লাইফ স্টাইল :- নতুন এয়ার কন্ডিশনার লাগানোর অনুভূতি।।
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি পোস্ট নিয়ে। আজকের এই পোস্টটি সাজিয়েছিলাম একটি লাইভ স্টাইল দিয়ে। আসলে গত ২২শে ফেব্রুয়ারি ফাইনালি এয়ারকন্ডিশনারটি কুরিয়ার সার্ভিসে পার্সেল করে দেই ঢাকা থেকে সিরাজগঞ্জ এর উদ্দেশ্যে। এবং ২৪ তারিখে আমার মোবাইলে মেসেজ চলে আসে আমার পার্সেলটি সিরাজগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে গিয়েছে। তো আমি আমার মেসেজটি ফরওয়ার্ড করে দেই আমার ছেলের কাছে। আমি যেহেতু ঢাকাতেই আছি সেই জন্য আমার ছেলেই এয়ারকন্ডিশনারটি উঠিয়ে বাসায় নিয়ে যায়। আমি যদিও এয়ারকন্ডিশনার সাথে অনেকটাই সম্পৃক্ত ছিলাম কিন্তু আমার ফ্যামিলি অতটা সম্পৃক্ততা ছিল না। যার ফলে সবাই একটু বেশি আনন্দিত হয়েছিল। এবং সবাই আমার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে আমি কবে ছুটিতে বাসায় যাবো।
অবশেষে ২৭শে ফেব্রুয়ারিতে তিনদিনের ছুটি নিয়ে সকাল ছয়টায় সিরাজগঞ্জের বাস ধরে নিজ বাসার উদ্দেশ্যে রওনা করি। এবং আমার সিরাজগঞ্জে পৌঁছাতে সকাল দশটা বেজে গিয়েছিল। যার ফলে বাসায় ঢোকার আগেই আমি হায়ার শোরুম থেকে তিনজন টেকনিশিয়ানকে সাথে নিয়ে যাই। কিন্তু বাসায় ঢুকেই দেখি কারেন্ট নেই কারণ রাস্তার পাশের গাছ কাটা হচ্ছিল। তারপরে আমি শুনতে পেলাম বিকাল ৪:০০ টায় কারেন্ট চলে আসবে। যেহেতু কারেন্ট নেই সেহেতু টেকনিশিয়ানদের বললাম এয়ারকন্ডিশনারটি লাগাতে কি কি লাগবে। এবং কোথায় লাগালে সবচাইতে ভালো হবে। টেকনিশিয়ানরা সবকিছু বলে চলে গেল এবং কারেন্ট আসলে ফোন দিতে বললো। যথারীতি তাদের কথা মতো সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে অপেক্ষা করতে থাকলাম এবং বিকাল চারটায় কারেন্ট চলে আসলো। সাথে সাথে ফোন করলাম এবং ১০ মিনিটের মাথায় তারা চলে আসলো। যেহেতু টেকনিশিয়ান তিনজন ছিল সেহেতু তারা ঝটপট করে এয়ারকন্ডিশনার টি লাগানোর কাজ শুরু করলো।
টেকনিশিয়ানরা খুবই দ্রুততার সহিত ১ ঘন্টা সময়ের মাঝেই ইনডোর এবং আউটডোর দুটোই লাগিয়ে নিল। যেহেতু এই রুমটাতে আগে থেকেই এয়ারকন্ডিশনার লাগানোর জন্য কোন ইলেকট্রিক লাইন ছিল না। কাজেই নতুন করে ইলেকট্রিক লাইন টানানোর জন্য টেকনিশিয়ানদের ফাইনালি চেকের জন্য ৩০ মিনিট অপেক্ষা করতে হলো। আর এই ৩০ মিনিটের মধ্যেই ইলেকট্রিশিয়ান যথাস্থানে ইলেকট্রিক লাইনটি লাগিয়ে দিল। এক কথায় টেকনিশিয়ান এবং ইলেকট্রিশিয়ান ছিল খুবই পারদর্শী। যার ফলে যার যার কাজ খুব দ্রুততার সহিত তারা করতে পেরেছিল।
অবশেষে সমস্ত কাজ শেষে এয়ারকন্ডিশনারটি অন করে সমস্ত কিছু চেক করে টেকনিশিয়ানরা দেখল সবকিছুই ঠিক আছে। যদিও এয়ার কন্ডিশনার এর রিমোটের সমস্ত প্রোগ্রাম জানা ছিল তারপরেও টেকনিশিয়ানরা সমস্ত কিছু বলে দিল। দোকানের ক্যাশ মেমো এবং গ্যারান্টি কার্ডটি ভালোভাবে সংরক্ষণ করে রাখতে বললো।কারণ দীর্ঘ ১২ বছর কম্প্রেসার এর সুবিধাটি নেওয়ার জন্য । এবার সমস্ত কিছু বুঝে নেওয়ার পর টেকনিশিয়ান এবং ইলেকট্রিশিয়ান এর বিল পরিশোধ করে দিলাম। সবাই চলে যাওয়ার পর শুরু হল এয়ারকন্ডিশনার এর ঠান্ডার অনুভূতি পরিবারের সবাই মিলে গ্রহণ করার। আমার সবচাইতে বেশি ভালো লেগেছিল আমরা পরিবারের সবাই যখন এয়ারকন্ডিশনার নিয়ে কথা বলছিলাম। তখন আমার ছোট ছেলে যদিও কথা বলতে পারে না কিন্তু সে আঙ্গুল দিয়ে বারবার দেখাচ্ছিল এবং বলছিল কি কি। এবং যতক্ষণ পর্যন্ত এটা সম্পর্কে না বলেছি ততক্ষণ পর্যন্ত সে কি কি বলেছিল। আমার ছোট ছেলের এয়ারকন্ডিশনার সম্পর্কে জানার আগ্রহ দেখে আমার খুবই ভালো লেগেছিল। সবকিছু মিলে অনেক সুন্দর একটি অনুভূতি তখন পার করছিলাম। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবার যে কোন একটি নতুন পোস্ট নিয়ে দেখা হবে আপনাদের সবার সাথে।সে পর্য্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।










https://x.com/mahfuzur888/status/1896610044072141021?t=MvSm9vr613uqIQzWFOygWA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
নতুন কোন কিছুর প্রতি সবারই ভীষণ আগ্রহ কাজ করে।তাইতো আপনার ছোট ছেলের আগ্রহ একটু বেশীই ছিল ছোট মানুষ বলে।আপনি নতুন এয়ার কন্ডিশনার লাগানোর অনুভূতি আজ শেয়ার করেছেন। আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো। অনেক ধন্যবাদ জানাই সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
হায়ার কোম্পানির এয়ার কন্ডিশন সবসময় খুব ভালো। তাই আপনি এই গরমের আগে একেবারে সঠিক সময়ে এয়ারকন্ডিশনার মেশিন লাগিয়ে ফেলেছেন। এই গরমে জমিয়ে আরাম করে ঠান্ডা হাওয়া খান ভাই। তবে একবার এসির হাওয়ায় অভ্যস্ত হয়ে গেলে অন্যান্য জায়গায় বড় কষ্ট হয়। যেমন আমার এখন অভ্যাস হয়ে গেছে বলে রোদে বেরোতে খুব কষ্ট হয়। তাই মাঝে মাঝে এসি থেকে বেরিয়ে একটু রোদেও হাঁটাহাঁটি করবেন।
গরম শুরু হওয়ার আগে এসি কিনে খুব ভালো করেছেন ভাই। হায়ার ব্র্যান্ডের এসি বেশ ভালো। আমি ৩ বছর আগে হায়ার ব্র্যান্ডের ইনভার্টার এসি কিনতে চেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে ওয়াল্টন কিনেছিলাম। যাইহোক আপনার বাসায় এসি ঠিকঠাক মতো ইন্সটল করা হয়েছে, এটা দেখে ভীষণ ভালো লাগলো। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।