নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে পারিবারিক শিক্ষার প্রয়োজনীয়তা

in আমার বাংলা ব্লগ9 months ago

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন?আশা করি ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে হাজির হয়েছি। আসলে আজ আমি নৈতিক মূল্যবোধ সম্পর্কে কিছু কথা বলব। নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে পারিবারিক শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। একটি পরিবার যেভাবে গঠন করে সেই পরিবারের প্রতিটি ব্যক্তি একই মন মানসিকতা নিয়ে জন্মায়। পরিবারের প্রধান হচ্ছে বাবা-মা তাই বাবা মা যেভাবে সংসারটাকে পরিচালিত করবে সেই সংসারের সন্তানরাও তেমনি গড়ে উঠবে। আর এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে মা। কেননা বাবার চাইতে মায়ের কাছে বেশিরভাগ সময় কাটায় সন্তানরা। তাই নৈতিক মূল্যবোধ তারা মায়ের কাছ থেকেই বেশি শিখে। তাই নৈতিক মূল্যবোধ শেখানোর ক্ষেত্রে পরিবারে প্রধান হচ্ছে মা।

নৈতিক শিক্ষা হতে পারে এমন-----
বাবা-মা দাদা-দাদী এমনকি বড়দের শ্রদ্ধা করা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, মানুষের বিপদের সাহায্য করা, কাউকে কটু কথা বলে মনে আঘাত না দেয়া, অহংকার/ইগো দাম্বিকতা না দেখানো, আত্মীয়দের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখা, অতিরিক্ত লোভ লালসা থেকে দূরে থাকা ইত্যাদি। এসব বিষয় গুলো পরিলক্ষিত হয় একটি পরিবারের গঠন ব্যবস্থা থেকে। তবে এটি শুধু সন্তানদের শেখালেই হবে না ওই পরিবারের বাবা-মা যদি এমন ভাবেই চলে তবে সন্তানরাও তা দেখতে দেখতে শিখবে।

pexels-melike-benli-7392324.jpg
উৎস

এমন অনেক পরিবার আছে নৈতিক শিক্ষা সন্তানদের বললেও নিজেরা ঠিক সেভাবে চলে না জিতের অহংকার ও দাম্ভিকতাকে বেশি প্রাধান্য দেয়। তখন তাদের সন্তানরাও সেভাবেই গড়ে ওঠে কিন্তু নিজেরা তা স্বীকার করে না। বড় হয়ে যখন সেই সন্তান অহংকার অহমিকা নিয়ে থাকে তখন বাবা মায়েরা আর সামলাতে পারে না।তাই পরিবারের সন্তানদের এই নৈতিক শিক্ষা গুলো শিখানোর জন্য আমি মনে করি প্রতি সপ্তাহে অন্তত একবার পারিবারিক বৈঠক করা প্রয়োজন। যা দেখে সন্তানরা অভ্যস্ত হবে যে এই নৈতিক শিক্ষাগুলো তাদের জন্য কতটা জরুরী। কোন প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করলে সেটা হবে প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু এই নৈতিক শিক্ষা পরিবার ছাড়া আর কোথাও সম্পূর্ণভাবে শিখতে পারবে না নতুন প্রজন্ম। তাই আমি মনে করি নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে পারিবারিক শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম।

🌺 আশা করি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 9 months ago 

নৈতিক শিক্ষার শুরু হয় পরিবার থেকে। পরিবার সন্তানকে যা শিক্ষা দেয় তারা সেই শিক্ষায় বড় হয়। আসলে নৈতিক শিক্ষার জ্ঞান এবং অন্যান্য শিক্ষাগুলো আমরা সবাই পরিবার থেকে পেয়ে থাকি। আপু আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।

 9 months ago 

নৈতিক শিক্ষার জন্য পরিবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।একটা শিশুর বেড়ে ওঠা, নৈতিক শিক্ষা সবই পরিবার থেকে পেয়ে থাকে।তাই পরিবারের বড়দের উচিত ছোটবেলা থেকে সন্তানকে নৈতিক শিক্ষায় গড়ে তোলা।ধন্যবাদ আপু সুন্দর একটি বিষয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 9 months ago 

একজন মানুষের ক্ষেত্রে নৈতিক শিক্ষাটা হচ্ছে বড় বিষয়। সে কোন পরিবার থেকে এসেছে কিংবা মা বাবা কি শিখালো তা তার সারা জীবনে প্রভাব ফেলে। তাই প্রতিটি পরিবারের উচিত বাচ্চাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা। যদি নৈতিকতা না শিখে তাহলে সে কখনো ভালো মানুষ হতে পারে না। অনেক ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে।

 9 months ago 

আপনি বেশ সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন পোস্টটি আপু।আসলেই মানুষ পরিবার থেকে নৈতিক মূল্যবোধ শিখে থাকে।বেশ ভালো লেগেছে পোস্টটি।শিক্ষণীয় ছিল কথাগুলো।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।

 9 months ago 

নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে পারিবারিক শিক্ষা আসলেই অপরিসীম । একজন মানুষ পরিবার থেকে মূলত নৈতিক শিক্ষা লাভ করে। আপনার লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ আপু ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69650.24
ETH 3776.55
USDT 1.00
SBD 3.44