DIY-(এসো নিজে করি)// রঙিন আর্ট পেপার এবং ক্লে দিয়ে সুন্দর একটি ফুলদানি তৈরি ।।
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটি হচ্ছে একটি ডাই পোস্ট। যা তৈরি করেছিলাম রঙিন আর্ট পেপার এবং সুপার ক্লে দিয়ে। আসলে ক্লে দিয়ে কাজ করতে করতে অনেক সময় দেখা যায় সামান্য একটু ক্লে অবশিষ্ট রয়েছে। আর সেই অবশিষ্ট ক্লে দিয়ে ক্লে টুলস এর সাহায্যে কেটে সুন্দর সুন্দর কিছু ফুল তৈরি করে রেখেছিলাম। এবার রঙিন আর্ট পেপার দিয়ে সুন্দর একটি ফুলদানি তৈরি করতে চেয়েছিলাম এবং ফুলদানি তৈরি করার পর দেখি কি যেন একটা অভাব রয়েছে। আর সেই অভাবটা পূরণ করতে গিয়েই আমার মনে পড়ে যায় সেই ক্লে দিয়ে তৈরি সুন্দর ফুলগুলোর কথা। তাই সাথে সাথে ফুলদানির মাঝখানে একটি হাতল লাগিয়ে দেই এবং গ্লু গানের সাহায্যে ফুলগুলো ফুলদানির সাথে লাগিয়ে দেই। ক্লে দিয়ে তৈরি ফুলগুলো লাগানোর পরে ফুলদানিটা তখন অনেকটাই ভালো লেগেছিল। এবং সবশেষে রাত্রিবেলায় আরো একটু সৌন্দর্য্য বৃদ্ধির জন্য আমার কাছে থাকা এলইডি লাইট টি পেঁচিয়ে দেই। এবং এই এলইডি লাইট লাগানোর পরে ফুলদানি টা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি আশা করি এই ফুলদানি টা দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক রঙিন আর্ট পেপার এবং ক্লে দিয়ে কিভাবে আমি সুন্দর এই ফুলদানিটি তৈরি করেছিলাম।
রঙিন আর্ট পেপার এবং সুপার ক্লে দিয়ে সুন্দর একটি ফুলদানি কিভাবে তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
১। রঙিন আর্ট পেপার ।
২। কেচিঁ ।
৩। স্কেল ।
৪। গ্লু গান ।
৫।এলইডি লাইট ।
প্রথমে আমি ২০ সেন্টিমিটার বাই ৫০ সেন্টিমিটার আর্ট পেপার কেটে নিলাম। তারপর নিচের দিক থেকে ৮ সেন্টিমিটার বাদ দিয়ে লম্বালম্বি একটি দাগ কেটে নিলাম।এবার ওই দাগ বরাবর এক পয়েন্ট পাঁচ সেন্টিমিটার পরপর ফুলস্টপ দিয়ে নিলাম। একই মাপে উপরের দিকে ফুলস্টপ দিয়ে নিলাম। এবং ওই দাগ বরাবর কেচিঁর সাহায্যে কেটে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার একটি কলমের সাহায্যে আর্ট পেপারের ছোট ছোট খণ্ডগুলোকে বাঁকিয়ে নিলাম। এবং লম্বা আর্ট পেপারটিকে ২৬ সেন্টিমিটার পরে কেচিঁ দিয়ে কেটে নিলাম। পরে ২৪ সেন্টিমিটার আর্ট পেপারটিকে গোলাকার করে গ্লু গানের সাহায্যে দুই মাথা একসাথে লাগিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে প্রথমেই দুই ভাগে ভাগ করে নিতে পারেন। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার গোলাকার দুটি অংশকে বড় অংশের ভিতরে ছোট অংশ ঢুকিয়ে গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিলাম। এবং তিন সেন্টিমিটার বাই ১২ সেন্টিমিটার আরো এক টুকরো আর্ট পেপার কেটে ফুলদানিটির মাঝখানে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
এবার ছোট এক প্যাকেট সুপার ক্লে বের করে প্রথমে গোল করে নিলাম। এবং পরে কাচেঁর সাহায্যে চাপ দিয়ে রুটি আকৃতি করে নিলাম। তারপর ছোট ক্লে সাজ কাটার দিয়ে কেটে ফুলের আকৃতি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
এবার তিন ধরনের ক্লে কাটার এর সাহায্যে কেটে নেওয়া তিনটি পাপরি একটির সাথে আরেকটি জোড়া লাগিয়ে দিলাম। এবং এভাবে বেশ কিছু ফুল তৈরি করে নিলাম যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।
সর্বশেষ ধাপে এসে আর্ট পেপার দিয়ে তৈরি করা ফুলদানির উপরে, সুপার ক্লে দ্বারা তৈরি ফুলগুলো গ্লু গানের সাহায্যে সুন্দর করে বসিয়ে দিলাম। আর এরঐ মাধ্যমে রঙিন আর্ট পেপার এবং সুপার ক্লে দিয়ে সুন্দর এই ফুলদানিটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছালাম।
অবশেষে আর্ট পেপার এবং সুপার ক্লে দিয়ে সুন্দর এই ফুলদানিটি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই ফুলদানি সম্পূর্ণ তৈরি করার পরে সন্ধ্যার দিকে আমার কাছে থাকা এলইডি লাইট এর তার দিয়ে সুন্দর পেচিঁয়ে দিয়ে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। যার জন্য দেখতে আরো সুন্দর লাগছিল। আমি আশা করি এই ফুলদানিটি দেখার পরে আপনাদেরও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটি নতুন পোস্ট নিয়ে দেখা হবে আপনাদের সবার সাথে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ডাই পোস্ট । |
মডেল | এম ৬২ |
ক্যাপচার | @mahfuzur888 |
অবস্থান | রাজশাহী- বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
রঙিন আর্ট পেপার এবং ক্লে দিয়ে সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন ভাইয়া।বরাবরই আপনি চমৎকার সুন্দর করে ফুল বানিয়ে থাকেন। অনেক ভালো লাগে আপনার বানানো ফুল।ধাপে ধাপে ফুল তৈরি পদ্ধতি দক্ষিতার সাথে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ফুলদানি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আমার সম্পূর্ণ্য পোস্টটা দেখে অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
https://x.com/mahfuzur888/status/1853141549024215248?t=8-coToQ8KtUIfy_7jOkAsQ&s=19
রঙিন কাগজ দিয়ে ফুলদানি তৈরি করার পর কিসের যেন অভাব মনে হয়েছিল। সেজন্য আপনি ক্লে ব্যবহার করেছেন। আসলে ক্লেটি ব্যবহার করার কারণে ফুলদানিটি দেখতে আরো বেশি চমৎকার লাগছে। ধন্যবাদ ভাইয়া ফুলদানিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার সম্পূর্ণ্য পোস্টটি পড়ে অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
অও,অসাধারণ একটি ফুলদানি তৈরি করেছেন ভাইয়া।আসলে কাটার দিয়ে ক্লে কেটে নেওয়াতে হয়তো আপনার ফুলগুলি একই সাইজের ও কম সময়ে হয়ে গেছে।রং-বেরঙের ফুল দেখে খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
জি আপু ক্লে কাটার দিয়ে কাটার জন্য ফুলের সেপগুলো প্রায় একই সাইজের হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
এক কথায় চমৎকার হয়েছে আপনার তৈরি করা এই ফুলদানি। অনেক সুন্দর ভাবে আপনি রঙিন কাগজ আর ক্লে দিয়ে এই ফুলদানি টা তৈরি করেছেন। ফুলদানির সৌন্দর্য দেখে জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আমি। ভিন্ন ভিন্ন কালারের ফুল হওয়ার কারণে দেখতে একটু বেশি সুন্দর লাগছিল। আপনার এই দক্ষতা মূলক কাজের প্রশংসা যত করবো ততই কম হবে।
জি আপু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি ফুলদানিটা সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমার জন্য দোয়া করবেন আপু আমি যেন আরো ভালো ভালো কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
দারুন দারুন দারুন। আজ আপনি আমাদের মাঝে এই সুপার ক্লে দিয়ে দারুন একটা জিনিস তৈরি করে দেখালেন। এত সুন্দর জিনিসগুলো যদি আমাদের ঘরে প্রতিনিয়ত সাজাতে থাকি তাহলে বাইরে থেকে কোন কিছু আর কেনার প্রয়োজন হয় না।
আমার সম্পূর্ণ্য পোস্টটা দেখে অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।
রঙিন কাগজ দিয়ে দারুন একটি ফুলদানি তৈরি করলেন ভাই। আপনি হাতের কাজ এত সুন্দর করেন যে তুলনা নেই। এটিও অসাধারণ হলো। এগুলো তৈরি করতে প্রচুর পরিশ্রম করতে হয়। আপনি যে এত পরিশ্রম করে এত সুন্দর সুন্দর হস্তশিল্পের জিনিস তৈরি করেন তাদেরকে খুব ভালো লাগে।। আপনার জন্য অনেক শুভকামনা।
জি দাদা আমি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি ভালো ভালো কিছু কিছু ডাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার জন্য দোয়া করবেন দাদা আমি যেন আরো ভালো ভালো কিছু ডাই আপনাদের মাঝে এভাবে শেয়ার করতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলদানি বানিয়েছেন। আপনার এই ফুলদানি আমার কাছে অনেক ভালো লেগেছে। উপরে বিভিন্ন কালারের ছোট ছোট ফুল দেওয়াতে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। এই ধরনের ডাই তৈরি করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার হাতে তৈরি রঙিন আর্ট পেপার এবং ক্লে দিয়ে তৈরি ফুলদানিটা আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফুলদানি তৈরি করার সার্থকতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
কালার পেপার এবং ক্লে দিয়ে খুব সুন্দর একটা ফুলদানি তৈরি করেছেন। ক্লে দিয়ে ছোট ছোট ফুলগুলো তৈরি করে দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগছে দেখতে। বেশ আকর্ষণীয় ছিল আপনার আজকের এই ডাই প্রজেক্ট। ধন্যবাদ আপনাকে।
জি আপু আপনি একদম ঠিক বলেছেন ক্লে দ্বারা তৈরি ছোট ফুলগুলো গ্লু গান দিয়ে লাগানোর পরে ফুলদানিটা অনেক সুন্দর দেখাচ্ছিল। যাইহোক আপু অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।