নাটক রিভিউ || ফার্স্ট লাভ
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে ফার্স্ট লাভ। এই নাটকটি ৯/১০ দিন আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে তৌসিফ মাহবুব এবং শাম্মি ইসলাম নীলা। এই নাটকটি একটি রোমান্টিক নাটক,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
| নাটক | ফার্স্ট লাভ |
|---|---|
| রচনা ও পরিচালনা | হাসিব হোসাইন রাখি |
| অভিনয়ে | তৌসিফ মাহবুব,শাম্মি ইসলাম নীলা,সাবেরী আলম,সাদিয়া তানজিন,রাফসুন ইমতিয়াজ,মনি এবং আরও অনেকে |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা ভাষা |
| প্রচার | ২৮শে নভেম্বর ২০২৫ |
| দৈর্ঘ্য | ১ ঘন্টা ৩২ মিনিট |
| প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখা যায়,ইউনিভার্সিটির লাইব্রেরীতে নাটকের নায়ক তৌসিফকে নাটকের নায়িকা নীলার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তৌসিফের বেস্ট ফ্রেন্ড। তৌসিফ এর গ্রুপে সে সহ মোট ৪ জন রয়েছে এবং তার মধ্যে ১ জন মেয়ে এবং বাকিরা হচ্ছে ছেলে। তো তারা ৪ জন পড়াশোনায় ভালো না। তাই তৌসিফের মেয়ে ফ্রেন্ড নীলাকে তাদের গ্রুপে নিতে চায়। কারণ নীলা পড়াশোনায় খুব ভালো। তো তাদের গ্রুপে মোট ৫ জন সদস্য হলো। এদিকে প্রথম দেখায় নীলাকে খুব ভালো লাগে তৌসিফের। তবে তৌসিফ মেয়েদের সাথে সবসময়ই ফ্লার্ট করে। অর্থাৎ মোটামুটি সবার সাথেই টাইম পাস করে। এদিকে নীলার বান্ধবীকে তৌসিফের এক ফ্রেন্ড খুব ভালোবাসে,কিন্তু ভয়ে বলতে পারে না। তারা সবাই প্ল্যান করে কক্সবাজার ঘুরতে যাবে। তো নীলা তার বান্ধবীকে সাথে করে নিয়ে যায়। অর্থাৎ তারা ৬ জন কক্সবাজার ঘুরতে যায়। সেখানে গিয়েও তৌসিফ একটি মেয়ের সাথে টাইম পাস করে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
যাইহোক তৌসিফের বন্ধু নীলার বান্ধবীকে ইমপ্রেস করতে চাচ্ছে, কিন্তু পারছে না। তো তৌসিফ বলে দেখ কিভাবে মেয়েদের পটাতে হয়। তখন থেকে তৌসিফ নীলাকে পটাতে শুরু করে শুধুমাত্র তার বন্ধুকে শেখানোর জন্য। কিন্তু নীলা তো তৌসিফের ব্যাপারে সিরিয়াস হয়ে যায়। কিন্তু নীলা যখন জানতে পারলো তৌসিফ তার সাথে টাইম পাস করেছে,তখন সে ভীষণ কষ্ট পায়। এদিকে তৌসিফের বন্ধু নীলার বান্ধবীকে প্রপোজ করার পর সে রাজি হয়ে যায়। তারপর তারা চুটিয়ে প্রেম করতে থাকে। কিন্তু নীলা প্রচন্ড রাগ করে তৌসিফের উপর। কারণ নীলা এই ধরনের মেয়ে না। সে কোনো ছেলেকে কখনো ভালোবাসেনি৷ কিন্তু সে তৌসিফের প্রতি অনেক দুর্বল হয়ে যায়। যাইহোক তারা সবাই কক্সবাজার থেকে বাসায় ফিরে যায় এবং ইউনিভার্সিটিতে নীলা সবসময়ই তৌসিফকে এড়িয়ে চলে। কিন্তু তৌসিফ সেটা মানতে পারে না। তৌসিফ বুঝতে পারে সে নীলাকে ভালোবেসে ফেলেছে। তো নীলাকে সরি বলার পর নীলা তৌসিফকে মেনে নেয়। তারপর তারা চুটিয়ে প্রেম করতে থাকে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
তো দেখতে দেখতে তাদের পরীক্ষা চলে আসে এবং পাশ করলে তাদের ইউনিভার্সিটি লাইফ শেষ হয়ে যাবে,এটা ভেবে নীলা তার বাসায় তৌসিফের কথা বলে। কারণ নীলা তৌসিফকে না দেখে একেবারেই থাকতে পারবে না। তো নীলার মা বাবা বলে তৌসিফকে বাসায় যেতে। তৌসিফ প্রথমে বাসায় যেতে না চাইলেও, পরবর্তীতে রাজি হয় যেতে। কিন্তু সেই বাসায় যাওয়ার পর, তৌসিফের সাথে নীলার বাবার কথা কাটাকাটি হয়। আসলে তৌসিফ ছোট থাকতেই তার বাবা তৌসিফ এবং তার মা'কে ছেড়ে চলে যায়। আর তৌসিফের মা তাকে বড় করে। নীলার বাবা বলে বিয়েতে যাতে তৌসিফের বাবা উপস্থিত থাকে। এতে করে তৌসিফ একেবারে ক্ষেপে যায়। তো তৌসিফ রাগারাগি করে তার মা'কে নিয়ে বাসায় চলে যায়। এদিকে নীলা অনেক চেষ্টা করার পরেও তৌসিফের রাগ ভাঙাতে পারেনি। কিন্তু নীলা সারাক্ষণ তৌসিফের জন্য কান্নাকাটি করতে থাকে। কারণ তৌসিফ হচ্ছে তার ফার্স্ট লাভ। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
আসলে সত্যিকারের ভালোবাসায় বেশিরভাগ সময়ই কষ্ট পেতে হয় এবং এটা কিন্তু বাস্তবে অহরহ দেখা যায়। এই নাটকেও এমনটা দেখা গিয়েছে। নীলা প্রচন্ড ভালোবেসেছে তৌসিফকে এবং সেজন্য সে প্রচন্ড কষ্ট পেয়েছে। কিন্তু তৌসিফ সেটা বুঝতে চায়নি। সে তার রাগটাকে বড় করে দেখেছে। আসলে ভালোবাসলে অবশ্যই অনেক সেক্রিফাইস করতে হয়। নয়তো ভালোবাসার সম্পর্ক টিকে থাকে না। তাছাড়া নীলার বাবা শুধুমাত্র বলেছিল,বিয়েতে যাতে তৌসিফের বাবা উপস্থিত থাকে। কারণ বিয়েতে ছেলে কিংবা মেয়ের বাবা জীবিত থাকা অবস্থায় উপস্থিত না থাকলে,অনেকেই নানান কথা বলে। সেই প্রেক্ষাপটে নীলার বাবা অযৌক্তিক কিছু বলেনি। কিন্তু তৌসিফ বেশি রিএক্ট করে ফেলে। ফলে তারা আলাদা হয়ে যায়। এটা তৌসিফের একেবারেই উচিত হয়নি। যাইহোক নীলার নাটক এই প্রথম দেখলাম। মোটামুটি ভালো অভিনয় করেছে নীলা। সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি।
আমার রেটিং
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | নাটক রিভিউ |
|---|---|
| স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ৭.১২.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹











ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1997644532628836557?t=fnGfK4HxZw_kNbt2clW5AQ&s=19
https://x.com/mohin3242127/status/1997645379475537934?t=8zSVKg8waZKCzDIi-2n1Xw&s=19
X-promotion
ভাই আপনি দারুণ একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।নাটক টি বেশ কিছু দিন আগে ট্রেলার দেখলাম। তবে নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এখনো পুরোপুরি ভাবে আমি নাটকটি দেখি নাই।যাইহোক খুব সুন্দর ভাবে নাটকটির রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
এই নাটকটি সত্যিই খুব সুন্দর। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ভাই আপনি দারুণ একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।নাটক টি বেশ কিছু দিন আগে ট্রেলার দেখলাম। তবে নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এখনো পুরোপুরি ভাবে আমি নাটকটি দেখি নাই।যাইহোক খুব সুন্দর ভাবে নাটকটির রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।