শখের ফটোগ্রাফি পর্ব-৬৬
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- শখের ফটোগ্রাফি
- ২৩,জানুয়ারী ,২০২৪
- বৃহস্পতিবার
আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আজকের পোস্টে বিভিন্ন এলাকার বিভিন্ন সময়ে ঘোরাঘুরি মুহূর্তে কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি করা আমার অনেক শখ ।শখের বসেই করে থাকা হয় ফটোগ্রাফি। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চায় সুন্দর সুন্দর অনেক কিছুর দেখা মেলে সেগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ফটোগ্রাফি করা হয় মূলত। কোন একদিন কোন এক দর্শনীয় স্থানে ঘুরতে গেলে সেখানকার পরিবেশের ছবি তুলতে বেশ ভালো লাগে। আজকের পর্ব সাজিয়েছি ভিন্ন ভিন্ন প্রকৃতির রূপ।
📸ফটোগ্রাফি📸
- কোন সুন্দর দৃশ্য দেখলে ক্যামেরা বের করে ছবি তোলা আমার অনেক বড় একটি নেশা।পথ চলার পথে অনেক ধরনের দৃশ্য চোখের সামনে পড়ে। সবকিছু ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না।ঢাকা শহরে মশা নিধনের এই প্রক্রিয়াটা সবারই চোখে পড়বে। মনে হয় যেন মশা মারতে কামান সেট করেছে সত্যি সত্যি।
Device : pixel 7
What's 3 Word Location :
📸ফটোগ্রাফি📸
Device : pixel 7
What's 3 Word Location :
- রংবেরঙের বেলুন গুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে।বিশেষ করে যে জায়গাগুলোতে মানুষের ভিড় জমে সেখানে এগুলো দেখা মেলে। এই বেলুনে লাইট জ্বলতে থাকে জন্য রাতের বেলা অনেক বেশি ভালো লাগে।
📸ফটোগ্রাফি📸
Device : pixel 7
What's 3 Word Location :
- এই ছবিগুলো তোলা ঢাকার পপুলার একটি রাস্তা থেকে হয়তো ছবি দেখে অনেকেই জায়গাটি চিনে ফেলেছেন। এটি ঢাকা পূর্বাচল এক্সপ্রেস হয়ে অথবা ৩০০ ফিট দুই নামেই মানুষ জানে।বিশেষ করে লাইটিং গুলো দেখতে অনেক বেশি চমৎকার লাগে।
📸ফটোগ্রাফি📸
Device : pixel 7
What's 3 Word Location :
- ব্যস্ততম দিন পার করে সন্ধ্যার পরে চায়ের আড্ডাটা বেশ ভালোই জমে ওঠে। আমরা অফিস শেষ করে এখানেই চা খেতে যাই বেশ ভালো লাগে জায়গাটি। এমন একটি আড্ডা জমেছে এই চায়ের আড্ডাখানায়।
📸ফটোগ্রাফি📸
Device : pixel 7
What's 3 Word Location :
- রাতে সৌন্দর্য চাঁদে রাতের আকাশে চাঁদ থাকলে রাতটা অনেক বেশি মধুময় হয়ে ওঠে।চাঁদনী রাতে প্রিয় মানুষের সাথে বসে বসে অনেক বেশি ভালো লাগে তবে দুঃখের বিষয় হলো সেই প্রিয় মানুষটাই আমার নেই তো ভালো লাগার বিষয়টাও আর বলতে পারছিনা। চাঁদনী রাতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তখন চাঁদের দিকে তাকানো যায় তখন মনে হয় চাঁদটাও আমার সাথে হেঁটে চলছে আমাকে আর একা মনে হয় না।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।













আজ আপনি আমাদের মাঝে বিভিন্ন ধরনের কতগুলো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। প্রত্যেকটি ফটোগ্রাফার আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এছাড়াও ফটোগ্রাফি সম্পর্কে আপনি যে বিবরণ দিয়েছেন তা অনেক বেশি সুস্পষ্ট ছিল। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভিন্ন ভিন্ন কিছু ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। দেখে মনে হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার কোন ফটোগ্রাফি করেছে। দারুন হয়েছে আপনার আজকের ফটোগ্রাফি গুলো। যেকোনো জায়গাতেই এই ঝিলিমিলি বেলুনগুলো এখন দেখা যায়। এগুলো আসলে ট্রেন্ডিংয়ে রয়েছে। যাইহোক ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি করতে আমিও অনেক পছন্দ করি। খুব ভালো লাগে আমার কাছে ফটো ধারণ করতে। এর আগে এত ভালোলাগা আমার মধ্যে ছিল না। তবে সেই ভালোলাগা সৃষ্টি হয়েছে এই কমিউনিটিতে যুক্ত হয়ে। অনেকগুলো সুন্দর ফটো করেছেন আপনি।
রংবেরঙের বেলুন থেকে শুরু করে সন্ধ্যার চায়ের আড্ডা, সমস্ত ছবিগুলি ভীষণ সুন্দর তুলেছেন। আর এই ধরনের রেনডম ফটোগ্রাফ দেখতে খুব ভালো লাগে। কোন বিষয়ভিত্তিক ফটোগ্রাফি থেকেও এই ধরনের রেনডম ফটোগ্রাফ মানুষের কাছে অনেক প্রিয়। এত সুন্দর সবকটি ছবি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।
বাহ্ আপনি দেখছি বেশ কয়েকটি নানা রকম দূশ্য নিয়ে ফটোগ্রাফি উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।রংবেরঙের বেলুনের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগলো।আর আপনি ঠিক বলেছেন রাস্তা ঘাটে যেকোনো সুন্দর দৃশ্য দেখলেই ক্যামেরা বের করে ছবি উঠায় । আমাদের এখন এক নেশায় পরিনত হয়েছে।
আপনি আজকে আপনার শখের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে শখের জিনিস গুলো দেখতে অনেক সুন্দর হয়। তেমনি আপনার শখের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনার ফটোগ্ৰাফি গুলো নানা ধরনের হওয়ায় দেখতে আরো বেশি সুন্দর লাগছে।
বন্ধু তোমার ফটোগ্রাফি মানেই ভিন্ন কিছু। আজকে তোমার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকারভাবে ক্যাপচার করেছো এক কথায় অসাধারণ হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
আজকে আপনি চমৎকার কিছু শখের ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফটোগ্রাফি সত্যিই চমৎকার হয়েছে। আসলে এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে বার বার মন চায়। বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লাগলো। আর শহরে এমনিতে মশা অনেক বেশি থাকে। এবং ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
মশার যে অবস্থা দেখছি এবার আর এটাতে কাজ হবে না। সরাসরি কামানই আনতে হবে হা হা। ওটা সম্ভবত ঝিলমিল বেলুন হা হা। চাঁদ টা বেশ সুন্দর লাগছে। অন্য ফটোগ্রাফি গুলো বেশ দারুণ করেছেন ভাই। সবমিলিয়ে বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।