একগুচ্ছ অনু কবিতা- হৃদয়ের কিছু কথা || Original Poetry by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

অনু কবিতা কি বা কাকে বলে হয়তো আগে জানতাম না। বুঝতাম না কি করে লেখবো মনের ভিতর লুকিয়ে থাকা কবিতার লাইনগুলো।কিন্তু প্রিয় এই কমিউনিটিতে কাজ করে জানতে পারলাম যে অনু কবিতা কি। মাঝে মাঝে নিজের মনের গভীর হতেই ভেসে আসে অনেক সুন্দর কিছু ছন্দ কথা। আর সেই ছন্দ কথা গুলোকে নিজের মত করে গুছিয়ে লেখা গুলোই হয়তো অনু কবিতা। আর আজ তাই বিভিন্ন সয়য়ে নিজের মনের মাঝে লুকিয়ে রাখা কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করতে ইচ্ছে হলো। দেখুন তো কেমন হলো আমার অনু কবিতা গুলো।

White and Green Simple  Professional Business Project Presentation (8).png

মাঝে মাঝে হৃদয় মাঝে জমে থাকে হাজারও কথা আর আবেগ। যা হয়তো বা কোথাও প্রকাশ করা যায় না। কখন যে সে কথাগুলো বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে সেটা বোঝার উপায়ও কারও নেই। কারন সেই কথা গুলো থাকে একান্ত নিজের। থাকে নিস্তব্দ। আর এমন হাজারও কথা গুলোই মাঝে মাঝে কবিতা বা অনু কবিতা হয়ে ঝড়ে পড়ে কোন সাদা কাগজের পাতায়। তাই আজ আমি মনের তেমনি কিছু কথা নিয়ে আমার অনু কবিতাগুলো শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

একগুচ্ছ অনু কবিতা
হৃদয়ের কিছু কথা

লেখা- মাকসুদা কাউসার

(১)

ভোরের শিশির মাখবো পায়ে,
রাঙাবো দুটো পা,
শিশির মাখা শীতল হাওয়ায়,
জুড়াবে আমার গাঁ ।।

শিশির মাখা শিউলী নিয়ে,
গাঁথবো প্রেমের মালা,
সেই মালাতে গাথঁবো স্মৃতি,
ভালোবাসার চাদরে মাখা।।

(২)

আসলো নাতো কেউ জীবনে,
সময় গেল প্রেম বিহনে,
প্রেমের মিষ্টি সুবাস পেতে,
হৃদয় মাঝে কোকিল ডাকে।।

প্রেমের সুবাস পেতাম যেদিন,
হতাম আমি রানী সেদিন,
উড়ে উড়ে যেতাম তখন,
মেলে দিতাম হৃদয়ের পেখম।।

(৩)

তোমার স্পর্শে ওগো ধন্য আমি,
তোমায় নিয়ে তাই স্বপ্ন যে বুনি,
হারালে কভু তোমায় এই ধরাতে,
আমিও বাঁচব না তোমায় ছেড়ে।।

স্বয়নে স্বপনে আকিঁ শুধু তোমারি ছবি,
ভালোবাসায় বেধ মরে দিও না ফাঁকি,
হৃদয়ের পানে যখন দেখি বারবার,
তোমারই ভালোবাসায় সে যে একাকার।।

(৪)

ভালোবাসার আবেগে আজ
আমি কপোকাত
হৃদয়ের রক্ত দিয়ে
গড়েছি যে প্রাসাদ ।।

তোমার ভালোবাসা পেতে চায় মন
হৃদয় মাঝে বহে প্রেমের পবন
মনের রঙে আজ রাঙিয়ে হৃদয়
তোমার অপেক্ষায় গনি যে প্রহর ।।

(৫)

দেখবো তোমায় দু চোখ মিলে
হৃদয় দিয়ে রাখবো বেধেঁ
মনের শত আবেগ দিয়ে
ভালোবাসবো উজার করে ।।

নীল আকাশের মেঘের মাঝে
খুঁজবো তোমায় চোখটি মেলে
দেবো নাকো যেতে কোথাও
মনের মাঝে রাখবো বেধেঁ ।।

image.png

শেষ কথা

জানিনা কেমন লাগলো আমার আজকের অনু কবিতা গুলো আপনাদের সবার কাছে। যদি আজকের অনু কবিতা গুলো আপনাদের মনটাকে এতটুকু ছুঁয়ে দিতে পারে তাহলেই কিন্তু আমি স্বার্থক। আপনাদের মতামত জানার অপেক্ষায় থেকে শেষ করছি।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনবাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 10 months ago 

আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর টপিক নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ।

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 
 10 months ago 

আপনি কিন্তু অনেক সুন্দর অনু কবিতা লিখতে পারেন। আপনার লেখা অনু কবিতা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে পড়ে। খুবই সুন্দর ছিল আপনার প্রতিটা অনু কবিতা লেখার টপিক। এরকম সুন্দর অনু কবিতা গুলো আশা করি সবসময় শেয়ার করবেন।

 10 months ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

আপু আপনার অনু কবিতাগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকগুলো অনু কবিতা শেয়ার করেছেন করে মুগ্ধ হয়ে গেলাম। হৃদয়ের কথা দিয়ে এভাবে অনু কবিতা লিখলে পড়তে দারুন লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 10 months ago 

ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

মন ছুয়ে যাওয়ার মত সুন্দর একটি কবিতা।কবিতা পড়তে আমার ছোটবেলা থেকেই বেশ ভালো লাগে। আপনার এই পোষ্টির মাধ্যমে আজকে আরো একটি সুন্দর কবিতা পড়ার সৌভাগ্য হয়ে গেল। ধন্যবাদ।।

 10 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার এক একটা অনু কবিতা অসাধারণ হয়েছে। আসলে অনু কবিতার মাঝে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। এবং হৃদয়ের কথা দিয়ে সুন্দর কিছু অনু কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন আপু। কবিতার লাইনে আপনার অনুভূতি গুলো ফুটিয়ে তুলেছেন। বেশ ভালো লাগলো লাইনগুলো পড়ে। চমৎকার লিখেছেন আপনি। ধন্যবাদ আপু এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কিছু কবিতা লিখে শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।