শখের ফটোগ্রাফি পর্ব-৬৩"কাশফুল।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • প্রকৃতির সৌন্দর্য
  • ১৭,সেপ্টেম্বর ,২০২৪
  • মঙ্গলবার

আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আজকের পোস্টে বিভিন্ন এলাকার বিভিন্ন সময়ে ঘোরাঘুরি মুহূর্তে কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি করা আমার অনেক শখ ।শখের বসেই করে থাকা হয় ফটোগ্রাফি। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চায় সুন্দর সুন্দর অনেক কিছুর দেখা মেলে সেগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ফটোগ্রাফি করা হয় মূলত। আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব কাশফুলের সৌন্দর্য। শরৎকাল যেহেতু এসে গিয়েছে কাশবনে সাদা ফুলে ভরে গিয়েছে। নীল আকাশের সাদা ফুলের মেলাতে হারিয়ে যেতে ইচ্ছে করে। ঢাকার মধ্যে ঠিক তেমনি একটি জায়গা উত্তরাতে দিয়াবাড়ি। ঠিক এই সময়টাতে এখানে অনেক মানুষের ভিড় জমে সবাই দেখতে আসে কাশফুলের অপরূপ সৌন্দর্য। চলুন আর কথা না বাড়িয়ে কাশফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করা যাক।


📸ফটোগ্রাফি📸


IMG20240917161106-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

  • সাদা রংয়ের এই ফুলটি দূর থেকে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে এ ফুল নদীর ধারে বেশি দেখা যায় নদীর ধারে গেলে আরো বেশি সৌন্দর্য ফুটে ওঠে। নদীর সৌন্দর্যের সাথে কাশফুলের সৌন্দর্য অনেক বেশি ভালো লাগে। তবে কোন এক ফাঁকা মাঠে যেখানে চারিপাশে শুধু কাশফুল সেখানে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে।

📸ফটোগ্রাফি📸


IMG20240917154213-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

  • পড়ন্ত বিকেলে সূর্য টা যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন অন্যরকম একটি সৌন্দর্য উপভোগ করা যায়। নীল আকাশের মাঝে এমন সাদা ফুলের দেখা মিললে দেখতে বেশ ভালোই লাগে। সূর্য টার জন্য যেন সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায়।

📸ফটোগ্রাফি📸


IMG20240917161122-01.jpeg

IMG20240917161151-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

  • নীল আকাশে যখন সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়।তখন আকাশের দিকে তাকিয়ে থাকতে যেমন ভালো লাগে তেমনি তেমন পরিবেশে কাশফুলগুলো সৌন্দর্য অসম্ভব সুন্দর লাগে।

📸ফটোগ্রাফি📸


IMG20240917161209-01.jpeg

IMG20240911161236-01.jpeg

IMG20240911123143-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

  • এই আধো আলো আধো আধো ছায়া দু'হাত ভরে নাও শরৎ এ ফোঁটা এক কাশফুল এনে আমার হাতে দাও। চলো দুজনে মিলে হারিয়ে যায় কাশবনে। সবাইকে অনেক খুঁজে দেয় জবা ফুল আমি না হয় দিলাম কাশফুল। তুমি কি যাবে আমার সাথে কাশফুলের সৌন্দর্য দেখতে।

আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 months ago 

প্রকাশ ফুলের অপরূপ সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হলাম। কি সুন্দরময় ফটোগ্রাফি গুলো করেছেন। সত্যি দেখে অনেক ভালো লাগলো। এই জায়গাতে ভ্রমণের ইচ্ছা জাগল।

 2 months ago 

ভাইয়া আপনি আপনার শখের ফটোগ্রাফিতে আজ কাশ ফুলের চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন।যা দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দরভাবে ক্যাপচার করেছেন দৃশ্য গুলো।দারুন ছিল সবকিছু মিলিয়ে। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 months ago 

অনেকদিন পরে কাশফুল দেখলাম। আর সুন্দর কাশফুল দেখেই তো আমি একেবারে মুগ্ধ হলাম। কাশফুলের এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন আপনি, যে দেখবে তার কাছেই খুব ভালো লাগবে। এরকম মনোমুগ্ধকর ফটোগ্রাফি সবাই অনেক পছন্দ করে। আমি নিজেও খুব ভালোবাসি এরকম ফটোগ্রাফি গুলো। কাশফুলের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে ফটোগ্রাফি করার পর। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো সব সময় দেখতে চাই।

 2 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে কিছু কাশফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কাশফুলের ফটোগ্রাফি সত্যি আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে। শরৎকালে যখন বাড়ি আঙিনায় কাশফুল ফোটে দেখতে বেশ ভালো লাগে। এত সুন্দর ভাবে বর্ণনা দিয়ে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 months ago 

বর্তমান সময়ে কাশফুল প্রায় সব জায়গায় হয়ে উঠেছে।আর এই কাশফুলের সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য কাশবনের মধ্যে ভীড় জমে উঠেছে। আপনি দেখছি আজকে বেশ কয়েকটি কাশফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 months ago 

শরতের নীল আকাশ এবং কাশফুলের সৌন্দর্য অনেক বেশি মনমুগ্ধকর। ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে উত্তরার ওই দিক থেকে ক্যাপচার করেছেন। সেই এলাকা গুলো তে এই সময় অনেক কাশফুল দেখা যায়। আপনার ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

যে কোন কিছুর রেনডম ফটোগ্রাফি করলে আমার কাছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি ফুলের রেনডম ফটোগ্রাফি করা হয় তাহলে তো কোন কথাই নেই। কারণ ফুল এমনিতেই সুন্দর, আর ফুলের রেনডম ফটোগ্রাফি করলে ফুলগুলোর সৌন্দর্য আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। আজকে আপনি যে ফুলের ফটোগ্রাফি করেছেন এগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

 2 months ago 

কাশফুলের সুন্দর ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন। যেখানে আকাশের সাথে কাশফুলের চিত্র দারুন ভাবে ক্যামেরাবন্দী করা হয়েছে। শরতের আকাশের মেঘ আর কাশফুল আমি খুব পছন্দ করি। অনেক অনেক ভালো লাগলো দেখে।