরাও অনেক বিপদের সম্মুখীন হয়। আমরা যেহেতু পৃথিবীতে বাস করছি বিপদ আমাদের জীবনের সাথে ওতো ওতোপৌত জড়িয়ে আছে। বলেনা জন্মিলে মরিতে হবে। মৃত্যু যেমন লেখা আছে কপালে বিপদও ঠিক সেই ভাবে লেখা আছে আমাদের কপালে।

আমাদের অনেক সময় অনেকের বিপদ দেখলে অনেক সময় আমরা সবাইকে পরামর্শ দিয়ে থাকি দেখে শুনে সতর্কতার সাথে চলার জন্য। কিন্তু আসলে কি তাই? আমরা সতর্কতা অবলম্বন করলে আমাদের জীবনে আর কোন বিপদ ঘটবে না। আসলে তা ঠিক নয় আমরা দেখে শুনে বা সতর্কভাবে যতই চলাফেরা করি না কেন আমাদের কপালে যদি লেখা থাকে সেটা আসবেই। এ বিষয় নিয়ে আজ আমার ব্লগের মাধ্যমে কিছু আপনাদের মাঝে লেখার চেষ্টা করলাম। আসলে আমরা যতই সব সময় সতর্কভাবে চলার চেষ্টা করি না কেন বিপদ আসলে ধরে রাখার ক্ষমতা কারো নেই।

কারণ বিপদ কখনোও নোটিশ দিয়ে আসেনা আর যদি নোটিশ দিয়ে আসতো বা বলে কয়ে আস্ত তাহলে সবাই আগে থেকে সাবধান হয়ে যেত। যতই মানুষ সাবধানতা অবলম্বন করে চলুক বিপদ যদি কপালে লেখা থাকে তা আসবেই। বলে না মানুষ জন্মিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে ঠিক সেইভাবে পৃথিবীতে মানুষ যখন জন্ম নিয়েছে তখন মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে কি অসুখ হবে কি বিপদ হবে ও ভালো মন্দ কি ঘটবে সকল কিছু লেখা রয়েছে। ধরুন আমার কথাই আমাকে দিয়ে বুঝানোর চেষ্টা করলাম।

যেমন আমার সাথে যে, বিপদ ঘটে গেছে আমি কয়েকবার পরপর কিভাবে কোথায় পড়ে গিয়ে আঘাত পেয়ে ব্যথা পেয়েছি আমার সাথে যে বিপদ ঘটেছে তা আপনাদের সাথে এর আগে আমার একটি পোষ্টের মাধ্যমে শেয়ার করেছি। আমি কিন্তু অনেক সতর্কতার সাথে চলাফেরা করি। তারপরও কিন্তু আমার সাথে এই বিপদটা বারবার ঘটে চলেছে। আজ যেটার জন্য আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেটার জন্য আমাকে প্রতিনিয়ত ভুগতে হচ্ছে যা আমারটা সমস্যাগুলো আমি বুঝতে পারছি। তাই আমার বিপদ কাজে নিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে।

গিয়ে দুমাস ওষুধ খেয়েও যখন কোন কাজ হচ্ছিল না তখন ডাক্তার চেঞ্জ করে অন্য ডাক্তারের কাছে গিয়েছি। আবার সেই ডাক্তার দু সপ্তাহের ওষুধ দিয়েছে আর ব্যথা না কমলে বলেছে এমায়ার করার জন্য। জানিনা সামনে আরো কোন বিপদ লেখা আছে কিনা আমার কপালে। নাকি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভালো হয়ে যাবে সেটার অপেক্ষাই করছি। যদি আমি ভাবতাম যে আজ আমি পড়ে যাব তাহলে তো আমি সেদিন সকল কাজকর্ম বন্ধ করে আমাকে প্রটেক্ট করে খুব সাবধানতা অবলম্বন করে চলতাম। দেখুন আমরা কেউ কিন্তু জানিনা কবে আমরা নতুন কোন বিপদে পড়তে যাচ্ছি? যদি সবাই জানতো তাহলে সবাই আগে থেকে সতর্ক হয়ে যেত। তাই আমার মতে বিপদ কায়োকে বলে কয়ে আসে না। যে বিপদ আসার সেটা হঠাৎ আমাদের জীবনে ঘটে যাবেই। আর বিপদ তখন কায়োকে জিজ্ঞেস করে আসবে না।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Sort:  
 22 days ago 

ঠিকই বলেছেন আপু প্রত্যেক প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আর বিপদ কখনোই বলে কয়ে আসে না। এর আগেও আপনি বেশ কয়েকবার পড়ে গিয়েছিলেন। সাবধানে চলাচল করার পরও আবার আপনি সেই বিপদে পতিত হয়েছেন এখন থেকে আরও সাবধানতার সাথে চলাচল করবেন। আপনার জন্য দোয়া রইল ভালো থাকবেন।

 22 days ago 

Screenshot_11.png

Screenshot_12.png

image.png

 22 days ago 

সত্যি আপু বিপদ কাউকেই বলে কয়ে আসে না।কখন যে কার জীবনে কি ঘটে যায় সেটা কেবল সেই বুঝতে পারে।আশা করি আপনি বেশ তাড়াতাড়ি আপনার অসুস্থতা থেকে মু্ক্তি পাবেন। দোয়া রইল আপনার জন্য।

 19 days ago 

ধন্যবাদ আপনার ‍সুন্দর মন্তব্যের জন্য।

 21 days ago 

এটা ঠিক যে বিপদ কখনো কাউকে বলে আসে না। যদি বিপদ বলে আসে তাহলে হাজারো মানুষ বিপদ আসার আগেই সবাই সর্তক হতো।আসলে এটাই হচ্ছে সৃষ্টিকর্তার নিয়ম।কাউকে বলে কিছু করেন না।যাইহোক আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 19 days ago 

ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 21 days ago 

হঠাৎ করে মানুষের জীবনে বিপদ ঘনিয়ে আসে। আর তখন কি করবে মানুষ বুঝে উঠতে পারে না। কিন্তু বিপদ কখনো বলে আসেনা। আপনি একেবারে সঠিক ব্যাখ্যা করেছেন। বিপদ বলে এলে মানুষ আগে থেকে সাবধান হয়ে যেত। খুব প্রাসঙ্গিক একটি পোস্ট আপনি শেয়ার করলেন আমাদের সঙ্গে।

 19 days ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 21 days ago 

আপু আমাদের মৃত্যু যতদিন আছে বিপদ আমাদের পিছন ছাড়বে না। বিপদ এমন একটা জিনিস কখন কিভাবে হয়ে যাবে আমরা নিজেরাই বুঝতে পারি না। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপু দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের সব সময় সতর্ক এবং সাবধানে থাকতে হবে।

 19 days ago 

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 21 days ago 

সত্যি ই তাই বিপদ বলে কয়ে আসে না।অনেক সময় অনেক সাবধানতা অবলম্বন করে চললেও বিপদে পরতে হয়।আসলে এটাতে কারো কোন হাত নেই।খুব সুন্দর ভাবে বিষয়টি তুলে ধরেছেন আপু।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 19 days ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 20 days ago 

আপনি যতই সাবধানে চলেন যতই নিয়ম মেনে চলেন কিছু কিছু বিপদ আপনার কপালে এসে জুটবেই। আপনি চাইলেও ঐগুলো দূর করতে পারবেন না। তবে শারীরিক অসুস্থতা ব‍্যাপার টা বেশ অনাকাঙ্ক্ষিত। আশাকরি খুব দ্রুতই সুস্থ্য হয়ে যাবেন।

 19 days ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।