You are viewing a single comment's thread from:
RE: মালয়েশিয়ার ফুটপাতের ফলের দোকান।
প্রিয় ভাই, মালোয়শিয়ায় ফলের দাম শুনে সত্যি একটু অবাকই হলাম। আর সেখানে কেজিতে কলা পাওয়া যায় এটি শুনে আরো বেশি অবাক হলাম। কারণ আমাদের দেশে কলা হালি হিসেবে বিক্রয় করা হয়। মানে চারটি কলার দাম অনুসারে কলার দাম নির্ধারণ করা হয়। বর্তমানে আমদের এখানে এক হালি কলা ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত হয়ে থাকে।
যাইহোক ভাই মালোয়শিয়ার ফলের দামগুলো জেনে অনেক ভালো লাগলো। বলা তো যায়না একদিন কাজেও আসতে পারে। ধন্যবাদ ভাই, শুভকামনা থাকলো।
বাংলাদেশ কিছু কিছু অঞ্চলে কলা হালীতে বিক্রি হলেও অনেক জায়গাতে কলা কেজি দ্বারা বিক্রি হয়। কিন্তু মালয়েশিয়াতে সব জায়গায় কলা কেজি দরে বিক্রি হয়।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।