স্পোর্টসঃ আবারো পয়েন্ট ভাগাভাগি করতে হলো ম্যানচেস্টার সিটির
Credit: D A Z N
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার , ০৮/২০২৪
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সবসময়ই খেলা দেখতে পছন্দ করি এই জন্য মাঝে মাঝেই আমি খেলা দেখি এবং সেই খেলার রিভিউ গুলো আপনাদের মাঝে শেয়ার করি। সত্য কথা বলতে আমার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি খেলা গুলো দেখতে সবথেকে বেশি ভালো লাগে। কিন্তু গত কয়েকদিন যাবত লক্ষ্য করে দেখছি যে এই দলটা কোনভাবেই ভালো খেলা উপহার দিতে পারছে না।
Credit: bein sports 1
গত কয়েক দিনের মতো এই খেলাতে ও লক্ষ্য করে দেখলাম প্রথমেই ম্যানচেস্টার সিটি একটা গোল খেয়ে যায়।
Credit: bein sports 1
এরপরে দুইটা দলই খুবই ভালো খেলা খেলছিল আর কিছুক্ষণ পরেই হল্যান্ড একটা গোল করে তার দলকে সমতায় নিয়ে আসে।
Credit: bein sports 1
এরপরে ক্রিস্টাল প্যালেস আরো একটা গোল দিয়ে এগিয়ে যাই। আর কিছুক্ষণ পরে ম্যানচেস্টার সিটি আরো একটা গোল দিয়ে সমতায় ফিরিয়ে আনে দলকে।
Credit: D A Z N
এরপরে আর কোন দল গোল করতে পারেনি ২-২ গোলের মাধ্যমে খেলাটি শেষ হয়ে যায়। আর এরই মধ্য দিয়েই পয়েন্ট ভাগাভাগি করে দুইটা দল ফিরে যাই।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
টানা কয়েক সিজেন ইপিএল জেতার পরে এই প্রথম সিটি এতো পিছিয়ে রয়েছে। ক্রিস্টাল প্যালেসের সাথে ম্যাচটা বেশ দারুণ হয়েছিল। তবে শেষমেশ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিকে। এভাবে চললে এই সিজেনে আর লীগ জেতা হবে না সিটির।
এভাবে হারতে থাকলে কোন ভাবেই ভালো কিছু করা সম্ভব হবে না।