ঈদের পূর্বে শেষ এসেম্বলি ক্লাস
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে দেখতে রমজান মাস শেষ হতে চলেছে আর রমজান মাস শেষ হয়ে যাবার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান ঈদের জন্য ছুটি দিতে শুরু করে দিয়েছেন। আমি লক্ষ্য করে দেখেছি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকদিন আগেই ঈদের ছুটি ঘোষণা করে দিয়েছে কিন্তু আমাদের স্কুলে ঈদের ছুটি একটু দেরিতে দেয়া হয়ে থাকে। অন্যান্য বছরগুলোতে আরো দেরিতে ঈদের ছুটি দেয়া হয় আমাদের এই স্কুলে কিন্তু এই বছর আমরা একটু আগেভাগেই স্কুলের ঈদের ছুটি দিতে পারলাম। আমরা সবসময় চেষ্টা করি আমাদের স্কুলের স্বাভাবিক নিয়ম গুলো বজায় রাখতে এক কথায় যে বিষয়গুলো আমাদের স্কুলের প্রতিষ্ঠার সাথে জড়িত এবং আমাদের স্কুলকে অন্যান্য স্কুলের থেকে আলাদা ভাবে প্রকাশ করে সেই কাজগুলো সব সময় করে যায়। বিশেষ করে এসেম্বলি ক্লাসের মত কার্যক্রম যেখানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সেখানে আমরা রমজান মাস হওয়ার সত্ত্বেও এসেম্বলি ক্লাসের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। গতকালকে আমাদের স্কুল ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে আর এটাই ছিল ঈদের আগে আমাদের সর্বশেষ এসেম্বলি ক্লাস।
আপনারা সকলেই জানেন যে আমাদের স্কুলে অনেক প্রজাতির সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে ঠিক যে সময়ে আমি ফটোগ্রাফি ধারণ করেছিলাম সেই সময়ে মাধবীলতা ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করলো আর তাই আমি এসেম্বলি ক্লাসের ফটোগ্রাফি ধারণ করার সাথে সাথে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি ও ধারণ করে নিয়েছি। এক কথায় আমি ছাত্র-ছাত্রীদের ফটোগ্রাফির সাথে একই ফ্রেমের মধ্যে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি নিয়েছি যেন ফুলের সৌন্দর্যের সাথে সাথে ছাত্রছাত্রীদের দেখতে আরো বেশি ভালো লাগে।
আপনারা ও হয়তোবা এই সৌন্দর্য টা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন কেননা এটা আসলেই ভালো লাগার মত একটা সৌন্দর্য। যাইহোক অন্যান্য বছরে তুলনায় এই বছর আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা অনেক বেশি ঈদের ছুটি পেল। আর ছুটি পেলে সবাই তো আনন্দে সময় অতিবাহিত করতে চাই। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile


















আপনার লেখা পড়ে মনে হলো যেন স্কুলের সেই প্রাণবন্ত পরিবেশে ফিরে গেলাম। ঈদের ছুটির আগের শেষ এসেম্বলি ক্লাসের প্রতিটি মুহূর্ত আপনি চমৎকারভাবে তুলে ধরেছেন। বিশেষ করে মাধবীলতা ফুলের সৌন্দর্য আর শিক্ষার্থীদের ফ্রেমবন্দি করার ভাবনাটা সত্যিই দারুণ! স্কুলের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার প্রতি আপনাদের আন্তরিকতা প্রশংসনীয়। সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
https://x.com/mostafezurr001/status/1904885525699510430?t=bUPy7Liw9kazoaYNc4CKVg&s=19
https://x.com/mostafezurr001/status/1904886151506518303?t=lrDDa0P4YDeGnQF9-526LQ&s=19
https://x.com/mostafezurr001/status/1904886707612516358?t=GBT5eNe24OVI5mgB2FgrIg&s=19
https://x.com/mostafezurr001/status/1904887242163970158?t=P7OrrDHtE_xgwu_wkkJ4QQ&s=19
https://x.com/mostafezurr001/status/1904887764593893784?t=HQbQBcAwNGMKu9Us7wS2Kw&s=19