জয়িতা উদ্যোগী মেলায় একদিন।
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আজ আপনাদের মাঝে শেয়ার করছি আমার হলের পহেলা বৈশাখ উপলক্ষে জয়িতা উদ্যোগী মেলার আয়োজন নিয়ে।
হলের জীবন অনেক সুন্দর। বাবা মা থেকে এতো দূরে এসে, রক্তের সম্পর্কের বাইরে কিছু মানুষ অনেক আপন হয়ে ওঠে। তাদের ঘিরে তৈরি হয় নতুন এক জীবন। অনেক ভালো মন্দ অভিজ্ঞতার ভিতর দিয়ে আমাদের এই জীবন।
নানা রকমের সংগ্রাম এর ভিতর এই জীবনের যাত্রা। অনেক পরীক্ষা নিয়ে বন্ধুরা মিলে হৈচৈ করে পড়াশোনা করা, সকলে একসাথে খাওয়া, ইফতার করা সব কিছু মিলেই এই জীবন টা অসাধারণ। মুক্ত বাতাস নেওয়ার একটা জায়গা। যেখানে আপনাকে কোনো কিছু বলার কেউ নেই। নিজের মতো করে জীবন গড়ার একটা জায়গা এই হল জীবন
যে যেমন চায় সে তেমন করে সুন্দর করে গড়ে নিতে পারে তার জীবন কে।
হলের অনেক আপুরা নিজেদের উদ্যোগে স্বাবলম্বী হওয়ার ক্ষুদ্র যে প্রয়াস করেছেন তাদের নিয়েই এই মেলা। তাদের অনেকের নিজেদের তৈরী জিনিসপত্র নিয়ে ছোট খাট এই মেলা। খুব ভালো লেগেছে আমার।
একদিন আগে থেকেই হলটাকে নতুন বউয়ের মতো লাল টুকটুকে করে সাজানো হলো। নানা রকমের লাল নীল লাইট দিয়ে সাজানো হলো হলটাকে। মেলা উপলক্ষে আপুরাও অনেক খুশি ছিলো
আমরা চার বান্ধবী পুরো মেলা ঘুরলাম। আমার ছোট্ট স্টুডেন্ট এসেছিলো মেলায়। সে তার ফটো জার্নাল নিয়ে অনেক কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছিলো এবং সেও খুবই খুশি ছিলো।
জয়িতা উদ্যোগ মেলা আসলে মেয়েদের স্বাবলম্বী হওয়ার একটা অনুপ্রেরণা। এখানে থেকে অনেকেই অনেক অনুপ্রেরণা পেয়েছে নিজের পায়ে দাড়ানোর।
পহেলা বৈশাখ বর্ষ বরণের সাথে সাথে হলের দেওয়া স্পেশাল খাবার খাওয়া সবার মাঝে উৎসবের আমেজ চলছিলো।
রোজা থাকার কারণে মেলার যেন কোনো আঁচড় পড়েনি। সকলে সমান আনন্দ করেছে। বাহিরে থেকেও অনেকে তাদের কাছে আত্মীয় স্বজন কে নিয়ে এসেছিলো।
আমিও মেলা থেকে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম। সব মিলিয়ে অসাধারণ আমাদের হলের এই জয়িতা মেলা।
ধন্যবাদ সকলকে।
ডিভাইস :Huawei
মডেল:y7pro
ছবিতে :mstnusrat
আসলেই ফলের জীবনটা বেশ সুন্দর। একদম মুক্ত আকাশের মত, তবে বেশি দিন হলে থাকলে একটা একঘেয়ামি চলে আসে নিজের মধ্যে,তবে সবার হয় কি না সেটা জানি না😃। আর সত্যি বলতে মেলাটি বেশ ভালোই লেগেছে আমার আর আপনার উপস্থাপনায় খুবই চমৎকার ভাবে ফুটে উঠেছে।
ধন্যবাদ ভাইয়া।
আসলে হলের জীবনটা বেশ সুন্দর লাগে একসঙ্গে সকলের সাথে মিলেমিশে বসবাস বন্ধুবান্ধবরা।যেন একটা পরিবারের মত আবদ্ধ হয়ে যায়।আসলে বেশ ভালো লাগে সকলের সাথে একসাথে বসে ইফতার করা সব মিলিয়ে দারুন।আপনি মেলা থেকে অনেক জিনিসপত্র কিনেছেন। যাক বেশ ভাল লাগল। সুন্দর একটি মুহূর্ত যখন করেছেন রোজা থেকেও।
ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপু আপনি অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন, হলে থাকা যেমন আলেন্দের তেমনি ব্যদনাময়, মাঝে মাঝে বাবা-মা এর কথা ভিসন মনে পরে, যাই হোক অনেক সুন্দর একটি মূহুর্ত কাটিয়েছেন, শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
বাহ আপনি তো জাতীয় উদ্দেক্তা মেলার ভালো কিছু বৈশিষ্ট্য আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার এমন কিছু দৃশ্য দেখে আমার অনেক ভালো লাগলো। এবং আপামর লেখা গুলো আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করছেন যা দেখে আমার সত্যিই অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনার এত সুন্দর একটি পোস্ট মাদের সাথে সেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
বৈশাখী উপলক্ষে জয়িতা উদ্যোগী মেলায় খুব সুন্দর মুহূর্ত পার করলেন। এরকম মুহূর্ত উপভোগ করতে সবাই পছন্দ করে। আপনার মেলায় কাটানো মুহূর্তের গল্প পড়ে ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ
হলে এক সাথে সবাই মিলে থাকতে কিন্তু ভালোই লাগে । এ ঠিক যেন একটা পরিবারের মত ।আসলে বেশ ভালো লাগে সকলের সাথে একসাথে বসে ইফতার করা সব মিলিয়ে দারুন।আপনি মেলা থেকে অনেক জিনিসপত্র কিনেছেন। যাক বেশ ভাল লাগল। সুন্দর একটি মুহূর্ত দেখতে পেলাম। ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া।
খুব সুন্দর কিছু ফটো চিত্র আপনি আপনার পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন।আর মেলাতে ঘুরতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
জয়িতা উদ্যোগী মেলায় যাওয়ার অভিজ্ঞতাটি বেশ চমৎকার হয়েছে। মেলাটি বেশ ভালোই লেগেছে। অনেক সুন্দরভাবে মেলাটির বর্ণনা আমাদের সামনে তুলে ধরেছেন।
ধন্যবাদ আপু।
এই ধরণের মেলা মেয়েদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেকাংশে কাজ করে।
জ্বি আপু একদম ঠিক বলেছেন। ধন্যবাদ 💖💖।