ইতিহাসের পাতায় এই দিন। আজ রোজ শুক্রবার। ২৭শে ডিসেম্বর ২০২৪
প্রিয় পাঠকগন, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি শেষ পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন।
সময় প্রবহমান। কালের ধারায় এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। একটা সময় এই ঘটনাগুলোই ইতিহাসে পরিণত হয়। ইতিহাস ঘেঁটে দেখা যায়, প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজকে জন্মবার্ষিকী, কেউবা আবার মৃত্যুবরণ করেছেন আজকের এই দিনে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা ও গুরুত্বপূর্ণ কিছু বিষয়।
আজকের তারিখ:
- ১২ই পৌষ, ১৪৩১ বাংলা।
- ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ।
- ২৫শে জমাদিউস সানি,১৪৪৬ হিজরি।
ঘটনাবলী:
- ১৯৭১ সালে বাংলাদেশের মৌলভীবাজারে একটি বিদ্যালয়ে বিস্ফোরণ হয়ে ২৭ জন মানুষ মারা যান।
- ১৯৭৯ সালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হয়।
জন্ম:
- উর্দু এবং ফার্সি ভাষার কবি মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব ১৭৯৭ সালে জন্মগ্রহণ করেন।
- একুশে পদক বিজয়ী বাংলাদেশি লেখিকা রাবেয়া খাতুন ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন।
মৃত্যু:
- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো ২০০৭ সালে মৃত্যু বরণ করেন।
- বাংলাদেশি পানি সম্পদ বিশেষজ্ঞ বি এম আব্বাস ১৯৯৬ সালে মৃত্যু বরণ করেন।
প্রিয় পাঠকগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.