একটি চা
আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী বাংলাদেশ বাসী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
এক কাপ চায়ের গল্প আজ ?
আজকের সন্ধ্যার সময় মন চাইলো এলাকার ভিতরে চা খাবো না আড্ডা মারবো দূরে কোথাও এবং চা খাব দূরের কোথাও কোন এক রাস্তার দোকানে, রাস্তার দোকান আমি বলতে বুঝিয়েছি ওই ফুটপাতে মানুষ হেঁটে হেঁটে রং চা বিক্রি করে ওদের চা।আমার কাছে অনেক ভালো লাগে রাস্তার ওই রং চা গুলো, তাই আজকে চিন্তা করলাম বন্ধুবান্ধব মিলে চা খাব আর ঘুরবো। এখন আমারা চিন্তা করতাছি এক কাপ চা খাওয়ায় জন্য কই যাবো। সিদ্ধান্ত হলো আমরা সবাই হেঁটে ৩০০ ফিট রাস্তায় ওইখানে যাবো। পরে আমরা হঠাৎ দেখলাম আমার এক বন্ধুর পিছনে কুত্তা লাইগা গেছে। আমরা তো অবাক আমরা সবাই কামরুলের সাথে মজা নিতাছি আর কামরুললে বলতাছি দেক তোরে কুকুর টা কত না ভালোবাসে,তোর সাথে যাচ্ছে সাথে কিছুক্ষণ পর দেকলাম কুকুরটা হঠাৎ করে রাস্তার মোড় থেকে চলে গেল। তখন আমরা বুঝতে পারলাম হয়তো কুকুরের সীমানা শেষ বা আমাদের পিছু পিছু নিয়েছে খাবারের জন্য এই বলে।
আমরা সবাই আবার হাটা শুরু করলাম। অবশেষে আমাদের গন্তব্যস্থল যেখানে চা খাব ৩০০ ফিট চলে আসলাম আর ভাবতাছি কার কাছে চা খাব পরে দেখলাম রাস্তার একপাশে স্বামী-স্ত্রী বসে চা বিক্রি করছে। তাদের দেখে মনে হল তারা একে অপরকে সাহায্য করতাছে এবং উপার্জন করতাছে তাদের পরিবারের জন্য তাদের স্বামী আর-স্ত্রীর চা বিক্রি ধরন আমাকে উৎফুল্ল করেছে চা টা যখন একটা চুমুক দিয়েছি সত্য কথা বলতে অনেক সুস্বাদু ছিল আর অনেক অসাধারণ ছিল ।
এবং চা খেতে খেতে কিছু ফটোশপ করলাম। আমার কাছে মনে হয় মাঝে মাঝে এরকম পাগলামি করতে হয় তাহলে মনের ভিতরে সুখ আসে,মন যা চায় মাঝে মাঝে করতে হয় নইলে এই মনটা খুব ফাপর ফাপর লাগে।
যদি আপনাকে আমি এই কথা জিজ্ঞাসা করি তাহলে আপনি কি উত্তর দিবেন।
আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি, আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো আমার কাছে অনেক মূল্যবান আর আমাকে অনুপ্রেরণা যোগাবে আপনাদের এই মন্তব্যগুলো ভবিষ্যতে আমি আরো ভালো কনটেন্ট আপনাদের মাঝে যেন শেয়ার করতে পারি। আমার জন্য সবাই এই দোয়া করবেন।
আজকের জন্য এই গল্প দিয়ে শেষ করলাম পরবর্তীতে দেখা হবে কোন এক নতুন গল্প নিয়ে।