ফটোগ্রাফি- কয়েকটি গাঁদা ফুলের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাই যখনই সুন্দর কিছু দেখি তখনই ফটোগ্রাফি করার চেষ্টা করি। আজকে আমি কয়েকটি গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


কয়েকটি গাঁদা ফুলের ফটোগ্রাফি:

IMG_20250328_153210.jpg
Device-OPPO-A15
Location


ফুলের সৌন্দর্য যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। ফুল হলো সৃষ্টির অপরূপ এক আকর্ষণ। ফুল দেখলেই আমরা আকর্ষিত হই এবং কাছাকাছি গিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করি। আসলে আমরা সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করি। সুন্দরের প্রতি আমরা সব সময় আকৃষ্ট হই। আর সুন্দর কিছু দেখলেই মন চায় কাছাকাছি গিয়ে ছবি তুলতে। সত্যি কথা বলতে কাছাকাছি গিয়ে ফটোগ্রাফি করতে অনেক ভালো লেগেছে।


IMG_20250328_153541.jpg
Device-OPPO-A15
Location


বর্তমানে শীতকাল প্রায় শেষের দিকে। তবে শীতকালের শুরুর দিকে কিংবা মাঝের সময়ে গাঁদা ফুলের বিচরণ সবাইকে মুগ্ধ করে। অফিস আদালত কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান প্রাঙ্গনে গাঁদা ফুলের সৌন্দর্য লক্ষ্য করা যায়। অল্প সময়ের মধ্যেই গাঁদা ফুল নিজের সৌন্দর্য ছড়িয়ে দেয়। আর খুবই আকর্ষণীয় ফুলগুলো রোপণ করে। এই ফুল সবাই নিজেদের অফিস প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধি করতে ব্যবহার করে। বেশ কিছুদিন আগে যখন আমি এই ফুলগুলো দেখেছিলাম তখন ফটোগ্রাফি করেছিলাম। আমার তো বেশ ভালো লেগেছিল।


IMG_20250328_153137.jpg
Device-OPPO-A15
Location


অসাধারণ সৌন্দর্যে ভরা ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। আসলে ফুলের সৌন্দর্য আমরা যতই উপভোগ করি না কেন কখনো মুগ্ধতা শেষ হবে না। মনে হবে আরো কিছুটা সময় সেই সৌন্দর্য উপভোগ করি। আমিও অনেকটা সময় ধরে সেখানে অপেক্ষা করেছিলাম আর চারপাশের পরিবেশ দেখছিলাম। এরকম ফুল গুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি ফুলের সৌন্দর্য মন ভালো করে দেয়। আমার তো অনেক ভালো লেগেছিল ফুলগুলো।


IMG_20250328_153450.jpg
Device-OPPO-A15
Location


গাঁদা ফুল গুলো বিভিন্ন রকমের হয়। তবে ছোটবেলায় আমরা যেই গাঁদা ফুলগুলো দেখেছি সেগুলো এখন খুবই কম দেখতে পাওয়া যায়। এখন বিভিন্ন প্রজাতির গাঁদা ফুলের আগমন ঘটেছে। বিশেষ করে বিদেশি প্রজাতির বিভিন্ন গাঁদা ফুল এখন দেখতে পাওয়া যায়। আর এই ফুলগুলোর ফলন অনেক ভালো। বড় সাইজের গাঁদা ফুল গুলো দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। আমার তো দেখে খুবই ভালো লেগেছিল।


IMG_20250328_153238.jpg
Device-OPPO-A15
Location


সত্যি কথা বলতে ফুলের বাগান কিংবা ফুলের সৌন্দর্য দেখলে মন ভালো হয়ে যায়। মনে হয় যেন মনের সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে গিয়েছে। আর বর্তমানে যেহেতু ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে তাই সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করে রাখি। আসলে যখন আমরা সুন্দর কিছুর ফটোগ্রাফি করে রাখি তখন পরবর্তীতে সেই সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারি আর পরবর্তীতে যখন আবারও সেই সুন্দর দৃশ্যগুলো দেখি তখন অনেক ভালো লাগে।


আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে চেষ্টা করেছি সুন্দর সব ফুলের ফটোগ্রাফি গুলো উপস্থাপন করার।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 9 months ago 

একটা সময় ছিল যখন গাঁদা ফুল একেবারেই পছন্দ হত না কিন্তু জানিনা কেন এই বছর থেকে হঠাৎ করেই গাঁদা ফুল ভীষণ দেখতে ভালো লাগছে। বিশেষ করে পাপড়ির যে বিন্যাস তা দেখতে অপূর্ব লাগে। ঈশ্বরের কি চমৎকার সৃষ্টি তাই না কোথাও কোন এলোমেলো নেই। সুন্দর সিকোয়েন্সে সাজানো। আপনার ছবিগুলো খুব ভালো লাগলো দেখে।

 9 months ago 

বিভিন্ন রং এর চমৎকার কয়েকটি গাঁদা ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন আপু। গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। শীত আমাদের মধ্যে থেকে চলে গিয়েছে। সঙ্গে নিয়ে গিয়েছে নানান রকমের ফুলের গন্ধ। শীতের সময় গাঁদা ফুলের আনাগোনা বেশি দেখা যায় তো বটেই অন্যান্য ফুলেরও মেলা বসে যায়। অনেকেই বাড়ি কিংবা অফিসের সৌন্দর্য বাড়াতে গাঁদা ফুলের চাষ করে থাকেন। শেয়ার করে নেওয়া গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো খুব ভালো লাগলো আপু ‌।

 9 months ago 

গাঁদা ফুল শীত্কালে অনেক দেখতে পাওয়া যায়। এই ফুল গুলো দেখতে অনেক সুন্দর। তাই ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি আপু।

 9 months ago 

গাঁদা ফুল অনেক সুন্দর হয়ে থাকে। আমি সবসময়ই গাঁদা ফুল দেখার চেষ্টা করি৷ তবে এরকম অনেকগুলো গাঁদা ফুল একসাথে কখনো দেখা হয়নি৷ আজকে আপনার কাছ থেকে এরকম সুন্দর কিছু গাঁদা ফুল একসাথে দেখতে পেলাম যা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ একের পর এক এখানে যেভাবে আপনি খুব সুন্দরভাবে সবগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন তা খুব সুন্দর হয়েছে৷ ফটোগ্রাফিগুলোর সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন যা পড়ে খুব ভালোই লাগলো৷

 9 months ago 

গাঁদা ফুল দেখতে সত্যি অনেক সুন্দর। তাই এই ফটোগ্রাফি গুলো করেছি আর সবার মাঝে উপস্থাপন করেছি।