গল্প-স্বপ্নচারিনী||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে গল্প লিখতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি একটি গল্প আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।
স্বপ্নচারিনী:
Source
তনয়া ছোটবেলা থেকেই ভীষণ ডানপিটে। স্বপ্ন যে তার অনেক বড়। তনয়া ছোটবেলা থেকে যেমন চঞ্চল স্বভাবের তেমনি সুহাসিনী। প্রথম দেখাতেই যেন মায়ায় পড়ে যায় অনেকে। তনয়াকে দেখে চোখ ফেরানো যায় না। মেয়েটা বড্ড ছটফটে আর ডানপিটে। তার এই ডানপিটে স্বভাবের জন্য তার বাবা-মা ভীষণ চিন্তিত। সব সময় মেয়েকে শাসনে বেঁধে রাখতে চায়। কিন্তু মেয়ে যে তাদের বড্ড চঞ্চল। শাসন বারণ কোন কিছুই যেন তার চঞ্চলাতাকে দমাতে পারেনা। এভাবেই কেটে যাচ্ছিল তনয়ার দিনগুলো।
তনয়া ভীষণ ভালো নাচ করতো। ইচ্ছে হলেই মনের আনন্দে ছুটে বেড়াতো মেয়েটা। সে স্বপ্ন দেখতে ভালোবাসতো। বড় হয়ে মানুষের সেবা করতে চায় সে। তনয়া মানুষকে আপন করে নিতে জানে। সে বড্ড মিশুক স্বভাবের। সে স্বপ্ন দেখে বড় হয়ে দেশের সেবা করবে। স্বপ্ন যে তারা অনেক বড় কিন্তু হঠাৎ করেই তার স্বপ্নের ঘোর কেটে গেল। একটি দুঃস্বপ্ন তার জীবনটাকে এলোমেলো করে দিলো। কোন এক বন্ধ ঘরে আবদ্ধ হয়ে গেল মেয়েটা। নর পশুরাতাকে বড্ড নির্যাতন করেছে। তার সতীত্ব কেড়ে নিয়েছে। মেয়েটা যে হাসতে ভুলে গেছে। জীবনটা যার হাসি আনন্দে ভরেছিল সেই মেয়েটা আজ নিশ্চুপ।
কোন এক বন্ধ ঘরের আত্মচিৎকার ছিল তার জীবনের শেষ চিৎকার। এখন সে কথা বলতেও ভয় পায়। কথার মাঝেও যেন সে কষ্ট খুঁজে পায়। নিজেকে আড়াল করে নিয়েছে মেয়েটা। তনয়ার জীবনের জন্য হয়তো সে দায়ী নয়। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা তনয়ার মত মেয়েদের জীবন শেষ করে দেয়। তাদের লালসার শিকার হয়ে শেষ হয়ে যায় একটি কিশোরী বালিকা। শেষ হয়ে যায় তার ভেতরে লালিত হওয়া স্বপ্নগুলো। তনয়া স্বপ্ন দেখতে ভুলে গেছে। নিজেকে ভালোবাসতে ভুলে গেছে। জীবনের প্রতি মায়া নেই তার। মনে হয় যেন তার পৃথিবীটা একদম ছোট হয়ে গেছে। ঠিক যেন একটি কুঁড়েঘরের মত।
যেই মেয়েটি একটা সময় হাসি আনন্দে মেতে থাকতো সেই মেয়েটির সব হাসি যারা কেড়ে নিয়েছে তারা আজও ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে শাস্তি দেওয়ার কেউ নেই। যারা একটি কিশোরী বালিকার স্বপ্ন ভেঙেছে তারা আবারও হয়তো কোন কিশোরী বালিকাকে নিয়ে স্বপ্ন দেখছে। এদেরকে শাস্তি দেওয়ার কেউ নেই। তনয়া যেমন নিজের স্বপ্নগুলো হারিয়েছে তেমনি অন্য কোন তনয়া হয়তো তাদের পরবর্তী শিকার। এভাবেই হয়তো হাজারো স্বপ্নচারিনী নিজের স্বপ্ন হারিয়ে ফেলে। হাজারো তনয়া বিলীন হয়ে যায় মাটির বুকে। শুধু রয়ে যায় তাদের অপূর্ণ স্বপ্নগুলো।
মাঝে মাঝে গল্প লিখতে অনেক ভালো লাগে। তাই সময় পেলে ছোট ছোট গল্প লেখার চেষ্টা করি। আশা করছি সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1873716502379266326?t=86QtchE4bKP0pHzp0GxnxA&s=19
আপনার গল্পটা পড়ে অনেক ভালো লাগলো। সত্যি আপু স্বপ্ন নিয়ে সবাই বাঁচে। তবে স্বপ্ন এভাবে ভেঙে গেলে বাঁচা মুশকিল। তনয়ার মতো এভাবে হাজারো তনয়ার স্বপ্ন হারিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।
মাঝে মাঝে স্বপ্ন বাঁচতে শেখায়। আবার মাঝে মাঝে স্বপ্নগুলো নিমিশেই শেষ হয়ে যায় আপু। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় এবং অনেক দূরে নিয়ে যায়। কিন্তু প্রকৃতির নির্মম পরিহাসে অনেক সময় সবার স্বপ্ন পুরন হয়না। তনয়ের মতো প্রতিনিয়ত লাখ লাখ মানুষের স্বপ্ন ভেংগে শেষ হয়ে যাচ্ছে।যাই হোক আপু আপনার গল্পটি আমার কাছে অসাধারণ লেগেছে।
ঠিক বলেছেন আপু স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। তবে মাঝে মাঝে যখন স্বপ্নগুলো একবারে ভেঙে যায়। তখন বেঁচে থাকা কঠিন হয়ে যায়।
আপনার লেখা গল্পটা পড়তে আমার কাছে খুব ভালোই লাগছিল। কিন্তু শেষের দিকে পড়ে অনেক খারাপ লাগলো। একটা মেয়ের জীবনটাই এরকম ভাবে নষ্ট হয়ে গেল এটা ভাবতেই খারাপ লাগছে। এরকম একটা চঞ্চল প্রকৃতির মেয়ে একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছে। কিছু নরপিশাচের জন্য এরকম হাজারো মেয়ের জীবন নষ্ট হয়ে যায়।
মাঝে মাঝে জীবনের বাস্তবতা গুলো অনেক কঠিন হয়। আর সেই সকল মেয়েদের কথা ভাবলে আরো বেশি খারাপ লাগে ভাইয়া।
আমাদের সমাজে তনয়ার মতো এমন অনেক মেয়ে আছে যারা স্বপ্ন দেখে আকাশছোঁয়ার। কিন্তু এই সমাজে কিছু নরপশুও আছে যারা নিমিষেই তনায়ার মত মেয়েদের স্বপ্নগুলো ভেঙ্গে দেয়। খুব কষ্ট লাগলো আপু গল্পটি পড়ে। তবে তনায়ার বন্ধ ঘরে না থেকে রুখে দাঁড়ানো উচিত।
এটা ঠিক বলেছেন আপু স্বপ্ন দেখার আগেই কারো কারো স্বপ্ন ভেঙে যায়। আর চার দেয়ালের মাঝে নিজেকে আবদ্ধ করে নিতে হয়।
আপনার লেখা গল্পটা অনেক সুন্দর ছিল আপু। আমার কাছে পড়তে যেমন ভালো লেগেছে তেমনই খুব খারাপ লেগেছে। কারণ হাসি খুশি একটা চঞ্চল মেয়ে এরকম ভাবে নিশ্চুপ হয়ে যাবে, এটা ভাবতেই পারিনি গল্পটা প্রথম থেকে পড়ার সময়। সবকিছু তো ভালোই হচ্ছিল, শেষে কেন তার সাথে এরকমটা হয়েছে?? কেন তাকে আনন্দের সাথে বাঁচতে দেয়নি মানুষের রূপী পশুগুলো?? কি দোষ ছিল নিষ্পাপ মেয়েটার। এরকমটা অনেকের সাথেই হয়। এটাই চাই যেন এরকম মানুষগুলো ধ্বংস হয়।
আমার লেখা গল্প আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। আমাদের চারপাশে এমন অনেক মানুষরূপী পশু লুকিয়ে আছে আপু।
বেশ লিখেছেন আপু। আমাদের সমাজে কিছু নরপশুর জন্য হাজারও তনয়ার স্বপ্ন অপূরন থেকে যায়।তনয়ারা নিশ্চুপ হয়ে যায়। কিন্তু নরপশুদের বিচার হয় না। ঘুরে বেড়ায় বীর দর্পে।
ঠিক বলেছেন আপু কিছু কিছু নরপশু আছে যাদের কখনো বিচার হয় না। তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় অপরাধ করার পরেও।