মালয়েশিয়ার ফুটপাতের ফলের দোকান।

in Incredible India2 years ago (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব মালয়েশিয়ার ফুটপাতের ফলের দোকান সম্পর্কে এবং বর্তমান ফলের দাম সম্পর্কে।

সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে আমাদের চিন্তাভাবনা । লোভনীয় মার্কেটিং এডভারটাইজ বড় বড় শপিং মল থেকে বেশি অংশ মানুষ জিনিসপত্র ক্রয় করে থাকে। ফুটপাতের বিক্রেতারা অনেকটাই অবহেলিত তবে আমার ব্যক্তিগত মতামত হলো যারা ফুটপাতে ফল বিক্রয় করে তাদের কাছে কিন্তু খারাপ মানের ফল খুব একটা বেশি থাকে না। বড় বড় শপিংমলে যেমন ফ্রিজের ভিতরে ফল রেখে দেয় অনেকদিন পর্যন্ত সেই ফল ভালো থাকে কিন্তু সেটা কি আদৌ ও স্বাস্থ্যসম্মত সেই তুলনায় ফুটপাথে যে ফলের দোকানগুলো দেখতে পাই সেগুলো একেবারেই ন্যাচারাল পরিবেশে থাকে ।

ন্যাচারাল পরিবেশে ফুটপাতের দোকানগুলোতে যে মূল্যে যে কোয়ালিটির ফল পাওয়া যায় একই কোয়ালিটির ফল যদি মার্কেটে কিনতে যাই তার দাম দিগুন দিয়ে কিনতে হয়। কেননা একটি মার্কেটে বিভিন্ন রকম কস্টিং থাকে আর এই কারণেই জিনিসের দাম স্বাভাবিকের তুলনায় সব সময় মার্কেটে বেশি থাকে।

তো বন্ধুরা এখন চলুন দেখে নেওয়া যাক মালয়েশিয়ায় ফলের দাম কেমন?

কলা,

আমি মূলত গত রবিবার কলা কিনতে গিয়েছিলাম এই দোকানে আর তখনই আমি মোটামুটি কয়েকটি ফলের দাম জানতে পেরেছি। প্রথমে আসি মালয়েশিয়াতে এক কেজি পাকা কলার দাম কত? ১ কেজি পাকা কলার দাম মালয়েশিয়ার ৬ রিঙ্গিত যা বাংলাদেশী টাকায় ১৫৬ টাকা। আপনাদের কাছে অনেক বেশি মনে হলেও কিন্তু আমার কাছে এটা একেবারে স্বাভাবিক কেননা আমরা এমন দামে কিনে অভ্যস্ত।

ড্রাগন ফল

ড্রাগন ফল নিয়ে বাংলাদেশ কয়েকদিন আগে অনেক তোড়পাড় চলেছে সোশ্যাল মিডিয়াতে। অনেকেই বলছে এই ড্রাগন ফল খেলে নাকি ক্যান্সারে ঝুঁকি আছে কেননা এই ফল স্বাভাবিক এর চাইতে অনেক বড় করা হচ্ছে এবং ওজন বাড়াতে এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে নাকি। যেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আমি সঠিক জানিনা এবং এ বিষয় নিয়ে আমি বলবো না । তবে মালয়েশিয়াতে যে ড্রাগন ফল গুলো পাওয়া যায় এটা খুব স্বাভাবিক এবং ন্যাচারাল এক পিস ড্রাগন ফলের ওজন তিন থেকে সাড়ে ৩০০ গ্রাম সর্বোচ্চ ৫০০ গ্রাম। ফলগুলো খেতে খুবই স্বাদ আমি মাঝেমধ্যেই কিনে খাই। এখন এক কেজি ড্রাগন ফলের দাম মালয়েশিয়াতে ১০ রিঙ্গিত। যা বাংলাদেশী টাকায় ২৬০ টাকা।

আম,

ড্রাগন ফলের পাশে রাখা রয়েছে আম এই দুইটার মূল্য একই রকম। বাংলাদেশে বারো মাস আম পাওয়া না গেলেও কিন্তু মালয়েশিয়াতে বারো মাস আম পাওয়া যায় এই আমগুলো মূলত থাইল্যান্ড থেকে ইনপুট হয় মালয়েশিয়াতে। এখন আমের দাম একটু বেশি হলেও সামনে রোজার মাস তখন ৩ কেজি আমের মূল্য থাকবে মাত্র ১০ রিঙ্গিত। তবে আপনাকে তিন কেজি একসাথে নিতে হবে যদি আপনি ১ কেজি কিনতে যান তাহলে কিন্তু ৫ রিংগিত দিয়ে কিনতে হবে। এটা তাদের একটি ব্যবসা টেকনিক ।

আনারস,🍍

স্বাস্থ্যসম্মত যদি আপনি ফল খেতে চান তাহলে অবশ্যই আপনাকে আনারস বাছাই করতে হবে কেননা আনারসে কোনরকম কেমিক্যাল ব্যবহার করা হয় না। মালয়েশিয়াতে সব সময় আনারস 🍍 পিচ হিসেবে বিক্রিয় হয় । তাই এখন বাজার মূল্য প্রতি পিস আনারসের দাম মালয়েশিয়ার পাস রিংগিত যা বাংলাদেশী টাকায় ১০৬ টাকা। খুব বড় সাইজের এই আনারস খেতে যেমন স্বাদ তেমনি তার ভিতরে টলটলে রস।

তো বন্ধুরা আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি মালয়েশিয়ার ফলের বাজার সম্পর্কে আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Posted using SteemPro Mobile

Sort:  
Loading...
 2 years ago 

আপনাকে প্রথমেই অনেক বেশি ধন্যবাদ জানাই কারন, আপনার কারনেই আমরা মালয়েশিয়ায় না গিয়েও ওখানকার পরিবেশ সম্পর্কে একটু হলেও ধারনা পাচ্ছি। আপনও আজও আমাদের সাথে মালয়েশিয়ার ফুটপাতের ফলের দোকানের ফটোগ্রাফি ও বিস্তারিত আলোচনা নিয়ে চলে এসেছেন। মালয়েশিয়ায় ১ কেজি ড্রাগন ফলের দাম বাংলাদেশি টাকায় ২৬০ টাকা এটা আগে জানা ছিলো না।।

ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য, আশা করি পরবর্তীতেও এভাবে নতুন নতুন পোস্ট নিয়ে হাজির হবেন।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রিয় ভাই, মালোয়শিয়ায় ফলের দাম শুনে সত্যি একটু অবাকই হলাম। আর সেখানে কেজিতে কলা পাওয়া যায় এটি শুনে আরো বেশি অবাক হলাম। কারণ আমাদের দেশে কলা হালি হিসেবে বিক্রয় করা হয়। মানে চারটি কলার দাম অনুসারে কলার দাম নির্ধারণ করা হয়। বর্তমানে আমদের এখানে এক হালি কলা ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত হয়ে থাকে।

যাইহোক ভাই মালোয়শিয়ার ফলের দামগুলো জেনে অনেক ভালো লাগলো। বলা তো যায়না একদিন কাজেও আসতে পারে। ধন্যবাদ ভাই, শুভকামনা থাকলো।

 2 years ago 

বাংলাদেশ কিছু কিছু অঞ্চলে কলা হালীতে বিক্রি হলেও অনেক জায়গাতে কলা কেজি দ্বারা বিক্রি হয়। কিন্তু মালয়েশিয়াতে সব জায়গায় কলা কেজি দরে বিক্রি হয়।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজকে খুবই চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট লিখেছেন।। আমরা মনে করি ফুটপাতের দোকান মানে খারাপ খাবার বা ফল থাকে । আসলে এই ধারণাটা আমাদের ভুল আমরা সব সময় বড় বড় দোকান বা শপিং মলে যাই আর সেখানে ফলের দাম বা যে কোন জিনিসের দাম অনেক বেশি হয়ে থাকে। কিন্তু এই জিনিসই ফুটপাতে মূল্য কম থাকে এটা আমরা বুঝতেই চাই না।।

ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।।

মালেশিয়াতে থাকা ফুটপাতের ফলের দোকান গুলো বেশ সুন্দর লাগছে ৷ তার পাশাপাশি ফল গুলো বেশ সুন্দর ভাবে সাজানো রয়েছে দেখে মন ভরে গেলো ৷ আসলে পরিবেশসম্মত জায়গাগুলোতে সব কিছুর দোকানে অনেক সুন্দর লাগে ৷

ফলের দোকান গুলো আপনার ফটোগ্রাফির মাধ্যমে বেশ সুন্দর ভাবে তুলে ধরার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য। জী ভাই মালয়েশিয়াতে মোটামুটি সব ধরনের ফল পাওয়া যায় এবং প্রত্যেকটা ফেলার দোকান এভাবেই সাজানো থাকে।

Posted using SteemPro Mobile