জেনারেল রাইটিং- আপন পর সবাই স্বার্থপর

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম। হ্যাঁ বন্ধুরা আজ আমার জেনারেল রাইটিং এর বিষয় হলো সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য্য।

man-7483524_1280.jpg

source

আজকাল অনেকেই মনে করে, "আপন পর সবাই স্বার্থপর।" এই ধারণা আসলে মানুষের সম্পর্কের জটিলতা এবং ব্যক্তিগত প্রত্যাশার ওপর নির্ভর করে। যখন কেউ নিজেকে একা অনুভব করেন, বা যখন তারা মনে করেন, অন্যরা শুধুমাত্র নিজের স্বার্থেই কাজ করছে, তখন এমন একটি অনুভূতি জন্ম নেয়। তবে, এই ধারণা কি সত্যি? আসলেই কি সবাই স্বার্থপর? নাকি আমাদের নিজের ধারণা বা অভিজ্ঞতার কারণে আমরা এমনটা ভাবি আমাদের সমাজে অনেকেই নিজেদের আরামদায়ক জীবনের জন্য কঠোর পরিশ্রম করে। এর ফলে, কিছু কিছু মানুষ অন্যদের প্রতি সহানুভূতি বা সাহায্য প্রদানের ক্ষেত্রে অবহেলা করতে পারে। এটি এক ধরনের "স্বার্থপরতা" হিসেবে মনে হতে পারে। বিশেষত, যদি কোন ব্যক্তি নিজেকে বা তার পরিবারকে সবার আগে প্রাধান্য দেয়, তাহলে অন্যদের প্রতি যত্ন বা সহানুভূতির অভাব দেখা দিতে পারে। এই পরিস্থিতি অনেক সময় সমাজের অন্যান্য সদস্যদের কাছে অবহেলার মতো মনে হয়। যা তাদের মনে স্বার্থপরতার অনুভূতি তৈরি করে।

স্বার্থপরতা ভিন্নভাবে দেখা হতে পারে। অনেক সময়, আমরা নিজের আবেগ বা পরিস্থিতির কারণে অন্যদের ভালো আচরণ বা সহানুভূতি দেখতে পাই না। এমনকি, কিছু মানুষ তাদের স্বার্থের জন্য অন্যদের সাহায্য করার চেষ্টা করে, কিন্তু সেই সাহায্য বা আচরণ আমাদের পক্ষে স্বার্থপর মনে হতে পারে, কারণ আমরা তাদের উদ্দেশ্য বা প্রতিকার মূল্যায়ন করি না। কিছু মানুষ শুধুমাত্র নিজের ভালোর জন্য কাজ করে। তাদের কাছে, তাদের নিজস্ব সুখ বা সাফল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে, এটা যে স্বার্থপরতা, এমন নয়। এটি তাদের জীবনধারা এবং মূল্যবোধের অংশ হতে পারে। অনেক সময়, তাদের এমন কর্মকাণ্ড বা মানসিকতা অন্যদের কাছে অসন্তোষের সৃষ্টি করে।

আমরা যখন নিজেদের কিছু সমস্যার মধ্যে পড়ে যাই, তখন অন্যদের সহায়তা থেকে বন্ঞিত হই। এটি এক ধরনের মানসিক স্বার্থপরতা হতে পারে, যেখানে আমরা নিজের সমস্যা বা দুঃখের প্রতি এতটাই মনোযোগী থাকি, যে আমরা বাইরের দুনিয়ার মানুষদের সাহায্য বা সহানুভূতি বুঝতে পারি না। এই ধরনের মানসিকতা আমাদের সমাজে সম্পর্কের অবনতি ঘটাতে পারে, এবং আমরা ভুলভাবে মনে করি, সবাই স্বার্থপর।

সব মানুষ কি আসলেই স্বার্থপর? কিছু মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকে। তারা নিজেদের স্বার্থ ত্যাগ করে অন্যদের উপকার করার চেষ্টা করেন। অনেক সময় আমরা আমাদের প্রতিবেশী, বন্ধু বা আত্মীয়দের কাছে সাহায্য বা সহানুভূতির আশা করি, কিন্তু আমরা তাদের এই আচরণগুলোকে সহজভাবে গ্রহন করতে পারি না, হয়তো তারা তাদের জীবনযাত্রার মধ্যে এতটাই ব্যস্ত যে আমাদের প্রত্যাশাগুলোর দিকে মনোযোগ দিতে পারেন না।যদি আমরা নিজেদেরকে অন্যদের জায়গায় রেখে ভাবতে শিখি, তাহলে আমরা হয়তো বুঝতে পারব, প্রত্যেক মানুষের স্বার্থপরতা বা সহানুভূতি একে অপরের থেকে আলাদা। এর মাধ্যমে আমরা আরও বেশি সহানুভূতিশীল হতে পারি এবং এই পৃথিবীকে আরও সুন্দর করতে পারি।

প্রত্যেক মানুষের মাঝে স্বার্থপরতার কিছু না কিছু উপাদান থাকে, কিন্তু এর মানে এই নয় যে সবাই কেবল স্বার্থপর। কিছু মানুষ সত্যিই অপরের জন্য কিছু করতে চায়, কিন্তু আমরা যদি নিজেদের অভিজ্ঞতা বা দৃষ্টিভঙ্গির মাধ্যমে অন্যদের বিচার করি, তাহলে আমরা ভুলভাবে তাদের সম্পর্কে ধারণা তৈরি করতে পারি। তাই, আসল কথা হলো, আমাদের নিজেদের চিন্তাধারা এবং মনোভাবের ওপর কাজ করতে হবে।

আশা করি প্রতিদিনের মত করে আজও আপনাদের কাছে আমার আজকের পোস্টটি বেশ ভালো লেগেছে। আপনাদের মন্তব্যের আসায় রইলাম।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png