১০ স্টিম পাওয়ার আপ।।

in আমার বাংলা ব্লগ8 months ago
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আবার চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে এবং সেটি হচ্ছে পাওয়ার আপ পোস্ট। পাওয়ার আপ করলে একাউন্টের এসপি এবং শক্তি বৃদ্ধি পায় । নিজের একাউন্টের ভ্যালু বৃদ্ধি পেলে কাজ করতেও ভাল লাগে । এই প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে হলে পাওয়ার আপের বিকল্প নেই। আমি চেষ্টা করছি পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখতে। এখানে অনেকেই অনেক বড় পরিমাণ পাওয়ার আপ করছেন। তাদের পাওয়ার আপ দেখেও অনেক অনুপ্রাণিত হই। আমি আজ ১০ স্টিম পাওয়ার আপ করব। নিচে ধাপে ধাপে দেখানো হয়েছে।

Purple Floral Fabric Quote Animated Social Media Graphic (1).jpg

Canva দিয়ে তৈরী

ধাপ ০১

IMG_20230919_235846.jpg

আমার বর্তমান স্টিম পাওয়ার রয়েছে ২৩২০.৭৭২ স্টিম। এখন আমি ওয়ালেটের স্টিমকে পাওয়ার আপ করে এস পি তে কনভার্ট করব।

ধাপ:-০২

IMG_20230920_000019.jpg

প্রথমে স্টিমের ড্রপডাউনে ক্লিক করে পাওয়ার আপ এ ক্লিক করব।

ধাপ:-০৩

IMG_20230920_000205.jpg

IMG_20230920_000315.jpg

যে পরিমান পাওয়ার আপ করব সেই পরিমাণ এমাউন্টের ঘরে বসিয়ে দিব। আমি যেহেতু ১০ স্টিম পাওয়ার আপ করব তাই ১০ স্টিম দিয়েছি। তারপর পাওয়ার আপ বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দিয়েছি।

ধাপ:-০৪

IMG_20230920_000548.jpg

আমার পাওয়ার আপ করা সম্পন্ন হয়েছে। পাওয়ার আপের আগে আমার স্টিম পাওয়ার ছিল ২৩২০.৭৭২ স্টিম । ১০ স্টিম পাওয়ার আপ করার পরে হয়েছে ২৩৩০.৭৭৩ স্টিম ।

টাইটেলআমার ব্যালেন্স
পূর্বের এসপি২৩২০.৭৭২ স্টিম
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান এসপি২৩৩০.৭৭৩ স্টিম

আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার জন্য। আপনারাও পাওয়ার আপ করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 8 months ago 

এই প্লাটফর্মে টিকে থাকতে হলে পাওয়ার বৃদ্ধির কোন বিকল্প নেই। যে কাজটি আমরা সবাই ধারাবাহিকভাবে করেই চলেছি। আপনার এই ক্ষুদ্র পাওয়ার বৃদ্ধি এক সময় অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে সেটাই অনেক বড় পাওয়া হবে । আমিও পাওয়ার বৃদ্ধি করতে ভালোবাসি আপনার লক্ষ্য পূরণ হোক সেটাই প্রত্যাশা করি।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

আমরা সবাই পাওয়ার আপ ভালোবাসি। নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আমাদের সবার উচিত প্রতিসপ্তাহে একবার করে পাওয়ার আপ করা। আপনি আজ ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবে পাওয়ার আপ করতে থাকলে আপনি খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 8 months ago 

এই প্লাটফর্মে বহুদিন ধরে কাজ করার জন্য পাওয়ার আপ গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্ব আপনি বুঝতে পেরেছেন বলেই এই সপ্তাহে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। আর এই দশ স্টিম পাওয়ার আপের মধ্যে দিয়ে আপনার বর্তমান এসপি হয়েছে ২৩৩০। এভাবে সামনের দিকে এগিয়ে যান শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 8 months ago 

পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।তাই আমাদের উচিত প্রতিনিয়ত পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখা।সেই লক্ষ্যে আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখলেন। যা দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইায়া।

Posted using SteemPro Mobile

 8 months ago 

দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ করা অনেক বেশি পরিমাণে জরুরী। আজকে আপনার পাওয়ার আপ দেখে খুব ভালো লাগল। আর এভাবে পাওয়ার আপ করতে থাকুন এবং কাজ চালিয়ে যেতে থাকুন।

 8 months ago 

বেশ কিছুদিন পর আপনার আজকের পোস্ট দেখে কিন্তু ভালোই লাগলো আসলে প্রিয় মানুষ গুলো পাশে থাকলেই ভালো লাগে। আর ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছেন দেখছি। পাওয়ার আপ এভাবে নিয়মিত করে যাবেন এটাই কামনা করি।

 8 months ago 

পাওয়ার আপ আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য এর বিকল্প কিছুই নেই। আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে আরো একধাপ এগিয়ে গেলেন ।আপনার পাওয়ার আপের পোষ্ট দেখে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো।

 8 months ago 

ভাইয়া আপনি 10 স্টিম পাওয়ার আপ করেছেন যা দেখে বেশ ভালো লাগেলো ।যতো বেশি পাওয়ার আপ ততো বেশি শক্তি অর্জন করা। আপনি নিয়মিত পাওয়ার আপ করতে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 8 months ago 

১০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে খুবই চমৎকারভাবে আপনার সক্ষমতা আপনি আরও বৃদ্ধি করে নিলেন ভাইয়া। এটা আপনি ঠিক কথা বলেছেন ভাইয়া এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি ভাবে টিকে থাকার জন্য পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। এরই মধ্য দিয়ে আপনি ২৩৩০ স্টিম পাওয়ার এ পৌঁছে গেলেন।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67476.14
ETH 3776.09
USDT 1.00
SBD 3.52