শখের বাগানের পরিচর্যা (পর্ব ২)||

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে নিজের অনুভূতি কিংবা নিজের ভালোলাগার মুহূর্তগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে অনেক ভালো লাগে। আজকে আমি আমার শখের বাগানের পরিচর্যার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করছি এই পোস্ট সবার ভালো লাগবে।


শখের বাগানের পরিচর্যা (পর্ব ২):

IMG_20250314_221536.jpg
Device-OPPO-A15
Location


আপনারা হয়তো অনেকেই জানেন আমার ছোট্ট একটি শখের বাগান রয়েছে। গত পর্বে আমি আমার বাগানের বিভিন্ন দৃশ্য এবং পরিচর্যা করার মুহূর্তগুলো শেয়ার করেছিলাম। যেহেতু বেশ কিছু ফটোগ্রাফি করা হয়েছে আর বেশ কিছু সময় কাটিয়েছিলাম তাই আজকে দ্বিতীয় পর্বের মাধ্যমে বাকি অংশগুলো তুলে ধরবো। শখের বাগানের পরিচর্যা করতে আমার ভীষণ ভালো লাগে। যখনই সময় পাই তখনই যত্ন করার চেষ্টা করি।


IMG_20250314_221257.jpg
Device-OPPO-A15
Location
IMG_20250314_221217.jpg
Device-OPPO-A15
Location


যারা বাগান করতে পছন্দ করে তারা বাগানের যত্ন করতে অনেক বেশি পছন্দ করে। বাগানে শুধু গাছ লাগালেই হয় না বাগানের সঠিক পরিচর্যা অনেক বেশি দরকারি। বাগান করতে যেমন ভালো লাগে তেমনি বাগানের যত্ন করতে বেশি ভালো লাগে। যত্নের মাধ্যমে বাগানের গাছের সৌন্দর্য বেড়ে উঠে। আর গাছগুলো সতেজ থাকে। নিয়মিত পানি দেওয়া আর বিভিন্ন প্রকারের সার প্রয়োগ করার মাধ্যমে একটি বাগানের সৌন্দর্য বেড়ে ওঠে আর গাছগুলো সতেজতায় ভরে ওঠে।


IMG_20250314_221611.jpg
Device-OPPO-A15
Location


মাঝে মাঝে সময় পেলেই গাছের পরিচর্যা করার চেষ্টা করি। যেহেতু বিভিন্ন রকমের ছোট বড় গাছ রয়েছে তাই গাছের পুষ্টির প্রয়োজনীয় উপকরণগুলো দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন প্রকারের জৈব সার দিলে গাছের অনেক উপকার হয় আর গাছের জন্য এই জৈব সার ভীষণ দরকার। তাই যখনই সময় পাই তখনই গাছের পরিচর্যা করার চেষ্টা করি। অল্প সময়ের মধ্যে গাছের যত্ন করা সম্ভব হয় এবং গাছগুলো প্রাণ ফিরে পায়।


IMG_20250314_221639.jpg
Device-OPPO-A15
Location
IMG_20250314_221457.jpg
Device-OPPO-A15
Location


আমি যখনই সময় পাই তখনই আমার শখের বাগানের পরিচর্যা করি এবং বাগানের গাছ গুলোর যত্ন করি। এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। যারা গাছ পছন্দ করে তাদের কাছে এই কাজটি অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি ভালো লাগার। আমি গাছ লাগাতে অনেক পছন্দ করি। তাই সুন্দরভাবে গাছের যত্ন করার চেষ্টা করি। এছাড়া বিভিন্ন রকমের গাছের যত্ন করতে অনেক বেশি ভালো লাগে।


IMG_20250314_221424.jpg
Device-OPPO-A15
Location


আমি যখনই সময় পাই তখনই বাগানের যত্ন করি। আর গাছের যত্ন করি। গাছের যত্ন করলে মন ভালো থাকে আর গাছ অনেক বেশি ভালো থাকে। বিভিন্ন রকমের ছোট ছোট গাছগুলোর বেড়ে ওঠে যত্নের উপর। যখন আমরা গাছের সঠিক যত্ন করি তখন গাছগুলো অনেক বেশি ভালো হয় আর দেখতে অনেক ভালো লাগে। তাইতো আমি আমার শখের বাগানের গাছের পরিচর্যা করার সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

Screenshot_2025-03-14-22-50-16-84_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-03-14-22-53-19-84.jpg

Screenshot_2025-03-14-22-54-38-13.jpg

 10 months ago 

আপনি নিজের ঘরেই কত সুন্দর ছোট করে বাগান তৈরি করে ফেলেছেন আপু। বাগানের প্রত্যেকটি গাছ এবং তার পরিচর্যা দেখে আমার খুব ভালো লাগলো। অনেক সময় নিয়ে গাছের পরিচর্যা না করলে বাগান পরিদর্শন করা যায় না। আর সেই দিক থেকে আপনি অনেক সময় দিয়ে গাছগুলি পরিচর্যা করেন। ছবিগুলি দেখে খুব ভালো লাগলো।

 10 months ago 

এই বাগান পরিচর্যার প্রথম পর্বটা আমার দেখা হয়েছে। আজকে আর একটা পর্ব দেখে ভালো লাগলো। আপনার আপনার খুব সুন্দর একটা বাগান রয়েছে। এরকম বিভিন্ন পাতাবাহার গাছগুলো আমি পছন্দ করি। নামগুলো জানতে পারলে আরো ভালো লাগতো। শেষের এগুলো সম্ভবত স্পাইডার প্লান্ট। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 10 months ago 

যাদের শখ হলো বাগান করা তারা একটু জায়গা পেলেই বাগান করার চেস্টা করে। আর বাগান করলে তার যত্ন করা দরকার। তানা হলে বাগান এর গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে না। আপনার যত্নের মাধ্যমে গাছগুলো সতেজ ও সুন্দর হয়ে উঠেছে। বেশ ভালো লাগলো আপনার শখের বাগানটি দেখে।