নববর্ষের কেনাকাটা

in Incredible India9 months ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

IMG20250327203513.jpg

আর কয়েকটা দিন পরেই বাংলা মাস শেষ হয়ে যাবে। আবারো বাংলা মাস ধরে নতুন বছরের সূচনা হবে। বাঙালিরা নববর্ষের দিনে প্রচুর আনন্দ মজা করে কাটায়। এ ছাড়া সেদিন লক্ষ্মী গণেশ পূজার আয়োজন করা হয়। বাঙালিদের যেমন বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। তেমনি সারা বছর ধরে কেনাকাটা লেগেই থাকে। এই চৈত্র মাসে প্রায় সব জায়গাতেই চৈত্র সেল এর অফার দেয়। এই সময় আবারো নতুন বছরের জন্য সকলেই কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়ে। আমিও সর্বদা আমার পরিবারকে পুজোর সময় আর নববর্ষে নতুন জামা কাপড় দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে বাড়ির ছোট সদস্যদের দিতেই হয়। এখন বাংলা মাসের মাঝামাঝি সময় চলে এসেছে ।তাই এখন থেকেই শুরু করে দিয়েছি কেনাকাটা ।একদিনে সকলের কেনাকাটা করা হয় না বলে প্রথম দিন বাচ্চাগুলোর জন্য তাদের যাবতীয় জিনিস কেনার জন্যই চলে গিয়েছিলাম বাজারে।

IMG20250329175941.jpg

কেনাকাটা করার জন্য একজন সঙ্গী চাই ।তাই প্রথম থেকেই ভাবছিলাম এবারে কার সাথে কেনাকাটা করতে যাব ।কিন্তু সেদিন হঠাৎ আমার বর কাজে থেকে বাড়ি ফেরার পরেই আমাকে বলল চলো কেনাকাটা করতে। আমিও তার কথা মত চটপট রেডি হয়ে নিয়েছিলাম । সচরাচর ও একদমই কেনাকাটা করতে যেতে পছন্দ করে না। যদিও বাজারে জোর জবস্তি করে নিয়ে যেতে হয়। কিন্তু সেদিন কে নিজে মুখে বলল দেখে আমারও খুব ভালো লেগেছিল। প্রথমেই গিয়ে বোনেদের জন্য জামা কিনে নিয়েছিলাম। আমার বর আবার বেশি দোকানে ঘোরাঘুরি পছন্দ করে না। এমনিতেই প্রত্যেকটা দোকানেই খুব ভিড়। কারণ সামনেই ঈদ সকলে ঈদের বাজার করতে ব্যস্ত। যে দোকান কেনাকাটা করা হয় সেই দোকান থেকেই চটপট কিনে নিয়ে বাড়ি চলে আসতে হয়েছিল। তাই সেদিন আর বেশি ঘোরাঘুরি করা হয়নি।

IMG20250327203521.jpg

মামার দুই মেয়ে ,বোনের মেয়ে ,আর আমার এক বান্ধবী ছেলের জন্য জামা কেনা হয়েছিল। কেনাকাটা করেই সোজা চলে গিয়েছিলাম মামার বাড়িতে। কারণ দিদাও আমার কাছে বোনেদের জন্য কেনাকাটা করতে দিয়েছিল। দিদা অসুস্থ তাই একদমই বাইরে বেরোতে পারে না। দিদার যখনই কোন কিছু কেনাকাটার দরকার হয় আমাকেই কিনতে দেয়। সমস্ত জামা দিদাকে দেখানোর পর দিদার ভীষণ পছন্দ হয়েছিল। আর বাড়িতেই বড় মামার মেয়েকে সঙ্গে সঙ্গে ডেকে জামা দেখানো মাত্রই সে তো ভীষণ খুশি। এ বছরে আমি আর দিদা দুজনেই বড় মামীর জন্যে ও কুর্তি কিনে দিয়েছিলাম ।কারণ কোন বছরই বড় মামিকে কিছুই দেওয়া হয়ে ওঠে না। মামিও দেখলাম ভীষণ খুশি।

IMG20250329182204.jpg

এখনোও এক বোন আর বান্ধবীর ছেলের জন্য জামা দিতে যাওয়া হয়ে ওঠেনি। আশা করি সকলেই নতুন বছরে পোশাক পেয়ে ভীষণ খুশি হবে। এখনো আমার কোন কিছুই কেনাকাটা করা হয়নি অনেক কিছুই বাকি রয়েছে। আবারো কিছুদিন পর গিয়ে নিজের জন্য কেনাকাটা করব। নববর্ষের জন্য ও কেনাকাটা করার জন্য অনেক ধূম থাকে। নতুন নতুন পোশাক পড়তে বা কিনতে বেশ ভালোই লাগে।


আজ এইখানেই শেষ করছি। আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল।

Sort:  
 9 months ago 

সামনে যেহেতু পহেলা বৈশাখ আসছে তাই আপনারা নববর্ষের জন্য কেনাকাটা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছেন আসলে গত কয়েকদিন ধরে আমাদেরও ঈদের কেনাকাটা নিয়ে অনেক বেশি ব্যস্ততার মধ্যেই অনেকেই কাটিয়েছে তবে আপনি আপনার হাসবেন্ড এবং আপনার মামাতো বোন সহ কেনাকাটা করতে গিয়েছেন যেটা দেখে ভালো লাগলো ধন্যবাদ কেনাকাটার মুহূর্ত আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

TEAM 7 ¡Congratulations! This post has been voted through steemcurator09. We support quality posts, good comments anywhere and any tags.

1000098952.png

Curated By: @vivigibelis
Loading...

TEAM 7 ¡Congratulations! This post has been voted through steemcurator09. We support quality posts, good comments anywhere and any tags.

1000098952.png

Curated By: @vivigibelis
 9 months ago 

বাঃ! পয়লা বৈশাখের জন্য তো দারুণ কেনাকাটি করেছো। আর এই নববর্ষ গুলোকে কেনাকাটি না করলেও যেন ভালো লাগেনা। নিজের জন্য না হোক বাড়ির অন্য সদস্যদের জন্য তো কিনতেই হয় আর বিশেষ করে ছোটদের জন্য তো অবশ্যই।

আমার যদিও এখনো কেনাকাটি শুরু হয়নি। তবে ভাবছি আজ কালের মধ্যেই কেনাকাটি করতে বেরোবো।