রক্ত দান
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- রক্ত দান
- ১৬,ডিসেম্বর ,২০২৪
- সোমবার
হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব রক্তদান নিয়ে কিছু কথা। রক্তদান এমন একটি মহৎ কাজ যা নিজের রক্ত দিয়ে অন্য কারো জীবন বাঁচান এর থেকে ভালো কাজ আর কি হতে পারে বলুন? যে রোগীর যখন রক্ত লাগে সে রোগের লোকজনে বুঝে রক্ত ম্যানেজ করা কত কষ্ট। যদি ঠিকঠাক মত এবং সময়মতো রক্ত খুঁজে না পাওয়া যায় তাহলে রোগীর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন তারা অনেক বেশি টেনশন এর মধ্যে পড়ে যায়। আর আমরা যারা রক্তদান করি তারা সময় পেলেই কোন রোগের লোকজনের ফোন পেলেই ছুটে চলে যায় শরীরের রক্তদান করার জন্য।
এটা একটি ভালো লাগার কাজও বটে আমার রক্ত দ্বারা অন্য কারো জীবন বাঁচানো এর থেকে আর ভালো কাজ কি হতে পারে। আর এই রক্তদান গুলো সব থেকে বেশি করে ছাত্রসমাজ। তারা কোন কিছু না ভেবেই চলে যায় রক্ত দেওয়ার জন্য। তারা নিঃস্বার্থভাবে কাজগুলো করে থাকেন। রক্তদানের জন্য অনেক গ্রুপ আছে যদি কারো রক্ত প্রয়োজন হয় তাহলে তাদের সাথে যোগাযোগ করলে তারা ডোনার ম্যানেজ করে দেন। সময় মত রক্ত পাওয়া যে কত ভাগ্যের ব্যাপার যার রক্তের প্রয়োজন সেই বুঝে।
Device : Realme 7
What's 3 Word Location :
আমারও হঠাৎ করেই রক্তদানের সুযোগ এসেছিল আমি কখনো এই সুযোগ পেলে হাতছাড়া করি না। গত ১৪ তারিখে ঢাকা মিরপুরের ডেল্টা হাসপাতালে রক্তদানের জন্য আমি এবং আমার বন্ধু অঙ্কন সেখানে যাই। রোগীটা ক্যান্সারের রোগী একজন বৃদ্ধ মহিলা আর প্রচুর পরিমাণে রক্ত লাগছে। যেহেতু ক্যান্সারের রোগী তাই রোগ প্রতিরোধ ক্ষমতা টাও কমে গিয়েছে সেজন্য রক্ত ওইভাবে তৈরি হচ্ছে না। মূলত আরো দুইদিন আগে রাতে দেওয়ার কথা ছিল। সেদিন অবশ্যই অন্য একজন পেয়েছিল সেজন্য আমাকে আর যেতে হয়নি। শনিবার ছিল দিনটা আমি সেদিন অফিসে যাইনি ঘুমাচ্ছিলাম সকালে হঠাৎ আমার রুমমেট প্লাস ভাই ফোন দিয়ে বলল রক্ত দিতে যেতে হবে। চোখে প্রচুর ঘুম প্রথমে মনে হচ্ছিল না যাব না। কিন্তু এটা যেহেতু রক্ত দেওয়ার বিষয় কারণ যার রক্ত লাগে সেই বোঝে এটা ম্যানেজ করার কি কষ্ট তাই আর দেরি না করে চলে গেলাম বাইক নিয়ে ডেল্টা হাসপাতালে। হাসপাতালের প্রশাসন অনুযায়ী প্রথমে আমাকে একটি ডাক্তারের কাছে পাঠালো তারপর বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাস করল এবং ব্লাড প্রেসার মাপলো সব ঠিকঠাক। তখন আমাকে পাঠালো প্যাথলজি বিভাগে ব্লাড টেস্টের জন্য। টেস্টের জন্য ব্লাড স্যাম্পল দেওয়ার পর আমাদেরকে এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে। তখন ঘড়ির কাটায় সময় একটা বেজে গিয়েছে আমরা হাসপাতালের ক্যান্টিনে গিয়ে হালকা নাস্তা করি এবং অনেকটা সময় বসে থাকি।
Device : Realme 7
What's 3 Word Location :
তখন জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে এবং সাথে আরেকজন ব্লাড ডোনার ছিল। একদিনে ব্লাড লাগবে তাই দুইজন ডোনার এসেছে আমরা দুজনের সালাত আদায় করার জন্য মসজিদে চলে যায়। সালাত আদায় শেষ করে এসে প্যাথলজি বিভাগের ব্লাড ব্যাংকের ঐখানে চলে যায়। আমাদের দুজনের একসাথে ব্লাড নেওয়া শুরু করে। ব্লাড নিতে ৪ মিনিট সময় লাগে গিয়েছে। ব্লাড দেওয়া শেষ করে কিছু সময় বিশ্রাম গ্রহণ করি। তারপর বাইরে বের হতে যাচ্ছি তখন হাসপাতাল থেকে একটি জুস এবং এক প্যাকেট বিস্কিট উপহার দিয়েছে।
Device : Realme 7
What's 3 Word Location :
সবকিছু নিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তখন ঘড়ির কাঁটায় প্রায় সময় দুপুর ৩ টা বেজে গিয়েছে। ব্লাড দেয়ার পর বেশ ক্লান্ত লাগছিল সেজন্য আর বাইক রাইড করিনি আমি বন্ধু অংকনকে বললাম তুই ড্রাইভ আমি পিছনে বসছি। তারপর বাসায় এসে ছোট্ট একটি ঘুম দিলাম এবং সন্ধ্যার সময় আবার ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল সেই প্রেসারে ঘুম ঠিকঠাক মতো হলো না।
আমি কখনো রক্তদানের সুযোগ হাতছাড়া করি না ।এটা একটি মহৎ কাজ মনে হয় আমার কাছে কারণ আমার রক্তের বিনিময়ে যদি কারোর জীবন বেঁচে যায় তাহলে এর থেকে আর ভালো কি হতে পারে। রক্তদান আমাদের শরীরের জন্য অনেক উপকার বয়ে আনে। তাই আমরা সবাই যদি সুযোগ পাই এবং শরীর সুস্থ থাকে তাহলে রক্ত দান করব ইনশাল্লাহ।
আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
@tipu curate
Upvoted 👌 (Mana: 4/6) Get profit votes with @tipU :)
নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ। ক্যান্সার আক্রান্ত মহিলাটিকে রক্তদানের মাধ্যমে এই ভালো কাজের ধারাবাহিকতা ধরে রেখেছে বন্ধু। অনেকেই আছে রক্ত দেয়ার কথা শুনলে নানা অজুহাত দেখায় তবে বড় ভাইয়ের কথা অনুযায়ী মহিলাটিকে রক্ত দিয়ে মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছো সর্বদা তোমার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো।
ভাই আপনি রক্তদান করেছেন এটা জেনে সত্যি আমার কাছে বেশ ভালো লাগলো। আসলে রক্তদান করার সুযোগ আসলে আমি নিজেও কখনো হাতছাড়া করি না। সব সময় চেষ্টা করি অন্যের কিছুটা হলেও উপকার করার জন্য। সব সময় পরোপকারী নিজেকে বিলিয়ে দিয়ে মানবিক কাজে সেবা করুন । আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন রইল।
মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। এটাই তার বড় প্রমাণ। যেটা অনেক বড় পাওয়া এরকম অনেক বার রক্ত দিয়েছো মামা। এই মহৎ কাজ সত্যিই একটা প্রশান্তির বিষয়। অনেক অনেক শুভকামনা রইল এভাবেই মানুষের সেবায়ব্রত হও।
আসলে আমরা সবাই জানি যে রক্তদান একটি মহৎ দান। আর আমাদের চারিপাশে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় দেখতে পাই যে বিভিন্ন প্রতিষ্ঠান এই রক্তদান উৎসব পালন করে এবং এর ফলে দেশের মানুষের অনেক উপকার হয়। আপনি এমন একটা ভাল কাজে অংশগ্রহণ করতে পেরেছেন জানতে পেরে আমি খুব খুশি হলাম।
রক্তদানের চেয়ে মহৎকাজ আর হতে পারে না। আপনার ইচ্ছাশক্তি টা দেখে ভালো লাগল। কখনোই আপনি রক্তদান করতে অস্বীকার করেন না। আপনার জন্য শুভকামনা ভাই।