গরমের মধ্যে রিক্সা বিলাস।

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • রিক্সা বিলাস
  • ৩০,এপ্রিল ,২০২৪
  • মঙ্গলবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। ব্যস্ততম নগরীতে মাঝে মধ্যে রাতের বেলায় রিক্সা নিয়ে ঘুরাঘুরি করতে ভালোই লাগে। এখন অনেক বেশি গরম পড়ছে তবে ঘোরাঘুরির তিনটা আজকে নয়। তখন ক্যালেন্ডারের পাতায় তারিখ ছিল ১৯-০৪-২০২৪। প্রচন্ড গরমে আমরা রুমের মধ্যেই বসে ছিলাম। হঠাৎ করেই ভাই বলল এই গরমের মধ্যে চলো বাইরে গিয়ে রিক্সা নিয়ে একটু ঘুরে আসি আর লাচ্ছি খেয়ে আসি। আমাদের মূলত উদ্দেশ্য ছিল প্রচণ্ড গরমে লাচ্ছি খাওয়ার সাথে রিক্সা বিলাশ।


IMG20240419194055-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

ঘড়ির কাঁটায় যখন রাত আটটা বেজে 15 মিনিট তখন আমি এবং আমার বন্ধু অংকন সাথে ভাই ছিল আমরা তিনজন বের হয়ে গেলাম গরমের মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস খুঁজতে। আমাদের বাসা থেকে বাসস্ট্যান্ডে যেতে ১৫ মিনিট সময় লাগে। আমরা বাস স্ট্যান্ডের দিয়ে অনেক খোঁজাখুঁজি করে একটা অটো রিক্সা পাই আমরা যাব জিগাতলা পিলখানার সামনে। আমরা যখন একসাথে উঠি তখন ঘড়ির কাটায় সময় আটটা বেজে ৩৬ মিনিট। রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল ঈদের ছুটি কাটিয়ে তখন ও সবাই ব্যস্ততম নগরীতে আসেনি তাই রিক্সা নিয়ে যেতে বেশ মজায় লাগছিল। আমার বন্ধু অঙ্কন বসে বসে গান গাইতেছিল আর আমরা শুনতেছিলাম।


IMG20240419203104-01.jpeg

IMG20240419203127-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমাদের যেতে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লেগেছিল আমরা ওখানে গিয়ে পাতাম রেস্তোরার সামনে নামি। খোলা পরিবেশে দারুণ একটি জায়গা। অনেক বেশি বাতাস বইতেছিল তাই ভাবলাম আমরা ওইখানে ভিতরে বসে কিছু খাওয়া দাওয়া করি এবং সময় কাটায়। প্রথমে গিয়ে বসার জন্য কোন টেবিলে পাচ্ছিলাম না হঠাৎ করে একটি টেবিল ফাঁকা পেয়েছিলাম।


IMG20240419195846-01.jpeg

IMG20240419203047-01.jpeg

IMG20240419202232-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

তারপর প্রথমে কফি অর্ডার করি এবং বসে বসে কফি খেতে থাকি। বসে থাকতে এতই ভালো লাগছিল যে মনে হচ্ছে এখানে বসে আরো কিছু খাবার খেলে ভালো হতো। তাই খাবারের মেনু দেখে লুচি এবং চিকেন বটি কাবাব অর্ডার দেই। এমন পরিবেশে এই খাবারটি খেতে অনেক বেশি ভালো লাগছিল। খাবারের মানটাও বেশ ভালো ছিল গরমের মধ্যে প্রচুর বাতাস হচ্ছিল পরিবেশটাও অসম্ভব ভালো ছিল। তবে এখানে মানুষের ভিড় তুলনামূলক একটু বেশি।


IMG20240419203656-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা এখান থেকে খাওয়া-দাওয়া শেষ করে তখন গেলাম লাচ্ছি খেতে। গরমের মধ্যে লাচ্ছি খেতে অনেক বেশি মজা লাগে। যেমন গরম পড়েছে তাই এসব দোকানে ভিড় টাও বেশি হয়েছে। আমরা তিনজনে তিনটা লাচ্ছি অর্ডার করি এবং বেশ কিছু সময় অপেক্ষা করতে হয় কারণ মানুষের ভিড় একটু বেশি ছিল। গরমের মধ্যে ঠান্ডা খাবার গুলো খেতে অনেক বেশি ভালো লাগে তবে এটা শরীরের পক্ষে বেশ ক্ষতিকর। বিশেষ করে গলা বসে যায় ঠান্ডা লেগে যায়। তারপর আমরা লাচ্ছি খাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেই। এখনো আমাদেরকে রিকশা খুঁজে রিক্সায় যেতে হবে। কারণ রাতটা বেশ গভীর হয়ে গিয়েছে এখন রিকশাতে গেলে বেশি মজা লাগবে। অবশেষে রিক্সা খুঁজে পাই এবং বাসায় চলে আসি।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 last month 

খেতে গেলেল লাচ্ছি, অথচ গিয়েই আগে খেলেন কফি! অবশ্য বলছেন যে বাতাস ছিলো, আর সেই আবহাওয়ায় বেশ ভালোই লাগছিলো। আর সাথে বন্ধুরা থাকলে তো যে কোন পরিবেশেই ভালো লাগার কথা। তবে ওখানে এই লুচি চিকেন চাপ আমিও খেয়েছি। বেশ চলে ওখানে ওদের এই ব্যবসা! জম্পেশ খাই দাই করে অবশেষে লাচ্ছি খেয়ে আবারো রিক্সাবিলাস করতে করতে বাসায় ফিরলেন!

 29 days ago 

লাচ্ছি শেষে খেয়েছি যাতে ঠান্ডায় ঠান্ডায় বাসায় চলে যাওয়া যায়

 last month 

আপনার দেখছি এই গরমের মধ্যে রাতের বেলা রিকশায় ঘোরাঘুরি করেছেন। আসলে রাতের বেলা রিকশায় ঘোরাঘুরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে বর্তমানে রাতের বেলা যে পরিমাণ গরম তাতে রুমের মধ্যে থাকা খুবই কষ্টকর। আপনারা এই গরমের মধ্যে ক্ষিপ্ত হয়ে শহরের মধ্যে রিকশায় ঘোরাঘুরি করেছেন। আপনারা বেশ ভালো একটি সময় উপভোগ করেছেন।

 29 days ago 

আমাদের মুল উদ্দেশ্য ছিলো লাচ্ছি খাওয়া। সেই সাথে আমারা যদি রিকশাতে যাই ব্যাপারটা আরো ভালো জমবে। সেইজন্যই রিকশা করে যাওয়া

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67851.83
ETH 3772.50
USDT 1.00
SBD 3.61