লাইফ স্টাইল পোস্ট- ঈদের শপিং করতে গিয়ে ভাজা পোড়া খাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি লাইফ স্টাইল পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার লাইফ স্টাইল পোস্ট দেখে আসি কেমন হয়েছে।


WhatsApp Image 2025-04-09 at 12.30.31_499a3823.jpg
image.png

বন্ধুরা চলে গেল রমজান আর ঈদ। আর এই ঈদ ঘিরে আমরা কতজন কত জায়গায় যে ‍ঘুরতে গেছি তার কোন সীমা নেই। কিন্তু আমার মন আর দেহ কোনটাই তেমন ভালো ছিল না। আর তার জন্যই আমার পক্ষে কোথাও আর যাওয়া হয়ে উঠেনি। ঘরেই কাটিয়েছি এবারের ঈদ। আর এবারের ঈদ আমার জন্য সবচেয়ে খারাপ গেছে। তার মাঝেও মন কে একটু ভালো করার জন্য দুদিন আগে একটু বেড়িয়েছিলাম। বেড়িয়েছিলাম একটু হাটাহাটি করতে। কিন্তু হাটতে গিয়ে আর কফি খাওয়ার লোভ সামলাতে পারিনি।


WhatsApp Image 2025-04-09 at 12.30.32_cd0c175b.jpg

যে ফুডকোটটি দেখছেন সেটা আমাদের পরিচিত একজনের। বেশ লোকজন এখানে আসে কফি খাওয়ার জন্য। আমি আমার মেজু আপু কে নিয়ে গিয়েছিলাম। বেশ ভিড় হলেও আমরা দুজনের জন্য দুটো কফি অর্ডার করে বসে বসে মানুষের তামাশা দেখছিলাম। সবাই কত আনন্দ করে বন্ধু বান্ধব আর পরিবার নিয়ে এখানে এসে ঈদের আনন্দ উপভোগ করছে তার সীমা নেই। সবাই তো দেখছি এটা সেটা অর্ডার করছে। আর মানুষ যেন মানুষের মাথা খাচেছ। তবুও আমরা একটি সিট পেয়ে বসে পড়লাম।


WhatsApp Image 2025-04-09 at 12.30.30_28e77221.jpg


WhatsApp Image 2025-04-09 at 12.30.30_f75115ae.jpg

এখানে আবার প্রথমে পে করতে হয়। আর যেখানে পে করতে যাবো যেখানে বেশ ভিড়। কি আর করবো। যেহেতু পরিচিত তাই অর্ডার করে দিলাম দুটো ক্লোড ভ্যানিলা কফি। কিন্তু কখন হাতে পাবো তার কোন ঠিক নেই। তাই বসে বসে সবার ফটোগ্রাফি করতে লাগলাম। যাতে করে আমাদের সময়গুলো পার হয়। অবশ্য এখানে খেতে আসার পিছনে কারন হলো এই দোকানের কফির মত এত দারুন কফি আর কোন জায়গায় পাওয়া যায় না। আমরা তো বসে বসে কিছু সময় পার করলেই চলে আসবে আমাদের প্রিয় কফি।


WhatsApp Image 2025-04-09 at 12.30.32_ad47596d.jpg

প্রায় আধ ঘন্টা পর আমরা আমাদের কফি হাতে পেলাম। আর কফি হাতে পেয়ে তো বেশ ভালো অনুভূতি পাচিছলাম। মনে হচ্ছিলো যেন বেশ স্বাদে ভরা। তাই আমরা গল্প করতে করতে আস্তে আস্তে খেতে শুরু করলাম সেই ভ্যানিলা ক্লোড কফি। মনে হচ্ছিলো এর পর আরও অর্ডার করবো। কিন্তু যে ভিড় তাতে কি করে অর্ডার করবো সেটাই বুঝতে পারছিলাম না। তাই একটু দেরী করছিলাম ভিড় কমার জন্য। ওমা সেই ভিড় কি আর কমে।


WhatsApp Image 2025-04-09 at 12.30.31_77167d60.jpg

তাই আমরা আমাদের মত করে কফি শেষ করে বিল পে করে চলে আসলাম। । কেমন হয়েছে আজ আমার লাইফ স্টাইল পোস্টটি। আশা করছি আপনাদের সবার কাছে আমার পোস্টটি পড়েও অনেক ভালো লেগেছে। সবাই ভালো ও সুস্থ থাকবেন সে পর্যন্ত আগামীতে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png