লাইফস্টাইল- উত্তপ্ত দুপুরে কিছুটা সময়||

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে নিজের কাটানো মুহূর্তগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। আর আজকে আমি একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


উত্তপ্ত দুপুরে কিছুটা সময়:

IMG_20250327_191501.jpg
Device-OPPO-A15
Location


সময়ের সাথে সাথে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। আবহাওয়া পরিবর্তন দুপুরের দিকে ভালোভাবেই লক্ষ্য করা যায়। কয়েকদিন আগে প্রয়োজনীয় কাজে বাহিরে গিয়েছিলাম। উত্তপ্ত দুপুরে হঠাৎ করে বাহিরে গিয়ে একেবারে নাজেহাল অবস্থায় পড়তে হয়েছিল। একদিকে রমজান মাস চলছে অন্যদিকে দুপুরের আবহাওয়া একদমই গরম ছিল। সব মিলিয়ে যেন আবহাওয়া একেবারে অন্যরকমের লাগছিল। হঠাৎ করে গরম পড়াতে বেশ অস্বস্তিকর মনে হচ্ছিল।


IMG_20250327_191532.jpg
Device-OPPO-A15
Location


রমজান মাসে এমনিতেই পিপাসা অনেক বেশি আর এই সময় যদি বাহিরে যাওয়া হয় তাহলে রোদের কারণে পিপাসা আরো দ্বিগুণ হয়ে যায়। প্রয়োজনীয় কাজে যেহেতু বাহিরে গিয়েছিলাম তাই বেশ কিছুটা সময় সেখানে কাটাতে হয়েছে। মূলত আমি রিকশায় চলাফেরা করার থেকে হেঁটে হেঁটে চলাফেরা করা বেশি পছন্দ করি। হেঁটে হেঁটে সব জায়গায় যেতে আমার বেশি ভালো লাগে। আসলে হাঁটাহাঁটি করা এখন এক প্রকারের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।


IMG_20250327_191605.jpg
Device-OPPO-A15
Location


যেহেতু কয়েক জায়গায় যাওয়ার প্রয়োজন পড়েছিল তাই আমি হেঁটে হেঁটে সব জায়গায় যাচ্ছিলাম। সেই সময়টাতে অনেকটা গরম লাগছিল। মনে হচ্ছিল আবহাওয়াটা অনেকটাই বদলে গেছে। শীতের হাওয়া এখন আর নেই। যদিও উত্তরবঙ্গে এখনো অনেকটা শীত। তবে দুপুরের দিকে গরম লক্ষ্য করা যায়। রাতের বেলায় অনেক শীত থাকলেও দুপুরবেলার আবহাওয়া একদমই আলাদা থাকে।


IMG_20250327_191637.jpg
Device-OPPO-A15
Location


তবে আবহাওয়া পরিবর্তন হওয়ার সাথে সাথে জ্বর সর্দি একদম বেড়ে গেছে। দিনের বেলায় প্রচণ্ড গরম আর রাতের বেলায় ঠান্ডা এরকম আবহাওয়া যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই সবাই অসুস্থ হয়ে পড়ছে। আসলে বাসায় থাকলে এরকম আবহাওয়া খুব একটা লক্ষ্য করা যায় না। সেদিন যেহেতু প্রয়োজনীয় কাজে অনেকটা সময় বাহিরে থাকতে হয়েছে তাই আবহাওয়াটা ভালোভাবে লক্ষ্য করতে পেরেছি।


মাঝে মাঝে নিজের ভালোলাগা কিংবা খারাপ লাগার অনুভূতিগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর সব সময় চেষ্টা করি নিজের লাইফস্টাইল পোস্ট গুলো আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

সত্যিই আপু খুব গরম পরেছে।বাইরে তাকানো যায় না।আর বাইরে কাজ থাকলে আমিও হেঁটে হেঁটে যেতে পছন্দ করি।আপনি নিজের প্রয়োজনীয় কাজ এই উত্তপ্ত দিনে সেরেছেন আর সেই অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।