বাঃ! পয়লা বৈশাখের জন্য তো দারুণ কেনাকাটি করেছো। আর এই নববর্ষ গুলোকে কেনাকাটি না করলেও যেন ভালো লাগেনা। নিজের জন্য না হোক বাড়ির অন্য সদস্যদের জন্য তো কিনতেই হয় আর বিশেষ করে ছোটদের জন্য তো অবশ্যই।
আমার যদিও এখনো কেনাকাটি শুরু হয়নি। তবে ভাবছি আজ কালের মধ্যেই কেনাকাটি করতে বেরোবো।