একজন বালকের ছবি অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১৭ ই আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে একজন বালকের ছবি অংকন শেয়ার করব।





প্রয়োজনীয় উপকরণঃ


  • কাগজ।
  • পেন্সিল।
  • জেল পেন।

প্রস্তুতিকরণঃ


ধাপ- ১ঃ


  • প্রথম হালকা করে ঘাড় ও হাত অংকন করে নিলাম।

IMG_20211002_174603.jpg

ধাপ- ২ঃ


  • এরপর অপর পাশের হাতটাও এঁকে নিলাম।

ধাপ- ৩ঃ


  • এরপর নিচের ছবির মত করে একটি দাগ অংকন করে নিব ।

ধাপ- ৪ঃ


  • এরপর মাথার উপর ক্যাপ অঙ্কন করে নিব।

ধাপ- ৫ঃ


ধাপ- ৬ঃ


  • জামার নিচের অংশ অঙ্কন করে নিলাম।

ধাপ- ৭ঃ


  • নিজের প্যান্টের অংশ এঁকে নিলাম।

IMG_20211002_184327.jpg

ধাপ- ৮ঃ


  • এরপর পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি ।

ধাপ- ৯ঃ


  • এরপর পেন্সিল দিয়ে অঙ্কন করা অংশগুলোকে জেল পেন দিয়ে অঙ্কন করে নিয়েছি।

IMG_20211002_191856.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি সব দিকেই পারদর্শী। যেমন আপনার রান্নার রেসিপি গুলো সুন্দর হয় তেমনি আপনার অঙ্কন চিত্রটি অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে বালকের চিত্রটি অঙ্কন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর করে একটি বালকের চিত্র অঙ্কন করেছেন ।আমার কাছে অংকনটি খুবই চমৎকার লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনার অঙ্কন টি শেয়ার করার জন্য।

 3 years ago 

হুডি পড়া বালকটা দেখতে খুব সুন্দর হয়েছে। সবাই কতকিছু আর্ট করে দেখে খুব ভালো লাগে। আপনার আর্ট খুবই চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ স্টেপ-বাই-স্টেপ খুব সুন্দর ভাবে আমাদেরকে দেখিয়েছেন ।অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর ভাবেই একটি ছেলের ছবি এঁকেছেন।তবে জানতে চাই নিজেকেই আঁকলেন নাকি ভাইয়া?😜
হাল্কা হাল্কা স্কেচ এর কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে।

 3 years ago 

ভাইয়ের ত সবদিকে প্রতিভা। কম্পিউটার নিয়ে থাকলেও আর্ট আর DIY সবসময় ভাল হয়।

ভাই খুব সুন্দর ছবি আঁকিয়েছেন,মনে হচ্ছে ছেলেটাকে অনেক শীত লেফেছে।
আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

বাহ অনেক সুন্দর ভাবে বালকের চিত্র অংকন করেছেন ভাইয়া সাথে সুন্দর উপস্থাপন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সন্দুর হয়েছে আপনার অংকন।

 3 years ago 

শীতকালীন জেকেট পড়া একজন বালকের ছবিটি অঙ্কন খুবই সুন্দর হয়েছে। আপনি এই অঙ্কনটির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন। দেখে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া খুব বেশি সুন্দর হয়েছে অঙ্কনটি।ভাইয়া আমার খুব জানতে ইচ্ছে করছে abb দ্বারা কি বোঝানো হয়েছে।কারণ আমি আপনার 12 দিন আগের পোষ্টে ও দেখেছিলাম।এটি কি আপনার নাম?ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ABB মানে Amar Bangla Blog

 3 years ago 

আচ্ছা ,বুঝলাম ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 60345.08
ETH 2986.57
USDT 1.00
SBD 3.81