অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে পাঁচটা ভিন্ন কালারের তারা তৈরি।
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে পাঁচটা ভিন্ন কালারের তারা তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে পাঁচটা ভিন্ন কালারের তারা তৈরি। ভালো লাগবে।
রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আর যদি এরকম ভাবে অরিগ্যামি তৈরি করা হয়, তাহলে তো আমার কাছে আরো বেশি ভালো লাগে। অরিগ্যামি গুলো অনেক বেশি সময় নিয়ে ধৈর্য ধরে আর ভাঁজে ভাঁজে তৈরি করা লাগে। এগুলো অনেক ধৈর্যের কাজ হলেও তৈরি করার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এগুলো ভাঁজে ভাঁজে সুন্দর করে তৈরি করার পর উপস্থাপনা তুলে ধরা অনেক মুশকিলের ব্যাপার। তবুও আমি চেষ্টা করেছি সুন্দর করে উপস্থাপনা টা তুলে ধরার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক তারা গুলো তৈরি করার পদ্ধতি।
উপকরণ
রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল
ধাপ 1️⃣
প্রথমে আমি সবুজ কালারের একটা রঙিন কাগজ নিলাম। এরপর কাগজটা মাঝখান বরাবর ভাঁজ করে নিলাম।
ধাপ 2️⃣
তারপর কাগজটা দুইপাশ থেকে আরো দুটো ভাঁজ করে নিলাম।
ধাপ 3️⃣
এরপর আরো কিছু ভাঁজ করে নিলাম।
ধাপ 4️⃣
এরপর কোণা থেকে ভাঁজ করে নিয়ে একেবারে ছোট করে ভাঁজ করে নিলাম।
ধাপ 5️⃣
তারপর ভাঁজগুলো একে একে খুলে নিয়ে তারার আকৃতি দিয়ে দিলাম। এভাবে বিভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে অনেকগুলো তারা তৈরি করে নিলাম।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই/অরিগ্যামি |
---|---|
ক্যামেরা | Samsung S23 Ultra |
পোস্ট তৈরি | narocky71 |
লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
পাঁচটি ভিন্ন কালারের কাগজ দ্বারা আপনি অনেক সুন্দর সুন্দর স্টার তৈরি করে দেখিয়েছেন দেখে আমি তো মুগ্ধ। স্টার তৈরি করাটা কিন্তু বেশ দক্ষতার বিষয়। আমি একদিন তৈরি করতে গিয়ে বেশি হিমশিম খেয়ে গেছিলাম। অনেক সুন্দর হয়েছে ভাইয়া বেশ ভালো লাগলো দেখে।
ভিন্ন ভিন্ন কালারের তৈরি করার চেষ্টা করলাম, যেন দেখতে বেশি সুন্দর লাগে।
https://x.com/NARocky4/status/1873015484981158280?t=9HLcdW-mj5cYHMAYEy-J2w&s=19
রঙিন কাগজের তৈরি অরিগামি গুলো দেখতে ভালোই লাগে। আপনি খুব সুন্দর তারার অরিগামি তৈরি করে শেয়ার করেছেন। ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। থ্রিডি তারা গুলো খুবই চমৎকার লাগছে দেখতে। খুব সুন্দরভাবে প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি অরিগ্যামিগুলো তৈরি করার পদ্ধতি সুন্দর করে শেয়ার করার জন্য।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে পাঁচটা ভিন্ন কালারের তারা তৈরি করেছেন। আপনার তৈরি করা তারা গুলো অনেক বেশি সুন্দর লাগছে ভাইয়া। প্রতিটি তারা ভিন্ন রংয়ের হ ওয়ায় একটু বেশি ভালো লাগছে। তারা গুলো বেশ দারুন ভাবে তৈরি করেছেন।
আমার তৈরি করা তারা গুলো দেখতে অনেক সুন্দর লাগছে শুনে খুব ভালো লাগলো।
অরিগামিতে শুধুমাত্র কাগজ ভাঁজ করে কত সুন্দর পাঁচটি তারা বানিয়ে ফেললেন ভাই। প্রত্যেকটি তারা ভীষণ নিখুঁত এবং অসাধারণ হয়েছে। অরিগাম এর মাধ্যমে যে এত সুন্দর তারা বানানো যায় তা আপনার পোস্ট থেকে জানতে পারলাম। ধাপে ধাপে দারুণ সুন্দর উপস্থাপনা করলেন।
সুন্দর করে ভাঁজে ভাঁজে তারা গুলো তৈরি করার চেষ্টা করলাম।
পাঁচটা ভিন্ন কালারের তারা গুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে ভাই। রঙিন কাগজ এর তৈরি জিনিস গুলো চমৎকার ফুটে উঠে। আপনার এধরনের ডাই প্রজেক্ট গুলো সব সময়ই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাই।
আসলে রঙিন কাগজ এর তৈরি জিনিস গুলো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে।
অসাধারণ ভাইয়া। কালার গুলো কিন্তু খুব সুন্দর দেখে পছন্দ করেছেন। অনেকগুলো কালারের তারা একসাথে দেখতে ভীষণ সুন্দর লাগছে। এরকম তারা বানিয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখে দেখতে ভীষণ সুন্দর লাগে। বিভিন্ন কালারের তারা একসাথে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো।
ঠিক বলেছেন তারা গুলো ঝুলিয়ে রাখলে দেখতে খুব ভালো লাগবে।
বাহ ভাইয়া আপনি তো দেখছি বিভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে ঝল মলে কতগুলো তারার অরিগামি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করলেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস বানানো হয় হোক না কেন দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি হয় সেটা দক্ষ ভাবে বানানো। আপনার অরিগ্ৰামি তারাগুলো দেখে বোঝা যাচ্ছে অনেক দক্ষতার সাথে প্রতিটা ভাজে ভাজে তারাগুলো সুন্দর করে বানিয়েছেন।
রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে আমি অনেক পছন্দ করি। আর এত সুন্দর অরিগ্যামি তৈরি করতে পেরে খুব ভালো লেগেছে।
রঙিন কাগজ দিয়ে পাঁচটা ভিন্ন কালারের তারা তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে পাঁচটা ভিন্ন কালারের তারা দেখে খুব সুন্দর লাগছে। তারা তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
আমার নিজের কাছেও খুব সুন্দর লেগেছিল তারা গুলো তৈরি করার পর।
ওয়াও ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে পাঁচটা ভিন্ন কালারের তারা তৈরি করে শেয়ার করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
হ্যাঁ এরকম অরিগ্যামি তৈরি করার জন্য অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন হয়।