কবিতা আবৃত্তি:- লিচু চোর।
আমি @mahmuda002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি কবিতা আবৃত্তি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
লিচু চোর।
বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস্ করলে তাড়া,
বলি থাম্ একটু দাঁড়া।
পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গ্যে যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,
ও বাবা, মড়াৎ করে
পড়েছি সড়াৎ জোরে!
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিল খুব কিল ও ঘুসি
একদম জোরসে ঠুসি!
আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাগিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
আরে ধ্যাৎ শেয়াল কোথা?
ভোলাটা দাঁড়িয়ে হোথা!
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!
'বাবা গো মা গো' বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গ্যে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!
যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সে কি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটনিগুলা!
কি বলিস্? ফের হপ্তা!
তৌবা-নাক খপতা।
✳️কবিতার কিছু তথ্য✳️
কবিতা :- লিচু চোর।
লেখক :- কাজী নজরুল ইসলাম।
আবৃত্তি :- @mahmuda002
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
👩🦰আমার নিজের পরিচয়👩🦰
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
বর্তমান সময়ের সকলেই প্রচণ্ড রকম গরম থাকার কারণে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে। আপনার ছেলে অসুস্থ যেন খুবই খারাপ লাগলো যাইহোক মুনমুন মুখার্জি আমারও অনেক বেশি পছন্দের একজন আবৃত্তিকার। তার আবৃতি আমি মাঝে মাঝে শুনি আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে খুবই পছন্দের একটা কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার ছেলে অসুস্থ জেনে বেশ খারাপ লাগলো। আপনার ছেলের সুস্থতা কামনা করছি। কাজী নজরুল ইসলামের খুব সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছেন আপু। খুবই ভালো লেগেছে আপনার আজকের কবিতা আবৃত্তি শুনে। আর কবিতাটাও ভীষণ সুন্দর। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।
এই কবিতাটি আমার খুবই পছন্দের। ছোটবেলা এই কবিতাটি আবৃত্তি করে অনেক পরুস্কার পেয়েছি। আপনার আবৃত্তি ও বেশ হয়েছে। শুভকামনা আপনার জন্য 🌹🌹
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।