আজকে বন্ধুদের সাথে কাটানো বিকেল || 10% Shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

☆আসসালামুয়ালাইকুম☆


আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷



আজ বিকেলে বন্ধুদের সাথে ।


↘️
চলুন তাহলে শুরু করা যাক↙️



1633701537055.jpg

Location

  • আজ বিকেলে রাস্তায় বন্ধুরা মিলে একটু ঘুরা ঘুরি করলাম বাইকে করে । বিকালে ৫টার দিকে আমরা বাসা থেকে বের হই।

20211008_202108.jpg

Location

  • বন্ধুরা মিলে পুলের উপর অনেকটা সময় আড্ডা দিলাম । চা টা খেলাম ।

1633701595500.jpg

Location

  • পুলের উপর আমারা বসে ছবি তুলছি । এমন সময় ছোট ভাইটা এসে বললো আমর একটা ছবি নেও । তাই তাকেও ক্যামেরা বন্দি করে ফেললাম।

1633701422817.jpg

Location

  • আমারা যখন পুলের উপর বসে গল্প করছিলাম । আমাদের পুলের পাশে যে টিন দিয়ে ঘিরা অংশটি রয়েছে সেটি একটি শিশু পার্ক আগে জানতাম না সেখানে যাওয়ার পরে জানতে পারলাম যে এখানে একটি নতুন শিশু পার্ক হয়েছে ।এটি সেই শিশু পার্ক এর গেট । হাতে সময় ছিলো না তাই পার্কের ভিতরে ঢুকতে পারিনি। এটি নিলফামারীর পলাশ বাড়ি এলাকায় অবস্থিত।

1633701577738.jpg

Location

  • সব শেষে‌ বাসা ফেরার পথে সুন্দর একটি বড় মসজিদ তৈরির দৃশ্য চোখে পড়লো । যেটির ছবি না তুলে থাকতে পারলাম না। আজ শুক্রবার এর পুরো বিকেলটা আমার খুব ভালো কাটছে বন্ধুদের সাথে ।
ফটোগ্রাফারলোকেশনডিভাইস
@masrafiNilphamariRedmi Note 7pro

আমার বাংলা ব্লগ (কমিউনিটি)

আজ এখানে শেষ করছি । আপনারা সকলে ভালো থাকবেন।

"আল্লাহ হাফেজ"

20210907_111554.png

IMG_20210825_005021.png

"আমি মোঃ মাশরাফি ইসলাম। আমার বাসস্থান নিলফামারী শহরে। আমি একজন ছাত্র ।আমি নিলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ পড়ি,এবার SSC দিবো। আপনারা সকলে আমরা জন্য দোয়া করবেন । আমার নেটওয়ার্ক ও ইলেকট্রনিক জিনিস তৈরিতে আগ্ৰহ বেশি। এসব বিষয়ে ঘাটা ঘাটি করতে আমার খুব ভালো লাগে। সবচেয়ে বড় বিষয় হল অসহায় ও নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগে । আল্লাহ যেন আমাদের সকলকে নিরীহ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে।"

20210907_111654.png

20210616_120145.png

Sort:  
 3 years ago 

বাহ বিকেলের সময় কাটানোর ফাকে জেনে গেলেন নতুন পার্ক সম্পর্কে এটা দারুন ব্যাপার ভাই। অনেক সুন্দর সময় কাটিয়েছেন। দোয়া রইল ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে 🥰

 3 years ago 

নীলফামারী পলাশবাড়ি ইউনিয়নে নতুন শিশু পার্ক হয়েছে আমি নিজেও এটা জানতাম না। আপনার পোস্ট পড়ে আজকে জানতে পারলাম। খুব ভালো লাগলো তাছাড়া আপনার বিকেলটা আজকে খুবই ভালো কেটেছে বন্ধুদের সাথে জেনে খুব ভালো লাগল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য

 3 years ago 

বন্ধুদের সাথে বিকেলের মুহুর্ত কাটানো অনেক ভালো একটা সময় পার করা।অনেক ধন্যবাদ আপনাকে বিষয় টা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে 🥰

 3 years ago 

ভাইয়া পুরো পোস্টটি পড়তে পড়তে আমার এক জায়গায় চোখ আটলে গেলো জাস্ট।
শেষের মসজিদ এর ছবিটা দেখে মনে হচ্ছে এটা বুঝি কোনো পুরনো আমলের বা পুরনো রাজা বাদশাদের প্রাসাদ।খুব বেশি ভালো লেগেছে ছবিটি আমার কাছে।

 3 years ago 

আমার কাছেও মসজিদ টা সেরা লেগেছে । ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য

 3 years ago 

বন্ধুদের সাথে কাটানো বিকেলবেলার মূহুর্তটা সুন্দর ছিল। আর ফটোগ্রাফিগুলোও অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মূহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ও ভাইয়া 🥰❤️

 3 years ago 

আপনার ডাইরি গেম পোস্টটি আসলে অনেক সুন্দর হয়েছে কিন্তু এটা অনেকটা ফটোগ্রাফি পোষ্টের মতো হয়েছে কেননা ফটোকপি গুলো আসলেই অনেক অসাধারণ ছিল শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে 🥰

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনি খুবই সুন্দর ভাবে বন্ধুদের সাথে ভালো সময় উপভোগ করেছেন, আপনার ফটোগ্রাফি গুলো ছিল মধুর, ছোটবেলা থেকেই ভালো বন্ধুর ছোয়া না পেলে জীবনটা অর্থহীন হয়ে যায়, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

মাশরাফি ভাই আপনি কোথায় আছেন অনেকদিন ধরে আপনাকে একটিভ নাই অনেকদিন আপনার পোস্ট পাচ্ছিনা আর কতদিন হয়ে গেল আপনার পোস্ট দেখার জন্য অপেক্ষা করছি আপনি খুব ভালো লিখেন খুব ভালো কাজ করেন প্লিজ আপনি আবার আমাদের প্লাটফর্মে আমাদের সাথে জয়েন করুন এই কামনা করছি।

 3 years ago 

হুম ভাইয়া খুব শীঘ্রই চলে আসবো। আমার পরিক্ষা এর কারণ এ পোস্ট করতে পারছি না ।। এর জন্য আমি সত্যি খুব দুঃখিত ভাইয়া।।😢😢

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68118.27
ETH 3793.84
USDT 1.00
SBD 3.46