ব্রাজিলের সাথে ম্যাচের আগে আর্জেন্টিনার তরুণদের জয়
Credit: YouTube
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার , ২৪ /২০২৫
আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দলগুলোর খেলা দেখতে সবসময়ই অনেক বেশি ভালো লাগে। গত দিনে আর্জেন্টিনার খেলা ছিল আর এই খেলাকে কেন্দ্র করে সকলের মনের মাঝে অন্য রকমের একটা অনুভূতি কাজ করছিল। যদিও আমরা সবসময়ই ক্লাবের খেলা গুলো দেখে থাকি কিন্তু ক্লাবের খেলার মধ্যে ওই রকমের ফিল পাওয়া যায় না যে ধরনের ফিল পাওয়া যায় দেশের খেলা গুলোর মধ্যে। দেশের খেলা গুলো দেখার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠার প্রয়োজন হয় কেননা এই খেলা গুলো বাংলাদেশ সময় সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। গত দিনেও ঠিক তেমনিভাবে সকালে খেলা অনুষ্ঠিত হয়েছিল তাই সেহরি খাবার পরে আর ঘুমানোর মতো তেমন সুযোগ হয়নি।
উরুগুয়ে দলটা ছিল অনেক শক্তিশালী যার কারণে দুইটা দলের মধ্যে জমজমাট ফুটবল খেলা আমরা লক্ষ্য করছিলাম। যদিও এই বারের ইন্টারন্যাশনাল ব্রেকে আর্জেন্টিনার অনেক ভালো খেলোয়াড় উপস্থিত হতে পারেনি শুধুমাত্র তাদের ইনজুরির জন্য। আর এই কারণে অনেক তরুণ ফুটবলাররা জায়গা পেয়েছে দলে ।
তরুণ ফুটবলাররা যে খুব একটা খারাপ খেলছিল তা কিন্তু নয়। সব মিলিয়ে দুইটা দলই আমাদেরকে অনেক সুন্দর ফুটবল খেলা উপহার দিয়েছে।
খেলা যখন ৬৫ মিনিটের কাছাকাছি অবস্থান করছিল ঠিক সেই মুহূর্তে আর্জেন্টিনার তরুণ ফুটবলার আল-মাদা একটা গোল দিয়ে দলকে এগিয়ে নেয়। এরপরে দুইটা দলই গোল করার জন্য যথেষ্ট চেষ্টা করেছিল কিন্তু কোন দল তাদের কাঙ্খিত গোলের দেখা পায়নি।
আর এর মধ্য দিয়েই আর্জেন্টিনা জয় লাভ করে। পরবর্তী সপ্তাহে আর্জেন্টিনার খেলা রয়েছে তার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাথে। সেই খেলাটা ও আমি আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করব। যাই হোক ব্রাজিলের সাথে খেলা খেলার আগে আর্জেন্টিনা একটা স্বস্তির জয় পেল এটাই অনেক বড় কিছু। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এই পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হওয়া নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR




















Upvoted! Thank you for supporting witness @jswit.
💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project
@tipu curate
Upvoted 👌 (Mana: 4/8) Get profit votes with @tipU :)