"১০ স্টিম পাওয়ার আপ"⚡

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমি ঢাকা কলেজে অধ্যায়নরত আছি।

আবারও আজকে পাওয়ার আপ করতে আসলাম। ২x ডলফিন অর্জন করেছি তাই আমি খুবি আনন্দিত। আমার পরবর্তী লক্ষ্য ৩x অর্জন করা।পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ আমি আমার লক্ষ্যে আবারও পৌঁছে যেতে পারবো। প্রতি সপ্তাহেই আমি পাওয়ার আপ প্রতিযোগীতায় অংশগ্রহণ করি।স্টিমিট প্লাটফর্মে আমার শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ করে থাকি।তাই আমি শক্তি বৃদ্ধি জন্য আজকেও ১০ স্টিম পাওয়ার আপ করলাম।আমি পাওয়ার আপ এর মাধ্যমে স্বপ্নের ৩x ডলফিন হবো ইনশাআল্লাহ। তাই আজকে ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আমি আমার ক্ষমতা বৃদ্ধি করতে পেরে আনন্দিত।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন পাওয়ার আপ এর মাধ্যমে খুব তাড়াতাড়ি আমার স্বপ্নে ৩x ডলফিন হতে পারি।আমি যে ভাবে পাওয়ার আপ করেছি তা ধাপে ধাপে শেয়ার করলাম।


1000042782.jpg

আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন এবং মডারেটরদের অসংখ্য ধন্যবাদ।পাওয়ার আপ প্রতিযোগিতা সিজন-৪ তে আমার টার্গেট হলো ৩x ডলফিন হবো।সেই লক্ষ্য নিয়ে আমি পাওয়ার আপ করে যাব ইনশাআল্লাহ।


1000042779.jpg

  • পাওয়ার আপ করতে প্রথমে আমি আমার ওয়ালেটে গেলাম।তারপর পাওয়ার আপ অপশনে চাপ দিলাম ।

1000042780.jpg

  • আমি ১০ SP পাওয়ার আপ করব, তাই ১০ সংখ্যা এমাউন্টে লিখে দিলাম। তারপর পাওয়ার আপে ক্লিক করে দিলাম।

1000042781.jpg

  • তারপরে আমার প্রাইভেট অ্যাক্টিভ কি দিয়ে লগইন করে,পাওয়ার আপ সম্পন্ন করলাম।


পাওয়ার আপ এর পরিমাণ

পূর্বে এসপি ছিল১০,৬৭০,২৩৪ স্টিম
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান এসপি১০,৬৮০.২৩৪ স্টিম


আজকে আবারও ১০ স্টিম পাওয়ার আপ সম্পন্ন করলাম। নিজেকে শক্তিশালী করতে পাওয়ার আপ নিয়মিত ভাবে করে যাচ্ছি। তাই আজকে শক্তি বৃদ্ধি জন্য ১০ স্টিম পাওয়ার আপ করলাম । পাওয়ার আপ এর মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম নিজেকে টিকিয়ে রাখা সম্ভব। এভাবেই আমার শক্তি বৃদ্ধি করতে নিয়মিত পাওয়ার আপ করে যাবো ইনশাআল্লাহ। পাওয়ার আপ এর মাধ্যমে আমি ৩x ডলফিন এর সপ্ন পূরণ করতে চেষ্টা করে যাচ্ছি । সবাই আমার জন্য দোয়া করবেন।আমি যেন এভাবেই আমার শক্তি বৃদ্ধি করে একদিন আমি ৩x ডলফিন হতে পারি।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 3 months ago 

নিজের শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ করে যাচ্ছেন। পাওয়ার আপ করা মানে নিজের ক্ষমতাকে বৃদ্ধি করা।এভাবেই এগিয়ে যাবেন শুভকামনা রইল।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 
 3 months ago 

আপনার পাওয়ার বৃদ্ধি পোস্ট দেখে খুব ভালো লাগলো ভাইয়া। আমরা জানি পাওয়ার বৃদ্ধি করার মধ্য দিয়ে আমরা নিজের আইডি সক্ষমতা বেশি করতে পারব। তাই আইডি সক্ষমতা বৃদ্ধি করতে আমাদের এভাবে পাওয়ার বৃদ্ধি করতে হবে।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

1000042788.jpg

 3 months ago 

আপনি এই সপ্তাহে ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ১০,৬৮০+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। যত বেশি পাওয়ার আপ তত বেশি শক্তি অর্জন। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য ট্রিপল ডলফিন পরবর্তী সিজনে অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 3 months ago 

জি ভাই একদম ঠিক কথা বলেছেন, যত বেশি পাওয়ার আপ করব তত বেশি শক্তিশালী অর্জন করব।

 3 months ago 

বেশ বড় একটা এমাউন্ট সৃষ্টি করতে পেরেছেন আপনি। এভাবে পাওয়ার বৃদ্ধি করতে করতে একদিন আরও বড় একটা এমাউন্টের অধিকারী হওয়া সম্ভাবনা রয়েছে যদি চালিয়ে যেতে পারেন। আশা করব আপনি আপনার কাউকে তো লক্ষ্যে পৌঁছাতে পারবেন এভাবে।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 months ago 

ভাইয়া আপনি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও ১০ স্টিম পাওয়ার আপ করে আপনার কাঙ্খিত লক্ষ্যের দিকে আরো একধাপ এগিয়ে গিয়েছেন যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। এভাবে এগিয়ে যেতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 months ago 

পাওয়ার আপে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

আজ আপনি পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো ভাই। পাওয়ার আপ বৃদ্ধি দেখলে আমি নিজে অনেক উৎসাহিত পাই। আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখলে আপনি খুব শীঘ্রই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 months ago 

পাওয়ার আপে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.