আমার নিত্যদিনের ব্যবসাহিক কাজকর্ম।তারিখ : ৩১-০১-২০২৫

in #steemexclusive11 months ago

আসসালামুআলাইকুম

আগের ব্লগেই আমি বলেছিলাম যশোরে ঢালাই কারখানায় মাল আনলোড করে এসে এই গাড়িতেই আবার ঢাকার উদ্দেশ্যে লোহা লোড করব। এজন্য খুব সকাল করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার বাসা থেকে কারখানায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু সকাল করে আশার কারণ হলো আমার ম্যানেজার আমার অপেক্ষায় ছিল। তার সাথে কিছু আর্থিক লেনদেনের কাজ ছিল। ম্যানেজারের সাথে কাজ শেষ হওয়ার পর আমার ম্যানেজার গাড়ি এবং শ্রমিকদেরকে নিয়ে বেরিয়ে পড়ল।

IMG_4869.jpeg

পাশের উপজেলায় আমার কয়েকটি দোকান রয়েছে এই সকল দোকানে মাল তুলতে গিয়েছে। এরই মধ্যে সাতক্ষীরা থেকে আমার কাছে এক গাড়ি লোহা এসেছে। আমি সেই গাড়ির ড্রাইভার কে বলেছিলাম আপনি সরাসরি এই মাল নিয়ে ঢাকায় চলে যান আমি আপনাকে আমার কারখানার নামে চালান করে দিচ্ছি। কিন্তু ড্রাইভার এর কিছু ব্যক্তিগত কারণে তিনি ঢাকায় যেতে চাননি। তখন আমার যে গাড়ি লোড হচ্ছিল সেই গাড়িতে মাল লোড করার জন্য আমার কারখানায় শ্রমিকদেরকে বললাম।

IMG_4875.jpeg

শ্রমিকরা দুইটি ট্রাক পাশাপাশি রেখে সাতক্ষীরা থেকে আসা ট্রাকের মালগুলো আমার ট্রাকে তুলছিল। এরই মধ্যে দুপুরের খাবার সময় হয়ে গেল আমি দুপুরে হোটেলে খাওয়া দাওয়া করেছি। সেই সাথে আমার শ্রমিকেরাও দুপুরের খাওয়া দাওয়া করে নিল। এই গাড়ি সম্পূর্ণ লোড হতে অনেক সময় লাগবে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে শ্রমিকরা তাদের কাজে লেগে পড়লো। এরই মধ্যে আরো কয়েকটি জায়গা থেকে আমার কারখানায় মাল এসেছে। সেই সমস্ত কাজগুলো নিয়েই ব্যস্ত রয়েছি।

IMG_4871.jpeg

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল অন্য কোন ব্লগ নিয়ে।
ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.