এক গুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ9 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। মানুষের জীবন সব সময় এক রকমের যায় না। এই ভালো তো এই মন্দ। আর ভালো মন্দের জোয়ার ভাটায় জীবনটাই হয়ে পড়ে নিস্তেজ। কিন্তু তাতে কি মানুষে বেচেঁ থাকার জন্য প্রতিদিন যুদ্ধ করে যেতে হয়। আর সেই যুদ্ধে নিজেকে বিজয়ী করতে তাকে যে কত ব্যস্তময় সময় পার করতে হয় সেটা কেবল ভুক্তভোগী মানুষটিই জানে।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। সত্যি বলতে ভালো মন্দ যাই লিখি না কেন, চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। জানিনা কতটুকু আমার লেখা গুলো আপনাদের কে ছুঁয়ে দিতে পারে। আজও আবার চলে আসলাম আপনাদের মাঝে।আজ চেষ্টা করছি আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করতে।

image.png

image.png

অনু কবিতা কি বা কাকে বলে হয়তো আগে জানতাম না। বুঝতাম না কি করে লেখবো মনের ভিতর লুকিয়ে থাকা কবিতার লাইনগুলো।কিন্তু প্রিয় এই কমিউনিটিতে কাজ করে জানতে পারলাম যে অনু কবিতা কি। মাঝে মাঝে নিজের মনের গভীর হতেই ভেসে আসে অনেক সুন্দর কিছু ছন্দ কথা। আর সেই ছন্দ কথা গুলোকে নিজের মত করে গুছিয়ে লেখা গুলোই হয়তো অনু কবিতা। আর আজ তাই বিভিন্ন সয়য়ে নিজের মনের মাঝে লুকিয়ে রাখা কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করতে ইচ্ছে হলো। দেখুন তো কেমন হলো আমার অনু কবিতা গুলো।

image.png

একগুচ্ছ অনু কবিতা

লেখা- মাকসুদা কাউসার

(১)

মিথ্যা তোমার ভালোবাসা,
মিথ্যা তোমার প্রেম,
সেই প্রেমেতে পুড়ে গেল,
আমার এই জীবন।।
স্বার্থ নিয়ে ভাবছো তুমি,
ভাবছো নিজের কথা,
ভালোবাসার মায়াজাল যে,
সেটাও ছিল মিছা।।


(২)

তুমি আছো, তুমি থাকবে মোর ভুবন জুড়ে,
তোমায় রাখিবো প্রিয় ওগো আমি যতন করে,
হারাতে দিবো না কভু দূর আকাশে,
রাখিবো তোমায় আমি হৃদয় মাঝারে।।

থাকিও বন্ধু আমার আপন হয়ে,
স্বার্থের তরে যেন না হয়ে যাও পর,
ভালোবাসি তোমায় ওগো বুঝাবো কি করে,
হৃদয়ের ভাষা যে জন বুঝিতে না পারে।।

(৩)

কোন বাধাই পারবে নাকো
তোমায় নিতে ছিনে
রাখবো আমি প্রিয় তোমায়
হৃদয় মাঝে গেঁথে ।।
তোমার প্রেমে গড়বো আমি
নতুন পৃথিবী
তোমায় নিয়ে থাকবো হেথায়
গড়বো সমাধি।।


(৪)

নেই গো নেই সেই গন্ধে মাখা গোধূলী বেলা,
খেলেছি যখন মনের আনন্দে অবুঝ মোদের মন নিয়ে,
কোথায় পাবো, কোথায় যাবো স্মৃতি মাখা সেই দিনের জন্য?
আসিবে না ফিরে সোনার ফ্রেমে বাঁধানো সেই সময় গুলো।।
মনে কি পড়ে বন্ধু ওগো
কতদিন রাত মোদের যেত কেটে?
গল্প গানে মেতেছিলাম মোরা,
সোনালী সেই যুগের তালে।।


image.png

শেষ কথা

জানিনা কেমন লাগলো আমার আজকের অনু কবিতা গুলো আপনাদের সবার কাছে। যদি আজকের কবিতাটি আপনাদের মনটাকে এতটুকু ছুঁয়ে দিতে পারে তাহলেই কিন্তু আমি স্বার্থক। আপনাদের মতামত জানার অপেক্ষায় থেকে শেষ করছি।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Twitter_Banner_24.webp

Sort:  
 9 days ago 

আপনি খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো আপনার প্রত্যেকটা কবিতা পড়ে। খুব সুন্দর ছন্দ সাজিয়ে কবিতা গুলো লিখেছেন। শেষের কবিতাটা অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত চমৎকার একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

 8 days ago 

আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 9 days ago 

ছোট ছোট অনেক সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতা আমার কাছে খুব ভালো লাগলো। এমন কবিতা আমি অনেক অনেক পছন্দ করি। যেখানে বেশ কিছু অনুভূতি প্রকাশ পায়।

 8 days ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 9 days ago 

এটা ঠিক বলেছেন আপু কবিতার ছন্দ গুলো মন থেকে আসে। আর মনের গভীর থেকে আসে। কবিতার ছন্দগুলো দেখে সত্যিই ভালো লেগেছে। আর কবিতার লাইন গুলো চমৎকার ছিল আপু। অনেক ভালো লাগলো।

 8 days ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 9 days ago 

অনু কবিতাগুলো মানেই খুব সুন্দরভাবে শব্দে শব্দে ছন্দের মিলন।তাই অনু কবিতাগুলো পড়তে এবং লিখতে আমি অনেক পছন্দ করি।আজকে আপনার শেয়ার করা অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো।অনেক সুন্দর ভাবে শব্দের প্রয়োগ করেছেন।

 8 days ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 8 days ago 

আপনার অনু কবিতাগুলো তো অসাধারণ হয়েছে। আপনি সুন্দর সুন্দর মনের ছোট ছোট অনুভূতি দিয়ে সুন্দর অনু কবিতা লিখেছেন। অনু কবিতার মাঝে নিজের মনের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। সত্যি আপনার অনু কবিতার ভাষা অসাধারণ। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 7 days ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 7 days ago 

আপু আপনি কিন্তু আজ অনেক সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি অনু কবিতা আপনি বেশ দারুন করে শেয়ার করেছেন। আপনার প্রতিটি অনু কবিতা বেশ দারুন ছিল। ধন্যবাদ এমন সুন্দর সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 7 days ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।