লাইফ স্টাইল পোস্ট - মন খারাপের ঈদ উদযাপনের অনুভূতি || Written by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ব্লগ। আশা করি সকলের পরিবার পরিজন নিয়ে বেশ আনন্দে ঈদ উদযাপন করবেন। সত্যি বলতে ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায় ভালবাসতে শেখায়। ত্যাগের মহিমা শেখায়। আর এই ত্যাগের মহিমা নিয়ে চলে আসলে আবার নতুন পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের খুশিতে আরো একটু লোভনীয় করতে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমার পোস্টটি নিয়ে। আশা করি বড় করার মতো আজকের পোষ্টটি আপনাদের মাঝে অনেক সুন্দর লাগবে।

Banner credit @ Hafizullah vai
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় বেশ আনন্দ আর উদ্দীপনা নিয়ে ঈদের খুশিতে মেতে উঠে। ঈদের এই খুশির দিনে থাকে না কোন ভেদাভেদ অভিমান রাগ। প্রতিটি মানুষ প্রাণ খুলে প্রিয়জনের সাথে তাদের সময়টুকু উপভোগ করতে উদ্দীপ হয়ে ওঠে। প্রানের প্রানের ছুটে চলে ঈদ উদযাপন করতে নিজের শিকড়ের টানে। হয়তো এতোটুকু পথ চলতে সবাই অনেক কষ্ট হয়। তবুও ঈদ বলতে কথা। প্রিজনের সাথে যে ঈদের আনন্দ টুকু ভাগাভাগি করতেই হবে।
আর আজ আমি আর দশ জন মানুষের মত বেশ কষ্ট করে নিজের কিছু প্রিয়জন ছেড়ে চলে আসলাম আরো কিছু প্রিজনের সাথে ঈদ উদযাপন করতে। ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য আজ বেশিদিন যাবত ব্যস্ততায় দিন যাচ্ছিল। শপিং করা থেকে শুরু করে নানাবিদা আয়োজনের কাজ ছিল সময় গুলো । সেই ব্যস্ততা কিন্তু ছাড় পাইনি আজ চাঁদরাতে । কথা ছিল বেলার তিনটায় রওনা দিব ঢাকার থেকে। কিন্তু ওই যে কপাল বলে কথা। হঠাৎ ফোন আসলো এক আত্মীয় অসুস্থ। দূরে চলে গেলাম সেই আত্মীয়কে দেখতে হাসপাতালে। অবশেষে বাসায় ফিরে ইফতার করে সন্ধ্যা ৭ টায় রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে।
রাস্তায় নেমে দেখি বেশ সুসজ্জিত করা হয়েছে চারদিকের পরিবেশ কি। লাইট দিয়ে সাজানো হয়েছে ঈদের আনন্দকে আরও বেশি আনন্দিত করার জন্য। বেশ ভালো অনুভব করছিলাম। কিন্তু রাস্তায় এসে দেখি রাস্তা বেশ ফাঁকা। অনেক কষ্ট করে একটা সিএনজি পেলাম। ওমা সিএনজির ভাড়া চায় তিনগুণ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে একটু সিএনজি পেয়ে গেলাম। বাস রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।

আর কিছুক্ষণ পর আজান হবে। তারপরে শুরু হবে ঈদের জামাত। সবাই দল বেঁধে বেঁধে ঈদের জামাতে অংশগ্রহণ করবে। কিন্তু আমার মনটা বেশ খারাপ থাকবে। কিছু প্রিয়জনকে ছেড়ে আসা ঈদ আমার জন্য মোটেই আনন্দের নয়। তবুও আপনারা দোয়া করবেন আমি যেন সবার সাথে ভালো সময় কাটাতে পারি। সকলকে আবারো ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার পোস্টটি শেষ করছি।
পোস্ট বিবরণ
| শ্রেণী | লাইফস্টাইল |
|---|---|
| ক্যামেরা | Vivo y18 |
| পোস্ট তৈরি | @maksudakawsar |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy






উৎসবের দিনগুলোতে সমস্ত প্রিয়জনেদের যদি একসাথে পাওয়া যেত তবেই আনন্দ পূর্ণ হয়। কিন্তু সময় আর পরিস্থিতি সব সময় সাথ দেয় না। কি করা যাবে আপু। একদিক ছেড়ে আপনাকে আরেকদিকে যেতে হয়েছে। এও কেবল মাত্র সময়েরই খেল। যে প্রিয়জনদের সাথে ঈদ কাটাবেন তারাও তো প্রিয়জনই। তাই মনে একটু খারাপ লাগা থাকলেও শেষমেশ আপনার ভালোই কাটবে আশা করছি।
ধন্যবাদ দিদি।