||ঘরোয়া পদ্ধতিতে চুলের ঔষধ তৈরি||১০%@shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ28 days ago

আমার বাংলা ব্লগের সকলসদস্যবিন্দু আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম !
আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে।আজ শুক্রবার, এপ্রিল ১৯/২০২৪


হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি । প্রতিদিন আমি আপনাদের সাথে রেসিপি বা ফটোগ্রাফি নিয়ে হাজির হয় ।আজকে আমি আপনাদের সাথে একটু অন্যরকম পোস্ট নিয়ে হাজির হয়েছি ‌। মাথার চুল দ্রুত বাড়ানো যায় এবং সিল্কি ও চুলের গোড়া শক্ত করা যায় সেই ঔষধ কিভাবে তৈরি করতে হয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এক সপ্তাহ পর পর মাথায় এই উপকরণগুলো দিয়ে থাকি। এই উপকরণগুলো দিলে চুল যেমন সিল্কি হয় তেমনি চুলের গোড়াও অনেক মজবুত ও শক্ত হয়ে থাকে। শুধু ত্বকের যত্ন ও ঘরের যত্ন নিলে হবে না মাঝেমধ্যে চুলের ও যত্ন নিতে হয়। সেজন্য আমি উপকরণগুলো গুছিয়ে নিয়ে পাটার সাহায্যে পেটে মাথায় দিয়ে থাকি ।অনেকে এগুলো বিরক্ত মনে করে। বাজার থেকে কিনে বিভিন্ন প্রোডাক্ট মাথায় দেওয়ার চেয়ে বাড়িতে তৈরি করে সেগুলো মাথায় দিলে চুলের জন্য অনেক উপকারী ।তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক কিভাবে আমি চুলে দেওয়া ওষুধ তৈরি করেছি ।

••••রেসিপি তে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণগুলো••••

ক্রমিক নম্বরউপাদানপরিমাণ
মেথিপরিমাণমতো
পেঁয়াজএকটি
জবা ফুলপরিমাণ মতো
মেহেন্দি পাতাপরিমাণমতো
জবা ফুলের পাতাপরিমাণমতো
ধাপ-১

Screenshot_20240419_193643.jpg

প্রথমে আমি পরিমাণ মতো মেহেন্দির পাতা ,পরিমাণ মতো জবা ফুল, পরিমাণ মতো জবা ফুলের পাতা একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি।

ধাপ-২

Screenshot_20240419_193735.jpg

এবার আমি মেথি গুলো পানি দিয়ে অনেকক্ষণ ভিজাতে রেখে দিয়েছি ।মেথি গুলো না ভেজালে বাটতে গেলে অনেক কষ্টকর হয়ে যাবে। সেজন্য আমি আগে থেকে পানির ভেতর মেথি গুলো ভিজিয়ে রেখেছি।

ধাপ-৩

IMG_20240419_090742.jpg

এইতো অনেক সুন্দর ভাবে পাটার সাহায্যে মেথিগুলো বাটা হয়ে গিয়েছে।

ধাপ-৪

Screenshot_20240419_193852.jpg


এবার আমি মেহেন্দির পাতাগুলো পাটার সাহায্যে একটু মেহেনদির পাতার রস বের করে নিব ।ছবিতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন।

ধাপ-৫

IMG_20240419_092757.jpg


এইতো অনেক সুন্দর ভাবে মেহেন্দির পাতার রস বের করা হয়ে গিয়েছে ।রস বের করার সময় আমি একটু পানি দিয়েছি তাহলে পাতাগুলো থেকে খুব সহজেই মেহেন্দির রস বের করা যাবে।

ধাপ-৬

Screenshot_20240419_194147.jpg

এবার আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। যাতে পাটাই বাটার সময় অনেক সুবিধা হয়ে থাকে। এবার আমি পাটার সাহায্যে অনেক সুন্দর ভাবে পেঁয়াজের রস বের করে নিব।

ধাপ-৭

Screenshot_20240419_194039.jpg

এবার আমি জবা ফুলগুলো পাটার ওপর নিয়ে নিয়েছি বাটবো বলে।

ধাপ-৮

Screenshot_20240419_193927.jpg

এইতো অনেক সুন্দর ভাবে জবা ফুলগুলো পাটার সাহায্যে বাটা হয়ে গিয়েছে।

ধাপ-৯

IMG_20240419_094743.jpg

এবার আমি পেঁয়াজ বাটা জবা ফুল বাটা এবং জবা ফুলের পাতা বাটা মেথি বাটা মেহেন্দি পাতার রসের ভেতর দিয়ে দিব।

ধাপ-১০

Screenshot_20240419_193814.jpg

এবার আমি কাঠির সাহায্যে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিব। অনেক সুন্দর ভাবে চুলের ওষুধ তৈরি করা হয়ে গিয়েছে এবার আপনারা এই ওষুধটি তুলে ব্যবহার করতে পারবেন।

🌹 ধন্যবাদ সবাইকে🌹

আশা করি আমার ঘরোয়া পদ্ধতিতে চুলের ঔষধ তৈরি আপনাদের ভালো লাগবে । আজকে এই পর্যন্ত শেষ করছি অন্য দিন নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।

ফটোগ্রাফার@mdemaislam00
ফটোগ্রাফি ডিভাইসvivo12a
Sort:  
 28 days ago 

খুবই চমৎকার একটি পোস্ট আপনি শেয়ার করেছেন। আপনি যে ঘরোয়া পদ্ধতিতে চুলের ওষুধ তৈরি করেছেন সেটা দেখে অনেক কিছু শিখলাম। ওষুধ তৈরি করার প্রতিটা ধাপের বর্ণনা খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। বিশেষ করে মেতি গুলো আগে পানিতে ভিজিয়ে রেখে সেগুলো বেটে নিয়ে পরে পেঁয়াজ ও জবা ফুল দেওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই পোস্টটি আমার অনেক কাজে আসবে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 27 days ago 

চুলের যত্ন আমরা সবাই কমবেশি করে থাকার চেষ্টা করি। একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে আপনি আমাদের মাঝে চলে যত্ন নেওয়ার দেখিয়েছেন। বেশ ভালো লেগেছে আপনার এই কার্যক্রম দেখে।

 24 days ago 

ঘরোয়া পদ্ধতিতে এই চুলের প্যাকগুলো খুবই উপকারী আমাদের চুলের জন্য। আমিও মাঝেমধ্যেই বানিয়ে চুলে এপ্লাই করি খুবই উপকারিতা পাই আপু।আপনার তৈরি করা ঘরোয়া পদ্ধতিতে চুলের ঔষধের প্রক্রিয়া দেখে বেশ ভালো লাগলো আপু।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 66382.93
ETH 3031.14
USDT 1.00
SBD 3.69